(Source: ECI/ABP News/ABP Majha)
Maruti Suzuki Jimny 5 Door: গ্র্যান্ড ভিতারা এবং মহিন্দ্রা থরের সঙ্গে দেখা গিয়েছে মারুতি সুজুকি জিমনি- ৫ দরজার গাড়ি
Jimny 5 Door: ভারতে লঞ্চের পর মারুতি সুজুকি জিমনি ৫ ডোর মহিন্দ্রা থরের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে বলে অনুমান করছেন গাড়ি বিশেষজ্ঞরা।
Maruti Suzuki Jimny 5-door: মারুতি সুজুকি জিমনি- ৫ দরজার (Maruti Suzuki Jimny 5-door) এই গাড়ি ইতিমধ্যেই সারা ভারত জুড়ে টেস্টিং শুরু হয়েছে। লেহ- তেও এই গাড়ি দেখা গিয়েছে গ্র্যান্ড ভিতারা (Grand Vitara) এবং থরের (Mahindra Thar)সঙ্গে। বলা হচ্ছে, লঞ্চের পর মারুতি জিমনি ৫ ডোর মডেল মহিন্দ্রা থরের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে। এর মধ্যেই যেসব ছবি প্রকাশ্যে এসেছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে মারুতি জিমনি ৫ ডোর গাড়ি অফ-রোডের জন্য এবং যেকোনও চরম পরিস্থিতিতে কীরকম পারফরম্যান্স দেয় তা দেখার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
মারুতির গাড়ি দ্য গ্র্যান্ড ভিতারা হল প্রথম all wheel drive মডেল। তবে জিমনি ৫ ডোর মারুতির প্রথম এমন গাড়ি যা একটি আদর্শ 4x4 ডিজাইনের মডেল, অনেকটা মহিন্দ্রা Thar- এর মতো। লো রেঞ্জের এই গাড়িতে রয়েছে অফ-রোড মোডও। এর আগে মারুতি জিমনি ৩ ডোর লঞ্চ হয়েছিল। নতুন ৫ ডোরের মারুতি জিমনি গাড়ি অনেকটা একই ধরনের দেখতে। তবে বেশি সংখ্যক দরজার কারণে বেড়েছে গাড়ির দৈর্ঘ্য। তার ফলে প্রয়োজন নতুন বডি প্যানেল। এর সঙ্গে দেখা যাবে নতুন ধরনের ডোর ডিজাইনও। এর পাশাপাশি থাকবে আগের তুলনায় লম্বা হুইলবেস।
জানা গিয়েছে, মারুতি জিমনি ৫ ডোর একমাত্র 4x4 মডেলেই পাওয়া যাবে। তবে ম্যানুয়াল এবং অটোম্যাটিক- দুই অপশনেই লঞ্চ হবে মারুতির এই নতুন ৫ দরজার গাড়ি। মারুতি জিমনি ৫ ডোর মডেলে থাকতে চলেছে আগের তুলনায় অনেক আধুনিক ও উন্নত ৬ স্পিড অটোম্যাটিক অপশন। এর সঙ্গে থাকবে প্যাডেল শিফটার। এছাড়াও থাকতে চলেছে নতুন ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন। এটি একটি মাইল্ড হাইব্রিড ইঞ্জিন হতে চলেছে। ফুল হাইব্রিড ইঞ্জিন রয়েছে গ্র্যান্ড ভিতারা মডেলের জন্য।
ফিচারের দিক থেকে মারুতি জিমনি ৫ ডোর আগের ৩ দরজার গড়ির তুলনায় অনেকটা ভাল ভাবে সাজানো রয়েছে। আপাতত ৩৬০ ডিগ্রি ক্যামেরায় যে ছবি প্রকাশ্যে এসেছে তার থেকে এমনটিয়া বোঝা গিয়েছে। এই গাড়িতে থাকতে চলেছে একটি হেড আপ ডিসপ্লে। এছাড়াও থাকবে টাচস্ক্রিন যেখানে অফ-রোড স্পেসিফিক ডিসপ্লে পাওয়া যাবে। এর সঙ্গে আরও অনেক উন্নত ও আধুনিক ফিচার রয়েছে। তবে মারুতি জিমনি ৫ ডোর গাড়িতে সানরুফ থাকবে এটা নিশ্চিত। কারণ এই বিশেষ ফিচার সংরক্ষিত রয়েছে ব্রেজা এবং গ্র্যান্ড ভিতারা মডেলের জন্য।
মারুতি জিমনি ৫ ডোর মডেল লঞ্চের জন্য একটি অটো এক্সপো হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই প্রিমিয়াম এসইউভি গাড়ি মারুতি গ্র্যান্ড ভিতারা মডেলের সঙ্গে নেক্সা শোরুমে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। এর আগে ভারতে জিপসি গাড়ি লঞ্চ হয়েছিল। সেই আইকনিক মডেলের সাকসেসর হতে চলেছে জিমনি ৫ ডোর। এটি একটি আদর্শ ফ্যামিলি এসইউভি মডেল হতে চলেছে।
আরও পড়ুন- গ্র্যান্ড ভিটারা, থারের পাশে দেখা গেল ৫দরজার জিমনি, ২০২৩-এর অটো এক্সপোতে হবে লঞ্চ