Ranbir Kapoor: বলিউডে প্রতিদ্বন্দ্বী রণবীর সিংহ ও ভিকি কৌশল, মত 'অ্যানিম্যাল' অভিনেতা রণবীর কপূরের
Bollywood News: অভিনয় জগতে পা রাখার আগে রণবীর কপূর সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন। নিজেদের পারিবারিক প্রযোজনা সংস্থা 'আর কে ব্যানার'-এর অধীনে কাজ শুরু করেন তিনি।
নয়াদিল্লি: গত বছর শেষের দিকে মুক্তি পায় 'অ্যানিম্যাল' ('Animal')। বক্স অফিস কাঁপিয়ে রেকর্ড ভাঙা ব্যবসা করে রণবীর কপূরের (Ranbir Kapoor) ছবি। কিন্তু সেই সঙ্গে প্রবল বিতর্কেরও সৃষ্টি করে এই ছবি। রীতিমতো দুই ভাগে বিভক্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়া, ছবির বিপক্ষে মুখ খোলেন একাধিক তারকাও। তবে নিঃসন্দেহে প্রশংসিত হয় রণবীরের অভিনয় দক্ষতার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান যে ইন্ডাস্ট্রিতে কোন কোন তারকাকে তিনি নিজের প্রতিযোগিতা বলে মনে করেন। উঠে এল ভিকি কৌশল (Vicky Kaushal) ও রণবীর সিংহের (Ranveer Singh) নাম। (Bollywood Competition)
বলিউডে রণবীরের প্রতিদ্বন্দী কে? চর্চায় তাঁর উত্তর
নিখিল কামাথের সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউডে নিজের প্রতিদ্বন্দ্বীর নাম বললেন রণবীর কপূর। তাঁর মতে ভিকি কৌশল, রণবীর সিংহ, কার্তিক আরিয়ান তাঁর মূল প্রতিযোগিতা এখন। তবে তিনি এও পরিষ্কার করে উল্লেখ করেন, প্রসঙ্গ কেবল অভিনেতাদের নয়, বরং সঠিক সুযোগ ও চরিত্রেরও বড় ভূমিকা রয়েছে। তিনি উল্লেখ করেন, একজন অভিনেতাকে হয়তো সঙ্গে সঙ্গে কেউ প্রশংসায় ভরাবে না, কিন্তু সঠিক সময়ে সঠিক চরিত্র সব বদলে দিতে পারে। বিশেষ করে কার্তিকের 'স্ক্রিন প্রেসেন্স'-এর প্রশংসা করেন তিনি।
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে রণবীরকে শেষ দেখা গিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে। আপাতত তিনি তৈরি হচ্ছেন নীতেশ তিওয়ারির 'রামায়ণ' ছবির জন্য, যেখানে তিনি জুটি বাঁধবেন সাই পল্লবীর সঙ্গে। দেখা যেতে পারে যশ, সানি দেওল, রকুলপ্রীত সিংহ, লারা দত্তকেও। এছাড়া তাঁর হাতে রয়েছে সঞ্জয় লীলা ভনশালীর 'লভ অ্যান্ড ওয়ার' ও 'অ্যানিম্যাল পার্ক'।
অভিনয় জগতে পা রাখার আগে রণবীর কপূর সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন। নিজেদের পারিবারিক প্রযোজনা সংস্থা 'আর কে ব্যানার'-এর অধীনে কাজ শুরু করেন তিনি। পরবর্তীকালে সঞ্জয় লীলা ভনশালীর পরিচালনায় 'ব্ল্যাক' ছবির সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন রণবীর।
আরও পড়ুন: Arjun-Malaika: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মালাইকাকে আগলে অর্জুন! দিল্লির ইভেন্টের ভিডিও ভাইরাল
এর আগে Mashable India-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা রণবীর কপূর নিজেই জানিয়েছিলেন, 'আমার প্রথম পাওয়া বেতন ছিল ২৫০ টাকার যা আমি 'প্রেম গ্রন্থ' ছবিতে সহকারী হিসেবে কাজ করে পেয়েছিলাম। ভাল ছেলের মতো, আমি সেটা নিয়ে মায়ের ঘরে যাই এবং ওঁর পায়ের কাছে রেখে দিই। সেটার দিকে তাই মা কাঁদতে শুরু করে দেন। ব্যাপারটা সেই ফিল্মি মুহূর্তগুলোর মতো যেটা আমি বাড়িতে পারফর্ম করেছিলাম।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।