(Source: ECI/ABP News/ABP Majha)
Bestseller Car: ৬ মাসে সবথেকে বেশি বিক্রি এই ৫ গাড়ির, দামে কোনটা সস্তা ?
Top Seller Car: বাজারে ওয়াগন আরের মডেল বিক্রির নিরিখে বিগত ৬ মাসে ৯৯,৯৬৮ ইউনিট বিক্রি হয়েছে। জানুয়ারি এবং জুনের মধ্যে এই বিপুল বিক্রি হয়েছে এই গাড়ির।
Top Seller Car: ভারতের বাজারে গাড়ির চাহিদা বাড়ছে ক্রমশ। বিগত ৬ মাসে দারুণ হারে বেড়েছে গাড়ির বিক্রি। আর ভারতের এই বেশি বিক্রি (Bestseller Car) হওয়া গাড়িগুলির মধ্যে রয়েছে হুন্ডাই ক্রেটা, টাটা পাঞ্চ, মারুতি সুজুকি সুইফট। আর বিগত ৬ মাসে এই তিনটি গাড়ির বিক্রি সবথেকে বেশি হয়েছে। কত বিক্রি বেড়েছে গাড়ির (Top Seller Car) দেখে নিন একনজরে। আর দেখে নিন এই বেস্টসেলার গাড়ির মধ্যে আরও কোন কোন মডেল রয়েছে।
Maruti Baleno
একটি শীর্ষস্থানীয় ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ২০২৪ সালের ৬ মাসের মধ্যে বিক্রির (Top Seller Car) দিক থেকে এই মারুতি ব্যালেনো রয়েছে তৃতীয় স্থানে। বিগত ৬ মাসে এই মারুতি ব্যালেনোর ৯৪,৫২১ ইউনিট বিক্রি হয়েছে ভারতের বাজারে। গড় বিক্রির দিক থেকে দেখা যাচ্ছে এই গাড়ির প্রতি মাসে ১৫,৭৫৪টি বিক্রি হয়েছে।
Maruti Suzuki WagonR
বাজারে ওয়াগন আরের মডেল বিক্রির নিরিখে বিগত ৬ মাসে ৯৯,৯৬৮ ইউনিট বিক্রি হয়েছে। জানুয়ারি এবং জুনের মধ্যে এই বিপুল বিক্রি হয়েছে এই গাড়ির। গড়ে দেখা যাচ্ছে প্রতি মাসে মারুতি ওয়াগন আরের ১৬,৬১১ ইউনিট বিক্রি হয়েছে।
Tata Punch
আর সবথেকে বেশি বিক্রি হয়েছে এমন গাড়ির তালিকায় শীর্ষে রয়েছে টাটা পাঞ্চের নাম। গত ৬ মাসে এই গাড়ির সবথেকে বেশি বিক্রি হয়েছে। ১ লাখ ১০ হাজার ৩০৮ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে। এই গাড়ির গড় বিক্রির হিসেবের দিকে তাকাতে গেলে প্রতি মাসে গড়ে ১৮,৩৮৫টি গাড়ি বিক্রি হয়েছে।
সেরা পাঁচের তালিকায় রয়েছে এই গাড়িগুলি
সেলস রিপোর্ট দেখলে লক্ষ্য করা যায় প্রথম তিনটি বেস্টসেলার গাড়ির (Top Seller Car) মধ্যে যেমন আছে মারুতি ব্যালেনো, মারুতি সুজুকি ওয়াগনআর আর টাটা পাঞ্চ, তেমনি সেরা ৫টি গাড়ির তালিকায় রয়েছে আরও দুটি নাম। চতুর্থ স্থানে রয়েছে মারুতি ডিজায়ার। বিগত জানুয়ারি থেকে জুনের মধ্যে এই গাড়ির মোট ৯৩,৮১১টি ইউনিট বিক্রি হয়েছে। আর সবশেষে রয়েছে হুন্ডাই ক্রেটার নাম। হুন্ডাই ক্রেটার মোট ৯১,৩৪৮ ইউনিট বিক্রি হয়েছে গত ৬ মাসে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।