Honda Bikes: হোন্ডা ইউনিকর্নের নতুন মডেল বাজারে, দেড় লাখেই আসবে ঘরে- কত মাইলেজ পাবেন ?
Honda Unicorn Bike: হোন্ডার এই বাইকে একটি ১৬৩ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই বাইকে যে ইঞ্জিন ইনস্টল করা আছে, তাতে ১৩ বিএইচপি শক্তি ও ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন হয়।
Honda Motors: ভারতের বাজারে হোন্ডা ইউনিকর্ন বাইকের নয়া মডেল এসেছে বাজারে। হোন্ডা এই বাইকে অনেক ধরনের নতুন ফিচার্স যুক্ত করেছে। বাজারের (Honda Bikes) অন্য বাইককেও সহজেই টেক্কা দিতে পারবে এই বাইক (Bike News)। বিগত ২০ বছর ধরে বাজারে আছে এই বাইক। গাড়িনির্মাতা সংস্থা এই সময়ের মধ্যে বাইকের ডিজাইনে কোনো বদল আনেনি। চলুন জেনে নেওয়া যাক হোন্ডা ইউনিকর্ন বাইকে কোন নতুন ফিচার্স এসে যুক্ত হয়েছে। আর এই নতুন ভার্সনের বাইকের দামেই বা কী বদল এসেছে ? অতিরিক্ত ফিচার্সের জন্য দাম কি আগের থেকে বাড়ল ?
হোন্ডা ইউনিকর্নের নতুন ফিচার্স
হোন্ডা ইউনিকর্নের এই নতুন ভার্সনে ইনস্টল করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর সঙ্গে সঙ্গে এলইডি হেডল্যাম্প, সার্ভিস রিমাইন্ডার, ১৫ ওয়াটের ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এই বাইকে রয়েছে। এই বাইক আবার গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং একটি ইকো ইন্ডিকেটরের সঙ্গে বাজারে এসেছে। আর এই সমস্ত নতুন ফিচার্সের মাধ্যমে হোন্ডা তাঁর মার্কেট শেয়ার বাড়াতে চাইছে। হোন্ডা এই নতুন বাইক বিক্রি করে এই মার্কেট শেয়ার বাড়াতে চাইছে।
হোন্ডার এই বাইকের পাওয়ারট্রেন
হোন্ডার এই বাইকে একটি ১৬৩ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই বাইকে যে ইঞ্জিন ইনস্টল করা আছে, তাতে ১৩ বিএইচপি শক্তি ও ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকের ইঞ্জিনে ৫ স্পিডের গিয়ারবক্সও লাগানো আছে। এর সঙ্গে সঙ্গে অন বোর্ড ডায়াগনস্টিক ২ এই বাইকে ইনস্টল করা আছে, এর কারণে এই বাইকে একটি নির্দিষ্ট সীমার থেকে বেশি দূষণ কখনই হবে না।
এই বাইকের নয়া মডেলের কী দাম রয়েছে
এই বাইকের অন রোড প্রাইস রাখা হয়েছে ১.৩৪ লাখ টাকা থেকে। এই দাম যদিও মুম্বইয়ের দাম। আর এই বাইকের নয়া মডেলের সর্বোচ্চ দাম রয়েছে ১.৪৫ লক্ষ টাকা। বাজারে হোন্ডার এই নতুন বাইক ৩টি রঙের বিকল্প নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং রেডিয়ান্ট রেড মেটালিক রঙ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Adani Stock: আদানি গ্রুপের এই স্টকে আগামী ২ বছরেই ৫৮ শতাংশ মুনাফার ইঙ্গিত, পোর্টফোলিওতে আছে ?