Budget Cars 2023: দামে কম, মানে সেরা, দেখে নিন এই বছরের অন্যতম সেরা বাছাই ৩ SUV
Top 3 Budget Cars: সাধ্যের মধ্যে দামের এমন বেশ কিছু SUV আছে যেগুলি আকারে অতটা বড় না হলেও গাড়িপ্রেমীদের কাছে তা খাজানা। চলুন দেখে নেওয়া যাক, এমন তিনটি গাড়ি
Top 3 Budget Cars: সোমনাথ চট্টোপাধ্যায় : SUV মানেই একটা প্রিমিয়াম ব্যাপার। আকারে যেমন বড় হবে, তেমনই আরাম-বিলাসের ক্ষেত্রেও কোনও কমতি থাকবে না। তবে দাম নিয়ে ভারতের ক্রেতাদের একটা খুঁতখুঁত ভাব থেকেই যায়। ভাল মানের গাড়ি যদি সস্তায় পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। এই বছর বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থাগুলি তাদের বিশাল বিশাল SUV নিয়ে এসেছে, কিছু কিছু গাড়ি আগামী বছরের শুরুতেও বাজারে আসবে। তবে সাধ্যের মধ্যে দামের এমন বেশ কিছু SUV আছে যেগুলি আকারে অতটা বড় না হলেও গাড়িপ্রেমীদের কাছে তা খাজানা। চলুন দেখে নেওয়া যাক, এমন তিনটি গাড়ির হদিশ (Budget Cars 2023)।
Hyundai Exter
আকারে এটাই হুন্ডাইয়ের সবথেকে ছোট SUV। তবে এর আকার ছোট হলেও ডিজাইন এবং ফিচার্সের দিক থেকে খুবই কমপ্যাক্ট একটি গাড়ি। হুন্ডাইয়ের নতুন বক্স ডিজাইনের বাইরে বেরিয়ে হুন্ডাই এক্সটারে (Hyundai Exter) যথেষ্ট স্পেস দেখতে পাওয়া যায়। প্যাডল শিফটারের সঙ্গে এএমটি ভার্সন এর অন্যতম আকর্ষণ। নিরাপত্তার দিক থেকেও এই গাড়ি যথেষ্ট উচ্চমানের। গ্রাউন্ড টেস্টে এর ফলাফল বেশ ভাল। আর এরই সঙ্গে এত এত ফিচার্স সত্ত্বেও এর দাম বেশ অনেকটাই কম। ১.২ লিটার পেট্রল ইঞ্জিনের সঙ্গে হুন্ডাই এক্সটার আপনার প্রথম পছন্দ হতেই পারে।
Maruti Suzuki Fronx
টিপিক্যাল মারুতির যে ধরন তা হুবহু একই থাকছে এই Maruti Fronx-এ। কিন্তু তার সঙ্গে সঙ্গে ছোট SUV হিসেবেই এর জনপ্রিয়তা সবথেকে বেশি। এতে রয়েছে টার্বো পেট্রল ইঞ্জিন যার কারণে সাধারণ ১.২ লিটার ইঞ্জিনের থেকে একটু বেশি দাম রয়েছে এই মডেলটির। বাইরে থেকে দেখলে মনে হবে, যেন একটা ছোটখাটো গ্র্যান্ড ভিতারা। একইরকম ডিজাইন ধরা রয়েছে এতে। উপরি পাওনা হিসেবে রয়েছে বড়সড় কেবিন টুল। সাধারণত ১.২ লিটারের এএমটি ভার্সনটিই কিনতে পারেন আপনি, যদি আরও ভাল পারফরম্যান্স চান তাহলে আপনি টার্বো পেট্রল ইঞ্জিনের মডেলটি কিনতে পারেন।
MG Comet
সবশেষে বলতেই হয় MG Comet মডেলটির কথা। ইভির দুনিয়ায় বেশ কিছু ভাল ভাল মডেলের গাড়ি এবছর বাজারে এলেও এই গাড়ির ক্ষেত্রে একইসঙ্গে সাধ্যের মধ্যে দাম ইভির আর তার উপরে আকারেও গাড়িটি বেশ অনেকটা ছোট। তবে আকারে ছোট হলেও এর জায়গা কিছু কমতি নেই। এর রেঞ্জ ২৩০ কিমি, যেখানে সাধারণ পেট্রলের গাড়ির তুলনায় রানিং কস্ট বেশ অনেকটাই কম। বাজেটের মধ্যে গাড়ির তালিকায় একেবারে ভিন্ন স্বাদের গাড়ি এই এমজি কমেট।