Petrol Pump Scam: গাড়ি-বাইকে তেল ভরানোর সময় সাবধান ! এই ৫ বিষয় না দেখলে সমস্যায় পড়বেন
Petrol Diesel Filing: জ্বালানি তেল ভরানোর সময় প্রত্যেকের উচিত পেট্রোল বা ডিজেলের মিটারে নজর রাখা। কিছু কিছু পাম্পে এই তেলের মিটারে কারসাজি করা থাকে। আর এই কারণে আপনি একই টাকা দিয়েও কম তেল পাবেন।
Petrol Pump Fraud: এখন সাম্প্রতিক সময়ে পেট্রোল ডিজেলের দাম যেমন বেশিরভাগ মানুষের কাছে চিন্তার বিষয়, তেমনই পেট্রোল পাম্পে তেল ভরাতে গেলে বেশ কিছু বিষয় খেয়াল না করলেই আপনার অনেক লোকসান হতে পারে। এমন অনেক ক্ষেত্রেই পেট্রোল পাম্পে (Petrol Pump Scam) বেশ কিছু জালিয়াতির ঘটনা নজরে এসেছে। পেট্রোল পাম্পে (Petrol Pump Fraud Checking) জ্বালানি তেল ভরানোর সময় এই বিষয়গুলি নজরে না রাখলেই সমস্যায় পড়বেন।
পেট্রোল ডিজেলের মিটারে নজর দেওয়া দরকার
জ্বালানি তেল ভরানোর সময় প্রত্যেকের উচিত পেট্রোল বা ডিজেলের মিটারে নজর রাখা। যখনই আপনি তেল ভরবেন, সেই সময় রাউন্ড ফিগারে অর্থাৎ ১০০ টাকার, ২০০ টাকার বা ৫০০ টাকার হিসেবে তেল বা ভরিয়ে ৫-১০ টাকার কম বা বেশি করে তেল ভরানো উচিত। কিছু কিছু পাম্পে এই তেলের মিটারে কারসাজি করা থাকে। আর এই কারণে আপনি একই টাকা দিয়েও কম তেল পাবেন।
জ্বালানি তেলের ঘনত্বে নজর
আপনি গাড়ি বা বাইকে তেল ভরানোর সময় তেলের ঘনত্বে নজর দেওয়া দরকার। প্রতি কিউবিক মিটারে পেট্রোলের জন্য এই ঘনত্ব হওয়া উচিত ৭৩০-৮০০ কেজি। অন্যদিকে ডিজেলের ঘনত্ব হওয়া দরকার ৮৩০-৯০০ কেজি প্রতি কিউবিক মিটারে। যদি পেট্রোলের ঘনত্ব ৭৩০-এর কম হয়, তাহলে সেই পেট্রোলে অন্য কিছু রাসায়নিক মেশানো আছে, তা খাঁটি নয়। একইসঙ্গে ডিজেলের ঘনত্ব ৮৩০-এর কম হলে, তা খাঁটি নয়। এই ধরনের জ্বালানি তেল গাড়ির জন্যেও ক্ষতিকারক।
ফুয়েল মিটারে দামে লাফ
ফুয়েল মিটারের দামের অংশেও সবসময় নজর রাখা দরকার। যদি এই দামের লাফ ৩-৪ টাকার হয়, সেক্ষেত্রে কিছু চিন্তার বিষয় নেই। তবে দাম যদি ১০-২০ টাকার বেশি লাফ দেয়, তাহলে বুঝতে হবে সেই মিটারে কিছু সমস্যা আছে। এই ধরনের মিটারের থেকেই বেশি জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে।
ইলেকট্রিক চিপ বসানো থাকে মিটারে
২০২০ সালে তেলেঙ্গানায় এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল যে একটি পেট্রোল পাম্পে ১০০০ মিলি তেল ভরা দেখাচ্ছে অথচ দেওয়া হয়েছে ৯৭০ মিলি। এক্ষেত্রে ফুয়েল মেশিনে এমন চিপ লাগানো থাকে যাতে কম তেল গেলেও পুরো অ্যামাউন্টই দেখায়।
পেট্রলের দামে নজর রাখা দরকার
প্রতিদিনই পেট্রোলের দাম কমে বাড়ে, ফলে আপনার শহরে কবে কত দরে চলছে পেট্রোল ডিজেল তা দেখে নিতে হবে। পেট্রোল পাম্পেও সেই একই দরে জ্বালানি তেল দেওয়া হচ্ছে কিনা তা দেখতে হবে।
আরও পড়ুন: Bikes Under 2.5 Lakh: শক্তিতে ভরপুর, দুরন্ত লুক ! ২.৫ লাখের মধ্যেই পাবেন দমদার এই ৩ বাইক