Honda Car Discount: হোন্ডার এই গাড়িতে ১ লাখ টাকারও বেশি ছাড়, কী ফিচার্স পাবেন ?
Honda Car Elevate Discount Offer: হোন্ডা অ্যামেজের সেকেন্ড জেনারেশনের মডেল ভারতের বাজারে এসেছে অনেক আগেই। এই হোন্ডার গাড়িতে ১.০৭ লক্ষ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এর তৃতীয় প্রজন্মের মডেলও বাজারে এসেছে।
Honda Elevate Amaze: হোন্ডার গাড়িতে দারুণ অফার দেওয়া হচ্ছে। শুধু হোন্ডা নয়, বহু গাড়ি নির্মাতা সংস্থা তাদের গাড়ির পুরো লাইন আপ (Honda Amaze) দিয়ে দিয়েছে এই মাসে এবং বেশ কিছু গাড়িতে ছাড়ের সুবিধে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র গত মাসে জাপানি গাড়ি নির্মাতারা (Car Discount) তাদের গাড়িতে সাত বছরের ওয়্যার্যান্টি বা সীমাহীন কিলোমিটারের এক্সটেন্ডেড ওয়্যার্যান্টি অফার করেছে। এর পাশাপাশি নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে।
Honda Amaze-এ ছাড়
হোন্ডা অ্যামেজের সেকেন্ড জেনারেশনের মডেল ভারতের বাজারে এসেছে অনেক আগেই। এই হোন্ডার গাড়িতে ১.০৭ লক্ষ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই গাড়ির তৃতীয় প্রজন্মের মডেলও বাজারে এসেছে ভারতের। হোন্ডা অ্যামেজের দ্বিতীয় প্রজন্মের মডেলের এক্স শোরুম দাম ৭.১৯ লক্ষ টাকা থেকে শুরু করে ৯.০৪ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।
Honda City-তে ছাড়
হোন্ডা সিটির পেট্রোল ইঞ্জিন ভ্যারিয়ান্টে ৭০ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। একই সময়ে এই গাড়ির সিটি এইচইভি স্ট্রং হাইব্রিড ভ্যারিয়ান্টে ৯০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই হোন্ডা গাড়ির এক্স শোরুম দাম ১৪.১৮ লক্ষ টাকা থেকে শুরু করে ২৩.৬০ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। হোন্ডা অ্যামেজ ভারতের বাজারে হুন্ডাই ভার্না, ফক্সওয়াগন ভার্চুস, স্কোডা স্লেভিয়ার মত গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করে।
Honda Elevate-এ ছাড়
হুন্ডাই ক্রেটার প্রতিদ্বন্দ্বী হোন্ডা এলিভেটেও ছাড় পাওয়া যাচ্ছে। এই গাড়িতে ৮৬,১০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে দামের উপরে। এই হোন্ডা গাড়ির অ্যাপেক্স এডিশন ও ব্ল্যাক এডিশন আগামী ৭ জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ হবে। হোন্ডা এলিভেটের স্ট্যান্ডার্ড মডেলের দাম ১১.৬৯ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং এর শীর্ষ ভ্যারিয়ান্টের দাম ১৬.৭১ লক্ষ টাকা পর্যন্ত যায়।
এই হোন্ডা গাড়িটিতে ১.৫ লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন রয়েছে যার সঙ্গে পেট্রোল ইঞ্জিন রয়েছে, এর সঙ্গে আপনি ম্যানুয়াল ট্রান্সমিশন ও সিভিটি ট্রান্সমিশনের বিকল্প পাওয়া যায়। এই হোন্ডা গাড়িতে ইন্সটল করা ইঞ্জিন ১২১ এইচপি শক্তি উৎপন্ন করে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Suzuki Scooter: এখনও দারুণ বিক্রি ১৮ বছর পুরনো এই সস্তার স্কুটারের, কত দামে মিলবে ? কী ফিচার্স ?