Tata Harrier EV: এই গাড়ির বৈদ্যুতিন ভার্সন আনছে টাটা, এক চার্জে ছুটবে ৫০০ কিমি ! কত দাম জানেন ?
Tata Harrier EV Price: পরীক্ষামূলক ড্রাইভের সময় এই নতুন ইভির বেশ কিছু ঝলক দেখা গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে এই গাড়িতে নতুন টেললাইট লাগানো হচ্ছে।

Tata Electric Cars: ভারতের বাজারে টাটা মোটরসের গাড়ির প্রচুর জনপ্রিয়তা রয়েছে। আর দেশের মধ্যে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির (Tata Cars) মধ্যে টাটার গাড়ি অন্যতম। এবার টাটা তার একটি জনপ্রিয় মডেলের গাড়ির বৈদ্যুতিন ভার্সন নিয়ে এসেছে বাজারে। টাটা হ্যারিয়ারের ইভি (Tata Harrier EV) ভার্সন আসতে চলেছে বাজারে। এই গাড়িটিকে (Tata Electric Cars) একেবারে ঢেলে সাজিয়ে acti.ev প্লাস আর্কিটেকচারের উপরে নতুন করে গড়া হচ্ছে টাটার তরফে।
জানা গিয়েছে, টাটা হ্যারিয়ার ইভির ডিজাইন ডিজেল মডেলের মত হতে চলেছে। কেবিনের জন্য ডুয়াল টোন ব্ল্যাক এবং সাদা রঙের স্কিম ব্যবহৃত হবে। কেবিনে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে, ভেন্টিলেটেড সামনের সিটের মত অনেক প্রিমিয়াম ফিচার্স পাওয়া যাবে এই গাড়িতে।
পরীক্ষামূলক ড্রাইভের সময় এই নতুন ইভির বেশ কিছু ঝলক দেখা গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে এই গাড়িতে নতুন টেললাইট লাগানো হচ্ছে এবং এই নতুন ফিচার্স নিয়েই গাড়িটি ভারতের বাজারে আসতে চলেছে।
Tata Harrier EV-র পরিসর এবং ফিচার্স
এই বৈদ্যুতিন গাড়ির রেঞ্জ সম্পর্কে টাটা মোটরসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গাড়িতে একবার সম্পূর্ণ চার্জ দিলে ৫০০ কিমি রাস্তা অনায়াসে যাওয়া যাবে। টাটা হ্যারিয়ারে আপনি একটি ডুয়াল মোটর সেটআপ পেতে চলেছেন যা অল হুইল ড্রাইভের সঙ্গে সজ্জিত। গাড়িতে সেফটি ফিচার্স হিসেবে হ্যারিয়ার ইভি এডিএএস, অল-এলইডি আলো, নতুন অ্যালয় হুইল এবং প্যানোরমিক সানরুফ, ভি২ভি ও ভি২এল চার্জিং ইত্যাদি ফিচার্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
কত দাম হতে পারে এই ইভিটির
দামের কথা বললে টাটা হ্যারিয়ার ইভি একটি সাশ্রয়ী মডেল হিসেবে বাজারে আসতে চলেছে। সংস্থার এই ইভির দাম হতে চলেছে ৩০ লক্ষ টাকা। খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই গাড়িটি। টাটা হ্যারিয়ারের এই ইভি ভার্সনটি টাটা মোটরসের সবথেকে শক্তিশালী ইভি হতে চলেছে ভারতে।
সস্তার বাজেটে সাশ্রয়ী বেশ কিছু গাড়ি ভারতের বাজারে রয়েছে যেগুলিতে দারুণ মাইলেজ পাবেন আপনি। এর মধ্যে রয়েছে Maruti Alto K10, Maruti Suzuki S-Presso, Renault Kwid ইত্যাদি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
