PM Modi Security Cars: মোদির সুরক্ষায় ব্যবহৃত হয় এই ৫ গাড়ি, একেকটার দাম জানেন ?
Narendra Modi Security: প্রধানমন্ত্রী মোদিকে চড়তে দেখা গিয়েছে বহুবার এই রেঞ্জ রোভার সেন্টিনেল এসইউভি (PM Modi Security Cars) গাড়িতে। ব্রিটিশ গাড়ি নির্মাতা রেঞ্জ রোভারের ফ্ল্যাগশিপ মডেল এটি।
Safest Cars: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরক্ষা বলয় অনেক দৃঢ়, অনেক কঠিন। দেশে প্রধানমন্ত্রীর জন্য নিরাপত্তা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর নিরাপত্তার জন্য বিশেষ ফিচার্স সম্পন্ন গাড়িও ব্যবহার করা হয়। এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি (PM Modi Security Cars)। বিশ্বের সবথেকে নিরাপদ যে গাড়ি, তা ব্যবহার হয় মোদির সুরক্ষায়। জানেন সেই গাড়িগুলির নাম ? দামই বা কত ?
Range Rover Sentinel
প্রধানমন্ত্রী মোদিকে চড়তে দেখা গিয়েছে বহুবার এই রেঞ্জ রোভার সেন্টিনেল এসইউভি (PM Modi Security Cars) গাড়িতে। ব্রিটিশ গাড়ি নির্মাতা রেঞ্জ রোভারের ফ্ল্যাগশিপ মডেল এটি। এতে দেওয়া হয়েছে অনেক বেশি সুরক্ষা বলয়, এসেছে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু আপডেট। ৫.০ লিটারের সুপারচার্জড ভি৮ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে, ৩৭৫ এইচপি শক্তি তৈরি করে এই ইঞ্জিন। মাত্র ১০.৪ সেকেন্ডের মধ্যে এই গাড়িতে ১০০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগ উঠতে পারে। এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ ১৯৩ কিমি। এতে এমন এক টায়ার ব্যবহার করা হয় যা পাংচার হলেও ৫০ থেকে ৮০ কিমি পর্যন্ত যেতে পারবে।
Toyota Land Cruiser
মোদি ক্রুজারের মত শক্তিশালী গাড়িও (PM Modi Security Cars) ব্যবহার করেন। এর বডি এবং ইঞ্জিন দুইই খুব শক্তিশালী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য এই গাড়িতে অনেক আপগ্রেড আনা হয়েছে। ৪.৫ লিটারের শক্তিশালী ইঞ্জিন রয়েছে এতে এবং এতে ২৬০ বিএইচপি শক্তি এবং ৬৫০ এনএম টর্ক উৎপন্ন হতে পারে।
Mercedes Maybach S650
সারা বিশ্ব জুড়ে মার্সিডিজ গাড়ির জনপ্রিয়তা রয়েছে। আর সেই সংস্থার মেব্যাক এস ৬৫০ মডেলটি রাখা হয়েছে মোদির নিরাপত্তার জন্য। এতে রয়েছে একটি ৬.০ লিটারের টুইন টার্বো ইঞ্জিন যা ৬৩০ এইচপি শক্তি উৎপন্ন করে। এতে রয়েছে ভিআর ১০ স্তরের নিরাপত্তা ফিচার্স যা একে বিশ্বের সবথেকে নিরাপদ গাড়ি করে তুলেছে। এর দাম প্রায় ১২ কোটি টাকা।
BMW 7 LI series
২০০১ সালে সংসদ ভবনে হামলার পর থেকে এই প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য এই গাড়িটি মোতায়েন করা হয়েছে। অটল বিহারী বাজপেয়ী এবং ড. মনমোহন সিংকেও এই গাড়ি ব্যবহার করতে দেখা গিয়েছে। এ-কে ৪৭-এর গুলি কিংবা গ্রেনেডের আক্রমণ সহ্য করে নিতে পারে এই গাড়ি। এমনকী রাসায়নিক হামলা থেকে বাঁচার জন্য গাড়িতে দেওয়া আছে অক্সিজেন ট্যাঙ্ক। এই গাড়িরও টায়ার পাংচার হয়ে গেলে বহু রাস্তা এমনিই যেতে পারে।
আরও পড়ুন: EV Cars: তিন তিনটে ঝাঁ-চকচকে ইভি আনছে টাটা, SUV হিসেবেও দারুণ ফিচার্স এই ৩ মডেলে- দাম জানেন ?