MG Mini Electric Car: এমজির মিনি ইলেকট্রিক গাড়ি দেখেছেন ? ছোট হলেও নজর কাড়বে এই ইভি
এবার এসইউভির পর মিনি ইলেকট্রিক গাড়িও লঞ্চ করতে চলেছে কোম্পানি। দেখে নিন, কী রয়েছে সেই গাড়িতে।
MG Electric Cars: দেশের বাজারে মাত্র কয়েকটা মডেল এনেই সবার নজরে এসেছে এমজি মোটরস। এবার এসইউভির পর মিনি ইলেকট্রিক গাড়িও লঞ্চ করতে চলেছে কোম্পানি। দেখে নিন, কী রয়েছে সেই গাড়িতে।
MG Motors Cars: এমজি মোটর চিনা সংস্থা SAIC-Wuling-GM-এর পণ্য ভারতে অন্যান্য নামে বিক্রি করে। শুনে অবাক হবেন, চিনের Baojun 530 নামের একটি গাড়ি ভারতে MG Hector নামে বিক্রি করে কোম্পানি। শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে এই গাড়ির নতুন সংস্করণ। এই পণ্য দুটি দেশে ভাল বিক্রি হয়। এছাড়াও, জাপানের খুব জনপ্রিয় Kei সেগমেন্টের Alto
Lapin LC মডেল থেকে অনুপ্রাণিত ছোট বৈদ্যুতিক গাড়িগুলি চিনে ভাল বিক্রি হয়।
MG Electric Cars: কনভারটেবল মিনি ইলেকট্রিক
সম্প্রতি, একটি মিনি ইলেকট্রিক গাড়ি MG Air EV ভারতে পরীক্ষার সময় দেখা গেছে। এই গাড়িটি চিনের সবচেয়ে বেশি বিক্রিত ইলেকট্রিক গাড়িগুলির মধ্যে একটি। হংগুয়াং মিনি ইভির সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই ইভির। বিশেষভাবে ভারী যানবাহন ও জনাকীর্ণ রাস্তার জন্য ডিজাইন করা হয়েছে এই মিনি ইভি। এমজি মিনি ইভি ক্যাব্রিওলে ব্ল্যাকও একই ক্যাটাগরির একটি মিনি ইলেকট্রিক গাড়ি।
MG Motors Cars: ক্যাব্রিওলে কনসেপ্ট কারের উপর ভিত্তি করে তৈরি
এমজির এই মিনি ইভি ক্যাব্রিওলে একটি কনসেপ্ট ভিত্তিক বৈদ্যুতিক গাড়ি।এটি X-আকৃতির LED টেললাইট, C-আকৃতির LED DRLs ও LED হেডলাইট ও বাম্পারগুলিতে বুলেট-আকৃতির LED DRLs পায়। এছাড়াও, এর অভ্যন্তরীণ অংশগুলিও একটি নতুন ডিজাইনে সাজানো হয়েছে। এই গাড়িটি ২০২১ সালের সাংহাই মোটর শো চলাকালীন প্রদর্শিত হয়েছিল।
MG Gloster 2022 Launched: সম্প্রতি MG Motors ভারতে তার MG Gloster SUV-এর নতুন ফেসলিফ্ট সংস্করণ লঞ্চ করেছে৷ এই নতুন আপডেটের পর এর লুকে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। কয়েকটি নতুন পরিবর্তনের মধ্যে পাবেন আই-স্মার্ট ইনফোটেইনমেন্ট সিস্টেম। নতুন এই গাড়ির চেহারা আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। এই গাড়িটি তার বিভাগে সবথেকে বেশি জায়গা দিয়ে থাকে। দেখে নিন, এই নতুন SUV-তে বিশেষ কী রয়েছে।
MG Gloster: অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এই এসইউভিতে
এই নতুন এসইউভিতে অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লাইন্ড স্পট ডিটেকশন, প্যানোরামিক সানরুফ, হাই-এন্ড সেফটি, হিন্দি-ইংলিশ ভয়েজ কমান্ড, এসি ও অ্যাম্বিয়েন্ট লাইটিং সিস্টেম। এ ছাড়াও নতুন আই-স্মার্ট টেক অ্যাপের মাধ্যমে অডিও সিস্টেম কন্ট্রোল, লাইভ ওয়েদার, ৭৫ টিরও বেশি কানেকটেড ফরোয়ার্ড ক্ল্যাশ ওয়ার্নিং, 12-ওয়ে পাওয়ার অ্যাডজাস্ট ড্রাইভার সিট, ড্রাইভার সিট ম্যাসেজ, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং, কাস্টমাইজেবল ওয়ালপেপার, অটোমেটিক পার্কিং
অ্যাসিস্ট সহ বৈশিষ্ট্যগুলি দেওয়া হয়েছে। এ ছাড়াও, এটি সুরক্ষিত করতে ADAS সিস্টেম দেওয়া হয়েছে গাড়িতে। অটোনোমাস লেভেল 1 ও MY MG Shield প্যাকেজও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে সেরা ড্রাইভিং অভিজ্ঞতা দেওয়া যায়।
আরও পড়ুন : Mahindra XUV 400: মহিন্দ্রার এই ইলেকট্রিক এসইউভি আসছে এই তারিখে, এক চার্জে দেবে এত রেঞ্জ