Tata Cars: ঝাঁ-চকচকে ৫টি নতুন SUV আনবে টাটা, থাকবে বৈদ্যুতিন মডেলও; কী চমক আসছে ?
Tata Upcoming Cars: ২০২৫-এর মধ্যেই ভারতের বাজারে (Tata Cars) পেট্রোল ও বৈদ্যুতিন পাওয়ারট্রেন মিলিয়ে বেশ কিছু নতুন এসইউভি আসবে। কী কী মডেল আসছে ?

Tata Upcoming Cars: ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চলেছে টাটা। সম্প্রতি বাজারে এসেছে টাটা অ্যালট্রোজের ফেসলিফট মডেল। এবার জানা গিয়েছে এই বছর অর্থাৎ ২০২৫-এর মধ্যেই ভারতের বাজারে (Tata Cars) পেট্রোল ও বৈদ্যুতিন পাওয়ারট্রেন মিলিয়ে বেশ কিছু নতুন এসইউভি আসবে। কোন কোন এসইউভিগুলির (Tata Upcoming Cars) জন্য অপেক্ষায় গাড়িপ্রেমীরা ? কবেই বা আসবে এগুলি এবং কী কী ফিচার্স পাবেন এই এসইউভিগুলিতে ?
Tata Harrier EV
টাটা হ্যারিয়ার ইভি প্রথম ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ দেখানো হয়েছিল। এখন এই গাড়িটি আগামী ৩ জুন ২০২৫-এ লঞ্চ হতে চলেছে। এতে ৬০ থেকে ৭৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক থাকতে পারে যা একবার চার্জ দিলে ৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা যাওয়া সম্ভব।
এই গাড়ির বাইরের অংশ আইসিই হ্যারিয়ারের মতই হবে তবে এতে আধুনিক প্রযুক্তি এবং এডিএএসের মত উন্নত ফিচার্স থাকতে চলেছে। যারা শক্তিশালী ডিজাইন, ভাল স্পেস আর দীর্ঘ পরিসরের ইলেকট্রিক এসইউভি খুঁজছেন, তাদের জন্য হ্যারিয়ার ইভি একটি দুর্দান্ত বিকল্প।
Tata Harrier Petrol
টাটা হ্যারিয়ার পেট্রোল প্রথমবারের মত পেট্রোল ইঞ্জিন সহ আনা হচ্ছে বাজারে। এখনও পর্যন্ত এই এসইউভি শুধুমাত্র ডিজেল ইঞ্জিনের বিকল্পে পাওয়া যেত, কিন্তু এখন এটিতে ১.৫ লিটারের ৩ সিলিন্ডার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গাড়ির লঞ্চ জুলাই মাস থেকে অগাস্ট মাসের মধ্যেই হতে চলেছে। যারা ডিজেল গাড়ি চান না, কিন্তু হ্যারিয়ারের মত শক্তিশালী আকর্ষণীয় স্টাইলিং গাড়ি পছন্দ করেন, তাদের জন্য এই টাটা হ্যারিয়ার পেট্রোল ভার্সনটি অত্যন্ত ভাল বিকল্প হতে চলেছে।
Tata Safari Petrol
টাটা সাফারি প্রথমবার এই রকম পেট্রোল ভ্যারিয়ান্টে বাজারে আনা হচ্ছে। আশা করা হচ্ছে এই পেট্রোল ভ্যারিয়ান্টে ১.৫ লিটারের ৩ সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে। বড় মাপের শক্তিশালী আরামদায়ক এসইউভি খুঁজছিলেন যারা তাদের জন্য এই টাটা সাফারি পেট্রোল একটি অত্যন্ত ভাল বিকল্প হতে চলেছে।
Tata Sierra ICE
টাটা সিয়েরা আইসিই একটি ক্লাসিক এসইউভির নতুন রূপে ফিরে আসা বলা চলে। টাটা মোটরস এই গাড়িটিকে অত্যাধুনিক প্রযুক্তি আর স্টাইলের সঙ্গে পুনরায় বাজারে আনতে চলেছে। এটি ১.৫ লিটার টার্বো পেট্রোল, ২.০ লিটারের ডিজেল ইঞ্জিনের বিকল্পের সঙ্গে দেওয়া যেতে পারে। এর লুক হবে রেট্রো আর ফিউচারিস্টিক মিশিয়ে। এই এসএউভিটি অক্টোবর থেকে নভেম্বর ২০২৫ সালের মধ্যে লঞ্চ করা যেতে পারে, আর যারা ব্র্যান্ডের ঐতিহ্য পছন্দ করেন তাদের জন্য এটি একটি নিখুঁত বিকল্প হতে পারে।
Tata Sierra EV
টাটা সিয়েরার ইলেকট্রিক ভার্সন তৈরি করা হচ্ছে টাটা হ্যারিয়ার ইভির মত ব্যাটারি সেট আপ নিয়ে। এতে ৬০-৭৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে যাতে গাড়ির রেঞ্জ ৫০০ কিমিরও বেশি পাওয়া যাবে। এই মডেলটি অত্যাধুনিক প্রযুক্তির, কম মেনটেনেন্স ও দীর্ঘ পরিসরের সঙ্গে ইভি ক্যাটাগরিতে একটি নতুন স্টাইলিশ ও শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে।






















