Hero Xtreme: ১ লাখের মধ্যেই ঝাঁ-চকচকে বাইক ! হিরো এক্সট্রিম পাল্লা দেবে টিভিএসকেও
Hero Bike: ২০২৪ সালটা যেন হিরো মোটোকর্পের কাছে 'গোল্ডেন ইয়ার'। প্রথমে হিরো মাভেরিক ৪৪০ বাজারে আনার পর এবার হিরো আনতে চলেছে আরো একটি অভিনব মডেল Hero Xtreme 125R।
Hero Motocorp: হিরো যেন একের পর এক ছক্কা হাঁকাচ্ছে। সব ধরনের সব রকম দামের এবং সমস্ত স্তরের মানুষদের জন্য বাইকের মডেল বাজারে নিয়ে আসছে হিরো মোটোকর্প। ২০২৪ সালটা যেন হিরো মোটোকর্পের কাছে 'গোল্ডেন ইয়ার'। প্রথমে হিরো মাভেরিক ৪৪০ বাজারে আনার পর এবার হিরো আনতে চলেছে আরো একটি অভিনব মডেল হিরো এক্সট্রিম ১২৫আর (Hero Xtreme 125R)। মাত্র ১ লাখের মধ্যেই এই বাইক কিনে ফেলতে পারেন যে কেউ।
২৩ জানুয়ারি হিরো মোটোকর্পের ৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে একইসঙ্গে হিরো মাভেরিক এবং হিরো এক্সট্রিমের মডেল বাজারে নিয়ে আসে তারা। ১২৫ সিসির বাইক যাদের পছন্দ তাদের জন্য এই গাড়ি একেবারে সোনায় সোহাগা বলা চলে।
ভ্যারিয়্যান্ট
Hero Xtreme –এর দুটি প্রধান ভ্যারিয়্যান্ট আনা হয়েছে বাজারে। একটি Hero Xtreme 125R-এর IBS মডেল এবং অন্যটি Hero Xtreme 125R-এর ABS মডেল। দুটি ভ্যারিয়্যান্টের দামের ক্ষেত্রেও খানিক ফারাক রয়েছে। প্রথমটির দাম মাত্র ৯৫ হাজার টাকা, সেখানে দ্বিতীয় মডেলের দাম ৯৯,৫০০ টাকা। এখানে মূলত এক্স শো-রুম দামের কথাই বলা হয়েছে।
ডিজাইন
এই বাইকের মডেলের লুক এতটাই স্ট্রিম লাইনড যে এর ফুয়েল ট্যাঙ্কের চেহারা বাইকের লুকের মধ্য আলাদা একটা পুরুষালি ছোঁয়া এনে দেয়। স্প্লিট সিট, স্প্লিট গ্র্যাব রেল এই মডেলকে আরও স্পোর্টি লুক দিয়েছে।
রঙ
মূলত তিনটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই দুটি মডেলের Hero Xtreme। Cobalt Blue, Firestorm Red, Stallion Black।
পাওয়ারট্রেন
Xtreme 125R এমনই একটি অভিনব মডেল যেখানে ১২৫ সিসির একটি সিঙ্গল সিলিন্ডার রয়েছে যা কিনা বাতানুকূল সমৃদ্ধ, 11.5 bhp ক্ষমতা সম্পন্ন এবং সর্বোচ্চ টর্ক ওঠে 10.5 Nm। ইঞ্জিনের সঙ্গে লাগানো রয়েছে একটি ৫ স্পিড গিয়ারবক্স।
গত বছর হিরোর আরও একটি মডেল বাজারে বেশ জনপ্রিয় হয়েছিল। হিরোর একটা বড়সড় কামব্যাক বলা চলে সেই মডেলটির হাত ধরে। ২০২৩ সালে বাজারে লঞ্চ হওয়া ২১০ সিসি সিঙ্গল সিলিন্ডারের নতুন কারিজমা মডেল নিঃসন্দেহ হিরোর প্রতি বাইকপ্রেমীদের আকর্ষণ ফেরাবে। ৯২৫০ আরপিএমে ২৫.৫ এইচপি ক্ষমতা রয়েছে এই বাইকের। তার সঙ্গে উপরি পাওনা হল অন বোর্ড পারফরম্যান্স। এই মডেল হিরো ব্র্যান্ডের পক্ষে একটা বড় উড়ান এনে দিতে পারে। তারপর হিরো মোটোকর্পের 'মাভেরিক ৪৪০'-র পাশাপাশি কম রেঞ্জের Hero Xtreme-ও পাল্লা দিয়ে টেক্কা দেবে টিভিএস রেইডারের মডেলকে।
আরও পড়ুন: Hero Bike: বাইকপ্রেমীদের চোখ ধাঁধাবে 'হিরো মাভেরিক', বুলেটকেও টেক্কা দেবে ৪৪০ সিসির এই বাইক !