Premium SUV: হুন্ডাই, কিয়া নাকি ফক্সওয়াগন- প্রিমিয়াম এসইউভি হিসেবে কার কেমন ফিচার্স ? দামেই বা কে এগিয়ে ?
SUV Cars: ক্রেটা এন লাইন, সেলটোস জিটিএক্স নাকি ফক্সওয়াগনের তাইগুন জিটি কোন এসইভি সেরা ফিচার্সের দিক থেকে ? দামই বা কার কত ?
সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতে দিন দিন এসইউভি গাড়ির চাহিদা বেড়েই চলেছে। বাজারে ইতিমধ্যেই হুন্ডাই, কিয়া সেলটোস, ফক্সওয়াগন প্রায় প্রতিটি গাড়ি নির্মাতা সংস্থায় তাঁদের নিত্যনতুন এসইউভি মডেলের সম্ভার নিয়ে হাজির হয়। একেকটির একেক দাম, একেক ফিচার্স। ক্রেটা এন লাইনের (Creta N Line) মডেল আসলে পারফরম্যান্স এসইউভি যা ১৬.৮ লাখ টাকা দামের। ম্যানুয়াল ভ্যারিয়্যান্টের এই দাম চলছে। একটি ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন নিয়ে এটি অন্যান্য তাইগুন টিএসআই (Taigun TSI), সেলটোস জিটিএক্সের (Seltos GTX) সঙ্গে পাল্লা দেবে হুন্ডাই। একবার দেখে নেওয়া যাক ফিচার্স আর দামে এই তিনটি মডেল কোথায় আলাদা।
কোন মডেলটি সবথেকে বড় ?
সাধারণ ক্রেটার থেকে ক্রেটা এন লাইনের ডিজাইন একটু আলাদা। দৈর্ঘ্যের দিক থেকেও এই মডেলটি একেবারে অন্য লুকের। ক্রেটা এন লাইনের দৈর্ঘ্য যেখানে ৪৩৩০ মিমি, সেখানে সেলটোসের (Seltos GTX) দৈর্ঘ্য ৪৩৬৫ মিমি এবং তাইগুন এসইউভির দৈর্ঘ্য ৪২২১ মিমি। প্রস্থের হিসেবও দেখে নেওয়া যাক। ক্রেটা এন লাইন ১৭৯০ মিমি চওড়া, সেলটোসের মডেলটি ১৮০০ মিমি চওড়া এবং তাইগুন এসইউভির প্রস্থ ১৭৬০ মিমি।
শক্তি কোন মডেলের সবথেকে বেশি ?
ক্রেটা এন লাইনে (Creta N Line) থাকছে একটি ১.৫ লিটার টার্বো পেট্রোল যা কিনা 160hp/253Nmw শক্তি উৎপন্ন করতে পারে ৬ স্পিড ম্যানুয়ালে ও ৭ স্পিড ডিসিটি অটোমেটিকে। সেলটোসের ক্ষেত্রেও ১.৫ লিটার টার্বো পেট্রোল 160hp/253Nm ক্ষমতাসম্পন্ন যেখানে আইএমটি ক্লাচলেস ম্যানুয়াল, ৭ স্পিড ডিসিটি অটো। অন্যদিকে তাইগুন জিটি ৬ স্পিড ম্যানুয়াল ও ৭ স্পিড ডিএসজি অটোমেটিকে 150hp ও 250Nm ক্ষমতা উৎপন্ন হয়।
কোন গাড়ির ফিচার্স সবথেকে বেশি ?
তিনটি গাড়িতেই সানরুফ রয়েছে, কানেক্টেড কার টেক, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে তিনটি মডেলেই। ক্রেটা এন লাইনে থাকছে একটা ড্যাশ ক্যাম, লোয়ার ট্রিম, ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোল, পাওয়ারড ড্রাইভার সিট, প্যানোরমিক সানরুফ ইত্যাদি। তাছাড়া ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ADAS প্রযুক্তি ইত্যাদি হল বাড়তি পাওনা। সেলটোসের ক্ষেত্রেও একই ফিচার্স থাকছে। তবে সেলটোসের মডেলে ড্যাশ ক্যাম না থাকলেও থাকছে হেডস আপ ডিসপ্লে। তাইগুন মডেলে ডুয়াল পাওয়ারড সিট রয়েছে। সেফটি ইকুইপমেন্ট লেভেল অনেক বেশি আছে তাইগুনের মডেলে। এমনকী সব গাড়িতেই ৬টি এয়ারব্যাগ থাকছে।
কার কত দাম ?
ক্রেটা এন লাইনের দাম শুরু হচ্ছে ১৬.৮ লাখ টাকা থেকে, সর্বোচ্চ দাম ২০.৪৫ লাখ টাকা পর্যন্ত। সেলটোসের জিটিএক্সের দাম ১৮.২ লাখ থেকে ১৯.৪ লাখ টাকার মধ্যে। তাইগুন জিটি গাড়িটির দাম ১৬.৭ লাখ টাকা থেকে ১৯.৯ লাখ টাকার মধ্যে রয়েছে।
আরও পড়ুন: Ducati Streetfighter 2024: প্রিমিয়াম বাইক কিনতে চান ? ফিচার্স হোক বা দাম, চমকে দেবে ডুকাটির এই মডেল