(Source: ECI/ABP News/ABP Majha)
Royal Enfield Bike: ভারতে খুব শীঘ্রই লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের এই নতুন মডেল, দাম কত হবে ?
Royal Enfield 450: রয়্যাল এনফিল্ডের নতুন মডেলের নাম হতে পারে রয়্যাল এনফিল্ড রোডস্টার ৪৫০ আর এর দাম হতে চলেছে ২.৩৩ লাখ টাকা। ৪৫০ সিসির এই বাইকে ফিচার্স কী কী আছে ?
Royal Enfield Roadster 450: ভারতের ক্রমবর্ধমান বাজারের কথা মাথায় রেখে রয়্যাল এনফিল্ড তাঁর প্রোডাক্ট স্ট্রাটেজি নিয়ে নতুন করে ভাবছে এবং অনেক বেশি আক্রমণাত্মকভাবে বাজার দখলের চেষ্টা করছে। বেশ কিছু নতুন মোটরবাইক ভারতের বাজারে পরীক্ষামূলক লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড যার মধ্যে রয়েছে একটি ৬৫০ সিসির বাইক আর একটি ৪৫০ সিসির বাইক আসতে চলেছে বলে জানা গিয়েছে। Royal Enfield Roadster 450 cc প্রোডাকশডন ফর্মে রয়েছে এখন। জানা গিয়েছে এই বছরের শেষ দিকেই বাজারে আসতে চলেছে এই বাইক।
ডিজাইন ও সাসপেনশন
নিউ রয়্যাল এনফিল্ড ৪৫০ সিসি রোডস্টার নিও-রেট্রো স্টাইলিংএর সঙ্গে আসছে বাজারে। এর আগে হান্টার ৩৫০ সিসির মডেলের সঙ্গেই এর কনসেপ্ট দেখা গিয়েছিল। এই বাইকে থাকছে একটা ট্রাডিশনাল এলইডি হেডল্যাম্প, এলইডি টেইলল্যাম্প ও এলইডি টার্ন ইন্ডিকেটর এবং একটা স্মল টেইল সেকশন। সূত্রের খবর এই মোটরসাইকেলে একটা রোটেটিং রাউন্ড ট্যাঙ্ক রয়েছে, একটা সিঙ্গল পিস সিটও রয়েছে।
রয়্যাল এনফিল্ড রোডস্টার ৪৫০ সিসির মডেলে একটা টেলিস্কোপিক ফর্ক থাকছে, থাকছে মনোশক ও রিয়ার ইউনিট। রয়্যাল এনফিল্ডের নতুন হিমালয়ান মডেলে যেখানে ইউএসডি ফ্রন্ট ফর্ক থাকছে, সেখানে রোডস্টার মডেলে থাকছে ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম। কিন্তু হান্টার ৩৫০ মডেলে রিয়ার টুইন শক অ্যাবসর্বার থাকছে বিশেষ ফিচার্স হিসেবে।
পাওয়ারট্রেন
রয়্যাল এনফিল্ড রোডস্টার ৪৫০ মডেলে একটা লিকুইড কুলড, ৪৫১ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন থাকছে। আর এটা হিমালয়ান ৩৫০ সিসির মডেলেও রয়েছে। এই ইঞ্জিনে ৪০ বিএইচপি ক্ষমতা ও ৪০ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। নতুন রোডস্টারে প্রচুর রকম অ্যাক্সেসরিজ থাকবে যেমন টপ বক্স, বার এন্ড মিরর ইত্যাদি। ১৭ ইঞ্চির অ্যালয় হুইল নিয়ে আসছে এই বাইক।
হার্ডওয়্যার ও প্রতিদ্বন্দ্বী বাইক
হিমালয়ান ৪৫০ সিসির মত ইন বিল্ট গুগল ম্যাপস তাঁর সঙ্গে ইন্সট্রুমেন্ট কনসোল থাকছে এই বাইকের মধ্যে। এটা আপনাকে একটা আরামদায়ক সিঙ্গল সিট সেট আপ দিচ্ছে, রিয়ার সেট ফুট পেগস দিচ্ছে আর তাঁর সঙ্গে লো সেট হ্যান্ডল বার, থাকছে আরও বেশি স্পোর্টি এক্সপিরিয়েন্সের জন্য। নতুন এই মোটরবাইকের নাম হতে পারে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ যা কিনা ট্রায়াম্ফ স্পিড ৪০০-র সঙ্গে প্রতিযোগিতায় নামবে। আর এই মডেলের দাম হতে চলেছে ২.৩৩ লাখ টাকা।
আরও পড়ুন: Tata Nexon Dark: কালোয় মোড়া আগাগোড়া! সামনে এল Tata Nexon-এর ডার্ক এডিশন, চমক ফিচারেও