EV Charging Station: সারা দেশে ২৫ হাজার চার্জিং স্টেশন তৈরি করবে মারুতি, ইভি দুনিয়ায় আসবে বদল
Maruti EV Charging Stations: এসইউভি বৈদ্যুতিন গাড়ি বাজারে আনার আগে মারুতি সারা দেশে মোট ২৫ হাজার চার্জিং স্টেশন (EV Charging Stations) নির্মাণের পরিকল্পনা করেছে।
Maruti EV Charging: আর কিছুদিনের মধ্যেই ভারতের গাড়ির বাজারে প্রথম একটি বৈদ্যুতিন গাড়ি আনতে চলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া সংস্থা। তবে সেই গাড়ির (Maruti Cars) নির্মাণ নিয়ে এখন তোড়জোড় তুঙ্গে। মারুতি সংস্থার এটাই প্রথম বৈদ্যুতিন গাড়ি হতে চলেছে। এটি আদপে একটি মিড সাইজের এসইউভি কনসেপ্ট যার নাম ইভিএক্স (Maruti evX)। তবে এই এসইউভি বৈদ্যুতিন গাড়ি বাজারে আসার আগে মারুতি সারা দেশে মোট ২৫ হাজার চার্জিং স্টেশন (EV Charging Stations) নির্মাণের পরিকল্পনা করেছে। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে।
গাড়িনির্মাতা সংস্থা মারুতি এখন চাইছে তাদের ব্যবসা দেশের ২৩০০টি শহরে আরও ৫১০০ সার্ভিস সেন্টারে ছড়িয়ে দিতে আর সেই জন্য তেল বিপণনকারী সংস্থা এবং বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা করছে মারুতি যাতে দেশে একটি অসাধারণ চার্জিং পরিকাঠামো গড়ে তোলা যায়। দেশে ধীরে ধীরে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ছে, বাড়ছে এই ধরনের গাড়ির ক্রেতার সংখ্যাও। আর তাই এই গ্রাহকদের কথা মাথায় রেখে পেট্রোল ডিজেল পাম্পের মত বৈদ্যুতিন গাড়ির জন্যও দরকার চার্জিং স্টেশন। এই চার্জিং ইকোসিস্টেম এখনও সেভাবে দেশজুড়ে গড়ে ওঠেনি। সেই কাজেই হাত দিতে চলেছে মারুতি।
সংবাদসূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মারুতি সংস্থা তাদের ডিলার ওয়ার্কশপের মাধ্যমে কোথায় কোতাহ্য চার্জিং পয়েন্ট করা যায় তা নির্ণয় করার কাজ শুরু করে দিয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে পরিষেবা কেন্দ্রগুলিতে ন্যূনতম একটি বে ও দুটি চার্জিং পয়েন্ট রাখা হবে বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুতে ইতিমধ্যেই এই সংস্থা মেকানিক্সের প্রশিক্ষণ শুরু করেছে। সূত্রের খবর, দেশের তেল বিপণনকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই মারুতি অনুরোধ করেছে যাতে তাদের রিটেল স্পেসে ইভি চার্জিং ও সার্ভিসিংয়ের জন্য পৃথক জায়গা ছেড়ে রাখা হয়।
মারুতি তাদের এই প্রথম বৈদ্যুতিন গাড়ি ইভিএক্সের দাম রাখতে চাইছে ২০ লাখ থেকে ২৫ লাখ টাকার মধ্যে। আর এই গাড়ি বাজারে লঞ্চ হওয়ার প্রথম তিন মাসের মধ্যে ৩০০০ ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। গুজরাতের কারখানাতে এই বৈদ্যুতিন গাড়িটি তৈরি করা হবে এবং প্রিমিয়াম নেক্সা আউটলেটগুলিতে এই গাড়ি বিক্রি হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Price: আজ ফের বদল সোনার দামে, সোনার গয়না গড়াতে খরচ কি কমবে ?