Porsche Car: মাত্র ২.১ সেকেন্ডেই ১০০ কিমি গতি ! চমকে দেবে পোর্শের এই মডেলের ফিচার্স
Porsche Turbo Taycan Car: পোর্শে টায়কান টার্বো জিটিতে (Porsche Taycan Turbo GT) রয়েছে কার্বন সেরামিক ব্রেক, ২১ ইঞ্চির ফোর্জড হুইল যা কিনা পোর্শের টার্বো এস মডেলের তুলনায় খুবই হালকা।
Car News: জার্মান গাড়ি নির্মাতা সংস্থা 'পোর্শে' এখন সুপার কার ও স্পোর্টস কারও বাজারে আনছে। আর পোর্শের এই সমস্ত গাড়িগুলি সারা বিশ্বে এর চূড়ান্ত গতির জন্য বেশ বিখ্যাত। এছাড়া এর ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিনের জন্যেও এই পোর্শের (Porsche Car) মডেলগুলি বিখ্যাত হয়েছে। দামও অত্যন্ত বেশি এই সব গাড়ির। কোটিতে চলে এই গাড়িগুলির দাম, ফলে খুব কম মানুষই এই গাড়ি কিনতে পারেন।
কিছুদিন ধরেই দেশবাসীর চর্চায় উঠে এসেছে পোর্শে গাড়ি (Porsche Car)। এক শিল্পপতির নাবালক সন্তান দুরন্ত গতিতে পোর্শে গাড়ি চালিয়ে পুনের দুই আইটি কর্মীর মৃত্যুর কারণ হয়। এই দুর্ঘটনার পরে দুজনই মারা যান। পোর্শের একটি বিশেষ মডেলের দাম, ফিচার্স সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।
পোর্শে টায়কান টার্বো জিটির ফিচার্স
পোর্শে টায়কান টার্বো জিটিতে (Porsche Taycan Turbo GT) রয়েছে কার্বন সেরামিক ব্রেক, ২১ ইঞ্চির ফোর্জড হুইল যা কিনা পোর্শের টার্বো এস মডেলের তুলনায় খুবই হালকা। এই গাড়ির চাকা মোড়া রয়েছে Pirelli P Zero Trofeo R টায়ার দিয়ে। পোর্শের এই মডেলে অ্যাক্টিভ রাইড সাসপেনশন রয়েছে আর এর সঙ্গে রয়েছে স্পেসিফিক টিউনিং, নতুন ফ্রন্ট স্পয়লার, এয়ারো ব্লেড, অ্যাডাপ্টিভ রিয়ার স্পয়লার রয়েছে এই ইভি ভার্সনেও। এছাড়াও পোর্শের এই টায়কান টার্বো জিটি মডেলে পাওয়া যাবে একটা আন্ডারবডি এয়ার ডিফ্লেক্টর, একটা নতুন ফ্রন্ট ডিজিউজার।
ইঞ্জিন ও পারফরম্যান্স কেমন
পোর্শের এই টায়কান টার্বো জিটি মডেলে মাত্র ২.১ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ উঠতে পারে। এস ভ্যারিয়ান্টের (Porsche Taycan Turbo GT) থেকে তুলনায় কম নয় এই গতি। এখনও পর্যন্ত পোর্শের এই টায়কান টার্বো জিটি সংস্থার সবথেকে শক্তিশালী গাড়ি বলে ধরে নেওয়া যায়।
কত দাম পড়বে
এই গাড়ির ইঞ্জিন স্ট্যান্ডার্ড মোডে ৭৬৬ বিএইচপি ক্ষমতা দেয় এবং অ্যাটাক মোডে ১০০৫ বিএইচপি ক্ষমতা দেয়। টায়কান টার্বো জিটি ১৩৪৪ এনএমের সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে, আর ওয়েই ইলেকট্রিক গাড়ি সর্বোচ্চ ৩০৫ কিমি প্রতি ঘণ্টায় গতিতে চলতে সক্ষম। পোর্শে টায়কান টার্বো জিটির এক্স শো-রুম দাম ধার্য করা হয়েছে ১.৬১ কোটি থেকে ২.৪৪ কোটি টাকা পর্যন্ত।
ব্রেক কীরকম এই গাড়ির
টার্বো এস মডেলে রয়েছে পোর্শের সেরামিক কম্পোজিট ব্রেক যা কিনা দারুণ স্টপিং পাওয়ার সমৃদ্ধ, যত দ্রুত এই গাড়িতে গতি ওঠে, তত দ্রুত এই গতি বন্ধ করাও যায় পোর্শের এই মডেলে।
আরও পড়ুন: Best Bikes India: রয়্যাল এনফিল্ড কিনবেন ভাবছেন ? দেখে নিন দেশের বেস্ট সেলার এই ৫ মডেল