MG Cloud EV: ঝাঁ-চকচকে বৈদ্যুতিন গাড়ি আনছে এমজি, এক চার্জে চলবে ৪৬০ কিমি- কত দামে পাবেন ?
MG Cloud EV: ক্রসওভার দুনিয়ায় পা রাখতে চলেছে এমজি ক্লাউড (MG CLoud EV) ইভি। এই ৫ সিটার গাড়ির ডিজাইন খুবই ফিউচারিস্টিক হতে চলেছে। এই বৈদ্যুতিন গাড়ির দাম হতে চলেছে ২০ লাখের আশেপাশে।
সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতের বৈদ্যুতিন গাড়ির বাজার ক্রমেই বিস্তৃত হচ্ছে। বৈদ্যুতিন গাড়ির উপরেই জোর দিচ্ছে বেশিরভাগ গাড়ি নির্মাতা সংস্থা। এমজি মোটর (MG CLoud EV) সংস্থাও তাদের নতুন বৈদ্যুতিন গাড়ি আনতে চলেছে বাজারে। এই বছরের সেপ্টেম্বর মাসে এমজি তাদের নতুন গাড়ি ক্লাউড ইভি বাজারে আনতে চলেছে। একইসঙ্গে এটি একটি CUV বা ক্রসওভার ইউটিলিটি ভেহিকল হিসেবেও দেখানো হবে। এই গাড়িটি স্থান পাবে এমজি জেড এস ইভি এবং এমজি কমেটের (MG CLoud EV) মধ্যে। আশা করা হচ্ছে যে এই বৈদ্যুতিন গাড়ির দাম হতে চলেছে ২০ লাখের আশেপাশে।
MG CLoud EV-র এক্সটিরিয়র
ক্রসওভার দুনিয়ায় পা রাখতে চলেছে এমজি ক্লাউড (MG CLoud EV) ইভি। এই ৫ সিটার গাড়ির ডিজাইন খুবই ফিউচারিস্টিক হতে চলেছে। এই বৈদ্যুতিন গাড়িটিতে থাকছে ফ্লাশ ডোর হ্যান্ডলস, লাইট বার এবং ১৮ ইঞ্চির হুইল। এমজি ক্লাউডের দৈর্ঘ্য ৪২৯৫ মিমি, হুইলবেস ২৭০০ মিমি। আবার এর সঙ্গে ১৭০৭ লিটারের লাগেজ স্পেস দেওয়া আছে গাড়ির ভিতরে।
MG Cloud EV-র ফিচার্স
এমজির এই নতুন বৈদ্যুতিন মডেলেও থাকছে শক্তিশালী ফিচার্স। ১৫.৬ ইঞ্চির বড়সড় টাচস্ক্রিন থাকছে এই গাড়িতে। এতে একটা কার্ভড ফ্রন্ট সিট রয়েছে যা এর অন্যতম আকর্ষণ, চালককে বিপুল আরাম দেবে এই সিট। শুধু তাই নয়, এই বৈদ্যুতিন গাড়িতে রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, সানরুফ এবং তাঁর সঙ্গে কানেক্টেড কার টেকনোলজি।
ব্যাটারি ও রেঞ্জ কত
এমজি ক্লাউড ইভির ব্যাটারির কথা বলতে গেলে ৫০.৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে এতে। মূলত এটি লিথিয়াম ফেরো ফসফেট জাতীয় ব্যাটারি। এই ব্যাটারি একটা বৈদ্যুতিন মোটরের সঙ্গে যুক্ত থাকে। আর এর সাহায্যেই এই গাড়িতে ৪৬০ কিমি রেঞ্জ আসবে। অর্থাৎ একবার চার্জ দিলে এই গাড়িতে যাওয়া যাবে ৪৬০ কিমি রাস্তা। ২০০ এনএম টর্ক এবং ১৩৪ এইচপি ক্ষমতা আছে এই ব্যাটারির। এমজি যদিও একটা স্থানীয় ব্যাটারি প্যাক ব্যবহার করছে, এর দাম তবে অনেক কমে যাবে।
এই তথ্য অনুসারে এই বৈদ্যুতিন গাড়িটি প্রথমে বিদেশের মাটিতে আগে লঞ্চ হবে যেখানে আধুনিক সেফটি ফিচার্স থাকবে যার মধ্যে রয়েছে ADAS, স্মার্ট টেইলগেট, অ্যাডাপ্টিভ ক্রুজ, লেন রেকগনিশন, সেফ ডিসট্যান্স, ব্রেকিং অ্যাসিস্ট্যান্স, অটোমেটিক লাইট। তবে এর ভারতীয় মডেলের কী ফিচার্স থাকবে তা এখনও জানা যায়নি। এমজি জেড এসের থেকে এমজির এই ক্লাউড ইভির দাম অনেক কম হবে এটাই আশা করছেন গাড়িপ্রেমীরা। এটি ভারতের বাজারে এলে এর ডিজাইন, লুক নিয়ে ব্যাপক চর্চা শুরু হতে চলেছে।
আরও পড়ুন: Jawa Bikes: ১৬ হাজার টাকা ছাড়ে মিলবে Jawa-র এই বাইক ! কী নতুন ফিচার্স এল ?