Mahindra Thar: মহিন্দ্রা থার নিয়ে রাস্তায় বেরোতেই ১ লাখেরও বেশি জরিমানা, কী করেছিলেন চালক ?
Mahindra Thar Modification: হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ঘটেছে এই ঘটনা। গাড়ির উপযুক্ত নথি সঙ্গে না থাকায় এবং গাড়ির মডিফিকেশনের জন্য মহিন্দ্রা থারের চালককে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করে পুলিশ।
Traffic Challan: রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ট্রাফিক আইন না মানলে বা মোটর ভেহিকল আইন লঙ্ঘন করলে পুলিশ বেশিরভাগ সময়েই চালান কাটে। কখনও সিটবেল্ট না পড়লে চালান কাটে, কখনও সিগনাল না মানলে চালান কাটে। একেক সময় একেক অঙ্কের চালান (Traffic Challan) কাটা হয়। ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত অনেকেরই এই জরিমানা (Mahindra Thar) দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যদি কাউকে ১ লক্ষ টাকারও বেশি জরিমানা দিতে হয় ? অবাক হলেন ? এমনই ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের এক ব্যক্তির সঙ্গে।
কী ঘটেছে ?
হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ঘটেছে এই ঘটনা। গাড়ির উপযুক্ত নথি সঙ্গে না থাকায় এবং গাড়ির মডিফিকেশনের জন্য মহিন্দ্রা থারের চালককে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করে ট্রাফিক পুলিশ। হাইওয়েতে এই চালক নিজের মহিন্দ্রা থার গাড়ি চালাচ্ছিলেন, মাঝ রাস্তাতেই গাড়ি থামান ট্রাফিক পুলিশ। সেই চালককে জিজ্ঞাসাবাদ করেও গাড়ির কাজগপত্র দেখাতে পারেননি চালক। সেই চালকের না ছিল কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট, না ছিল পলিউশন সার্টিফিকেট। আর তার থেকেও বড় কথা হল সেই ব্যক্তি মহিন্দ্রা থার গাড়িতে মডিফিকেশন করা হয়েছে।
কেন কাটা হল চালান ?
এর সঙ্গে এই গাড়ির টায়ারগুলিও বদলে ফেলা হয়েছে সম্পূর্ণ, আর সেই কারণেই মোটা টাকা জরিমানা হয়েছে চালকের। চালানে এও লেখা হয়েছে যে মহিন্দ্রা থারের চালক পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করেছে। দেশে গাড়ির মডিফিকেশন নিয়ে কিছু কঠোর আইন রয়েছে। আর এই আইন না মানলে জরিমানা ধার্য হবে আপনার।
গাড়ির মডিফিকেশনের কী আইন ?
ভারতের মোটর ভেহিকল আইন অনুযায়ী কোনো চালক তার গাড়িতে কোনো ধরনের মডিফিকেশন করতে পারবে না। আপনি যদি ইঞ্জিনের ক্ষমতা বাড়াতে চান, কিংবা কোনো বদল করতে চান, এক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হবে গাড়ির চালককে। যদি অনুমতি না থাকে, তাহলে আপনার নামে চালান কাটা হতে পারে, জরিমানা হবে। শুধু তাই নয়, কেউ যদি গাড়ি কেনার পর গাড়ির আসল রং বদলে দেয় তাহলেও বড় জরিমানা দিতে হবে আপনাকে। যদি কোনো ধরনের বদল করা হয় এবং তা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লেখা থাকে তাহলে কেউ জরিমানা ধার্য করতে পারেন না।
আরও পড়ুন: Royal Enfield 350: এই বুলেট বন্ধ করে দিল রয়্যাল এনফিল্ড ! আর পাবেন না