New Hyundai Creta 2024: ২৫০০০ টাকাতেই বুকিং, কী চমক রয়েছে হুন্ডাই ক্রেটার নতুন এই মডেলে ?
Hyundai Creta Facelift: হুন্ডাই ক্রিটার পুরনো মডেলের ফেসলিফট ভার্সন আসছে বাজারে। ফিচার্সে এসেছে অনেক বদল। বুকিং করুন মাত্র ২৫ হাজার টাকাতে।
সোমনাথ চট্টোপাধ্যায়: SUV-র বর্ধিত চাহিদার বাজারে হুন্ডাই নিয়ে এল তাদের নতুন মডেল ক্রেটা ফেসলিফট। আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে এই গাড়ি। তার আগে গাড়ির ছবি প্রকাশ্যে আসতেই গাড়িপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ল। হুন্ডাইয়ের বেস্ট সেলিং SUV-র মধ্যে অন্যতম সেরা মডেল ছিল হুন্ডাই ক্রেটা। এবার তারই ফেসলিফট (Hyundai Creta Facelift) ভার্সন আসবে বাজারে। বদলে গিয়েছে অনেক ফিচার্স, এসেছে অত্যাধুনিক প্রযুক্তি। চলুন দেখে নেওয়া যাক, এই নতুন মডেলটির হাল-হকিকত।
কী কী বদল হুন্ডাই ক্রেটা ফেসলিফটে?
- প্রথমত এই গাড়ির লুক সম্পূর্ণ বদলে গিয়েছে। নতুন Venue বা Tuscon মডেলের মত এতে চলে এসেছে প্যারামেট্রিক ডিজাইন।
- হুন্ডাই এক্সটারের মত এতেও DRL-এ থাকছে H প্যাটার্ন। পছন্দ হয়ে যেতে পারে একনজরেই।
- গাড়ির আকারে সেভাবে কোনও বদল চোখে না পরলেও, এই নতুন মডেলটি আগের তুলনায় অনেক প্রিমিয়াম লুক বহন করছে।
- রিয়ার স্টাইলের ক্ষেত্রে নতুন টেইল ল্যাম্প এবং বাম্পার ডিজাইন যুক্ত হয়েছে।
- নতুন ড্যাশবোর্ড এসে গাড়ির ইন্টিরিয়রটা সম্পূর্ণ বদলে দিয়েছে।
- নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মডেল হিসেবে এতে রয়েছে জোড়া স্ক্রিন। বড় বড় দুটি স্ক্রিন একসঙ্গে জুড়ে গিয়েছে এতে।
- মনে করা হচ্ছে, এতে একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ADAS প্রযুক্তি থাকতে পারে। যদিও এই ফিচার্সের কথা হুন্ডাইয়ের পক্ষ থেকে জানানো হয়নি স্পষ্ট করে।
ইঞ্জিনের ধরন
১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনও রয়েছে এতে (Hyundai Creta Facelift)। সঙ্গে অতিরিক্ত সংযোজন ১.৫ লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিন। ৬ স্পিড ম্যানুয়াল, ৭ স্পিড ডিসিটি এবং ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে এই হুন্ডাই ক্রিটা ফেসলিফটে।
ভ্যারিয়ান্ট
এখনও পর্যন্ত জানা গিয়েছে মোট ৭টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই হুন্ডাই ক্রিটা ফেসলিফট মডেল (Hyundai Creta Facelift)। এর মধ্যে ৬টি মনোটোন কালার যেমন- Emerald Pearl, Fiery Red, Ranger Khaki, Abyss Black, Atlas White, Titan Grey। বাকি ১টা হল ডুয়াল টোন কালার যার মধ্যে রয়েছে ব্ল্যাক রুফের সঙ্গে অ্যাটলাস হোয়াইটের কম্বো।
বুকিং
মাত্র ২৫ হাজার টাকাতেই আপনি চাইলে হুন্ডাইয়ের এই নতুন মডেলটি বুক করতে পারেন।
আরও পড়ুন: Upcoming Cars: মার্সিডিজ, হুন্ডাই, কিয়া সনেট ! বছরের শুরুতেই পরপর নতুন গাড়ির পসরা