Bikes Under 2.5 Lakh: শক্তিতে ভরপুর, দুরন্ত লুক ! ২.৫ লাখের মধ্যেই পাবেন দমদার এই ৩ বাইক
Best 5 Bikes: ভারতের অন্যতম শক্তিশালী বাইকগুলির মধ্যে অন্যতম হল টিভিএসের এই মডেলটি। এই বাইকে এবিএস, হুইল কনট্রোল, কর্নারিং ট্রাকশান কনট্রোল, ডাউনামিক স্টেবিলিটি কনট্রোল, ইত্যাদি ফিচার্স রয়েছে।
Bike Update: ভারতের বাজারে এই সমস্ত বাইকগুলি (Top 3 Bikes) বেশ শক্তিশালী, ওজনও অনেক বেশি আর যুবক-তরুণদের মধ্যে এই বাইক কেনার চাহিদা বেশ প্রবল। শুধু বাইক কেনাই নয়, এই সব বাইকের দাম জানতেও মানুষের আগ্রহ নজরে পরে। ভারতের বাজারে (Bikes Under 2.5 Lakh) এই ধরনের শক্তিশালী বাইক মাত্র ২.৫ লাখের মধ্যেই পাওয়া যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল টিভিএস, কেটিএম এবং ট্রায়াম্ফ।
TVS Apache RTR 310
ভারতের অন্যতম শক্তিশালী বাইকগুলির মধ্যে অন্যতম হল টিভিএসের এই মডেলটি। এই বাইকে এবিএস, হুইল কনট্রোল, কর্নারিং ট্রাকশান কনট্রোল, ডাউনামিক স্টেবিলিটি কনট্রোল, মাল্টি ইনফর্মেশন রেস কম্পিউটার ইত্যাদু ফিচার্সে ভরপুর এই টিভিএস অ্যাপাচের বাইকটি।
TVS Apache RTR 310 বাইকটিতে (Bikes Under 2.5 Lakh) সিঙ্গল সিলিন্ডার, ৪ স্ট্রোক, ফুয়েল ইঞ্জেকটেড, লিকুইড কুলড, স্পার্ক ইগনাইটেড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে ৯৭০০ আরপিএমে ৩৫.৬ পিএস শক্তি এবং ৬৬৫০ আরপিএমে ২৮.৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে তিন রকম মোড আছে- স্পোর্ট, ট্র্যাক এবং সুপারমোটো। অন্যদিকে আর্বান এবং রেইন মোডে আরও বেশি শক্তি পাওয়া যায়। এই বাইকের এক্স শোরুম দাম ২,৪৯,৯৯০ টাকা।
KTM 250 Adventure
কেটিএম অ্যাডভেঞ্চারে থাকছে লিকুইড কুলড, সিঙ্গল সিলিন্ডার ৪ স্ট্রোকের ইঞ্জিন যেখানে ২৫০ সিসি আয়তন, এবং স্মুদ পাওয়ার এনে দেবে। এই বাইকে অফ রোড এবিএস ফিচার্সও মিলবে। এই বাইকে আবার একটা এলসিডি ডিসপ্লেও রাখা হয়েছে। এই স্ক্রিনে এভারেজ স্পিড, ডিটিই এবং গিয়ার ইন্ডিকেটর দেখা যাবে।
১৪.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে, যে কারণে এই বাইকে (Bikes Under 2.5 Lakh) ভরা ট্যাঙ্কিতে ৪০০ মিটার পর্যন্ত একটানা যাওয়া যায় নিশ্চিন্তে। এই বাইকের এক্স শোরুম দাম ২,৪৮,৪২৪ টাকা।
Triumph Speed 400
ট্রায়াম্ফের এই নতুন মডেলে ৬ স্পিডের গিয়ারবক্স, টর্ক অ্যাসিস্ট ক্লাচ রাখা হয়েছে। এর এবিএস ফিচার্স থাকা সত্ত্বেও এই বাইকে ৩০০ মিমি-র একটা ডিস্ক ব্রেক রয়েছে। এই ট্রায়াম্ফ বাইক শুধু শক্তিশালীই নয়, বরং একইসঙ্গে লুকেও সেরা। এই বাইকের রঙের কোয়ালিটিও খুবই ভাল। ১০ স্পোকের ১৭ ইঞ্চির অ্যালুমিনিয়াম হুইল এই বাইকের অন্যতম আকর্ষণ।
ট্রায়াম্ফের স্পিড ৪০০ লিকুইড কুলড, ৪ ভালভের ইঞ্জিন সহ এসেছে যেখানে ৮০০০ আরপিএমে ৩৯.৫ বিএইচপি শক্তি উৎপন্ন হয় এবং ৬৫০০ আরপিএমে টর্ক আসে ৩৭.৫ এনএম। তবে এই বাইকে আবার কাস্টমাইজড বিকল্পও রয়েছে। এর দাম ধার্য করা হয়েছে ২,৩৪,৪৯৭ টাকা।
আরও পড়ুন: Skoda Cars: নতুন প্রযুক্তি নিয়ে বাজারে আসছে স্কোডার কোডিয়াক ২০২৫, কী বদল এল ? দামে কী ফারাক ?