FASTag: এক রিচার্জে ১৫ বছর নিশ্চিন্তি, টোল ট্যাক্স নিয়ে ভাবতে হবে না- FASTag-এ বড় বদল আনল কেন্দ্র
Toll Tax: এখনকার টোল ট্যাক্স দেওয়ার জন্য যে ফাস্ট্যাগ ব্যবহার করা হচ্ছে এর সঙ্গেই যুক্ত হয়ে যাবে এই টোল পাস। এর জন্য আলাদা করে কোনো নথি জমা করা বা কোনো সরঞ্জামের দরকার হবে না।

Toll Tax: টোল ট্যাক্স দেওয়া নিয়ে এবার আর চিন্তা করতে হবে না। একবার রিচার্জ করলেই ১৫ বছরের জন্য নিশ্চিন্তি। বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। যাদের নিজেদের গাড়ি রয়েছে তাদের জন্য টোল ট্যাক্স সংগ্রহের নিয়ম আরও সরলীকরণ করেছে কেন্দ্র। জাতীয় সড়কে (Toll Tax) কোনো বাধা বিঘ্ন ছাড়াই যাতায়াতের জন্য কেন্দ্র (FASTag Rule) এবার থেকে বার্ষিক ও লাইফটাইম টোল পাস চালু করতে চলেছে। দেশের সড়ক পরিবহন দফতর এবার থেকে এই দুই ধরনের টোল পাস দেওয়ার কথা জানিয়েছে।
এখনকার টোল ট্যাক্স দেওয়ার জন্য যে ফাস্ট্যাগ ব্যবহার করা হচ্ছে এর সঙ্গেই যুক্ত হয়ে যাবে এই টোল পাস। এর জন্য আলাদা করে কোনো নথি জমা করা বা কোনো সরঞ্জামের দরকার হবে না। এখন থেকে গাড়িচালকরা মাসে ৩৪০ টাকা খরচে প্রথম ১২ মাসের জন্য একটি মাসিক টোল পাস পাবেন। অর্থাৎ বছরে খরচ হবে ৪৮০০ টাকা এবং এটি কেবলমাত্র একটি টোল প্লাজার জন্যই প্রযোজ্য হবে।
তবে এই নতুন লাইফটাইম টোল পাসের মাধ্যমে অনেক কম খরচে দেশের যে কোনো জাতীয় সড়কে সীমাহীন চলাচলের সুবিধে পাওয়া যাবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গডকরী জানিয়েছেন যে এই পরিকল্পনা খুব শীঘ্রই বাস্তুবায়িত হবে। আর এর মাধ্যমেই টোল প্লাজায় কর সংগ্রহ নিয়ে সমস্যার নিরসন করা হবে। এমনকী দুটি টোল পয়েন্টের মধ্যে ন্যূনতম ৬০ কিমি দূরত্ব রাখার কথাও জানিয়েছেন তিনি।
এই নতুন বার্ষিক ও লাইফটাইম টোল পাসের ক্ষেত্রে বছরে ৩ হাজার টাকা খরচ করতে হবে গ্রাহককে এবং তিনি যদি একবারে ৩০ হাজার টাকা জমা করেন তাহলে তিনি এক রিচার্জেই ১৫ বছর পর্যন্ত নিশ্চিন্তে গাড়ি চালাতে পারবেন জাতীয় সড়কে। কোনো টোল আর দিতে হবে না তাঁকে। পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ব্যক্তিগত যানবাহনের থেকে মোট ৫৫ হাজার কোটি টাকা টোল করের মধ্যে এসেছে মাত্র ৮ হাজার কোটি টাকা। টোল লেনদেনের ৫৩ শতাংশের মধ্যে ২১ শতাংশই আসে ব্যক্তিগত যানের থেকে। সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত সমস্ত টোল প্লাজাতেই ব্যক্তিগত গাড়িরই ভিড় থাকে সবথেকে বেশি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
