Suzuki Access 125: নয়া ভার্সনা আসছে সুজুকির এই স্কুটারের, ১২৫ সিসির মডেলে কী নতুন ফিচার্স থাকছে ?
Suzuki Scooter: সুজুকির এই অ্যাক্সেস ১২৫ বরাবর একটি প্র্যাক্টিক্যাল মডেলের গাড়ি। বলা ভাল প্র্যাক্টিক্যাল ডিজাইনের স্কুটার। এরই একটি নয়া ভার্সন আসতে চলেছে বাজারে।
Suzuki Scooters: এর আগে সেই ২০১৬ সালে প্রথমবার সুজুকি তাঁর এই অ্যাক্সেস ১২৫ মডেলে আপডেট এনেছিল। বিএস৪ নিয়ম আসার পর পরই এই আপডেট এনেছিল সংস্থা। তারপর থেকে একইরকম ছিল সুজুকির এই মডেল। সম্প্রতি একটি নয়া ভার্সন (Suzuki Access 125) আসার জল্পনা শুরু হয়েছে। একটি টেস্টিংয়ে এমনই সুজুকি অ্যাক্সেস ১২৫-এর মত দেখতে একটি মডেল দেখা গেল। তবে কি সুজুকির এই স্কুটারের (Suzuki Scooter) ফেসলিফট মডেল আসছে বাজারে ?
সুজুকি অ্যাক্সেস ১২৫-এর ফেসলিফট মডেল
এই টেস্ট মিউলে কোনও ব্যাজিং যদিও চোখে পড়েনি। তবে এর সিল্যুট দেখে মনে হচ্ছে এটি আসলে অ্যাক্সেস ১২৫ মডেল। একটা স্মুথ বডি প্যানেলের সঙ্গে খুবই নিউট্রাল ডিজাইন রয়েছে এই স্কুটারে। যদিও সেভাবে কোনও বড় রকম পরিবর্তন চোখে পড়েনি। এখনকার যে মডেল রয়েছে, তাতে কোনও বড় বদল হবে বলে ধারণা করা হচ্ছে না। তবে এর হেডলাইট কাউলটি নতুনভাবে ডিজাইন করা হয়েছে। আর সেই নতুন ডিজাইনের হেডলাইট এখনকার মডেলের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।
আগের থেকে অনেক বেশি প্রাক্টিক্যাল
সুজুকির এই অ্যাক্সেস ১২৫ বরাবর একটি প্র্যাক্টিক্যাল মডেলের গাড়ি। বলা ভাল প্র্যাক্টিক্যাল ডিজাইনের স্কুটার। এর ডানদিকে একটা স্টোরেজ কাবি সংযোজন হওয়ার কারণে এর লুক আরও অনেক ভাল হয়ে উঠেছে। এর এক্সহস্ট হিট শিল্ড এবং রিয়ার মাডগার্ড দুটিই নতুন করে ডিজাইন করা হয়েছে। তবে এটা এখনও দেখা হয়নি যে সুজুকি তাঁর স্কুটারের সিটের নিচে ২১.৮ লিটারের স্টোরেজ এরিয়া একই রেখেছে কিনা। এখনকার বাজারে অনেক আইসিই এবং ইভি এই স্টোরেজ ক্যাপাসিটি দেয় ৩০ লিটারের।
কী ফিচার্স থাকছে
টেস্ট মিউলের একটিতে থাকছে হ্যাজার্ড লাইট আর সম্ভবত এই লাইট প্রোডাকশন মডেলেও একই থাকবে। এখন এই সুজুকি এক্সেস ১২৫-এর ফিচার্সের মধ্যে রয়েছে কিল সুইচ, এক্সটার্নাল ফুয়েল ফিলার লিড, ইউএসবি চার্জিং পোর্ট, ওয়ান পুশ সেন্ট্রাল লক এবং দুটো লাগেজ হুক।
দাম বাড়তে পারে এই মডেলের
এখনকার অ্যাক্সেস ১২৫-এর মধ্যে আছে ১০ ইঞ্চির রিয়ার হুইল, অন্যান্য সব স্কুটারেই যদিও এখন ১২ ইঞ্চির টাচস্ক্রিন থাকছে। তবে এইসব মেকানিকাল বিষয়ে খুব একটা বেশি চেঞ্জ কিছু হবে না বলেই মনে হয়। এখনকার এক্স শোরুম প্রাইস আছে ৭৯,৮৯৯ টাকা থেকে ৯০,৫০০ টাকা। তবে সুজুকি অ্যাক্সেস ১২৫-এর ফেসলিফট মডেল বাজারে এলে এর দাম খানিক বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Ola Electric: ১০ হাজার টাকার ছাড় মিলছে ওলার এই স্কুটারে, কতদিন চলবে ছাড় ?