Tesla Model Y: কত লক্ষ টাকায় পাবেন টেসলার প্রথম ইভি ? কবে থেকে শুরু ডেলিভারি ? স্পষ্ট জানাল এলন মাস্কের সংস্থা
Tesla Car Price in India: এলন মাস্কের সংস্থা টেসলা ভারতে তাদের মডেল ওয়াই গাড়ির দাম প্রকাশ করেছে। এমনকী ঠিক কবে থেকে এই গাড়ির ডেলিভারি শুরু হবে, তাও জানিয়েছে সংস্থা।

Tesla Car Launch in India: টেসলা তাদের প্রথম বৈদ্যুতিন গাড়ি মডেল ওয়াই লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে আর এই মডেলের (Tesla Model Y) দাম এবং ডেলিভারির সময়সূচি জানিয়েছে সম্প্রতি। ভারতে টেসলার আনুষ্ঠানিক উদ্বোধনের এক বড় অংশ এটি, দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত ছিল এই লঞ্চ। অনেকদিন আগে থেকেই (Tesla Car Price) জানা গিয়েছিল ভারতে টেসলার গাড়ি আসতে চলেছে, তবে এর দাম কত হতে পারে, কী কী ফিচার্স থাকতে চলেছে তা সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না। এবারে স্পষ্ট তথ্য জানাল এলন মাস্কের সংস্থা।
মডেল ওয়াই আরডব্লিউডি গাড়ির প্রারম্ভিক দাম রাখা হয়েছে ৬১.০৭ লক্ষ টাকা যেখানে লং রেঞ্জের এই মডেলের দাম পড়বে ৬৯.১৫ লক্ষ টাকা। তবে এটি আদপে অন রোড দাম, অর্থাৎ এই দামের সঙ্গে আর বাড়তি কিছুই যোগ হবে না।
প্রাথমিকভাবে এই বৈদ্যুতিন এসইউভিটি দিল্লি, গুরগাঁও, মুম্বইয়ের মত তিনটি প্রধান শহরে পাওয়া যাবে। সংস্থা ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিক থেকে এই গাড়ির ডেলিভারি শুরু করবে বলে জানিয়েছে। মডেল ওয়াই গাড়িটি নেওয়ার জন্য ২২ হাজার টাকা দিয়ে বুকিং করতে হবে, এই টাকা ফেরতযোগ্য নয়।
মডেল ওয়াই-এর ক’টি ভ্যারিয়ান্ট রয়েছে
টেসলার মডেল ওয়াই বৈদ্যুতিন এসইউভি গাড়ি দুটি ভ্যারিয়ান্টে বাজারে আসবে – স্ট্যান্ডার্ড আরডব্লিউডি এবং লং রেঞ্জের আরডব্লিউডি। এই স্ট্যান্ডার্ড ভ্যারিয়ান্টগুলিতে থাকবে ৬০ কিলোওয়াট আওয়ারের এলএফপি ব্যাটারি যা ৫০০ কিমি পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ এনে দেবে আর এই গাড়িটিতে মাত্র ৫.৬ সেকেন্ডের অধীনে ০ থেকে ১০০ কিমি পর্যন্ত গতি তোলা সম্ভব।
অন্যদিকে লং রেঞ্জের আরডব্লিউডি ভ্যারিয়ান্টে থাকবে ৭৫ কিলোওয়াট আওয়ারের এনএমসি ব্যাটারি যার রেঞ্জ ৬২২ কিমি পর্যন্ত এবং এই এসইউভি ৫ সেকেন্ডেরও কম সময়ে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম।

মডেল ওয়াইতে উচ্চ-প্রযুক্তির বৈশিষ্ট্য রয়েছে
টেসলা মডেল ওয়াই ভারতে অনেক উন্নতমানের প্রযুক্তিগত বৈশিষ্ট্য নিয়ে আসবে বাজারে। এতে ওভার-দ্য-এয়ার সফটওয়্যার আপডেট, পিছনের সিটের জন্য আলাদা টাচস্ক্রিন, বৈদ্যুতিন সামঞ্জস্যযোগ্য ব্যাক সিট ব্যবহারের সুবিধে থাকবে। এছাড়াও টেসলার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, রিয়েল টাইম কন্ট্রোল ফিচার্স, টেসলা অ্যাপের মাধ্যমে দেওয়া হবে। এই সমস্ত ফিচার্স প্রযুক্তির দিক থেকে এই মডেলটিকে এক ধাপ এগিয়ে রেখেছে।
টেসলা মডেল ওয়াই কতগুলি রঙের বিকল্পে লঞ্চ হবে
ভ আরতে টেসলার মডেল ওয়াই অনেক আকর্ষণীয় রঙে লঞ্চ হবে। মৌলিক রঙগুলির মধ্যে রয়েছে স্টিলথ গ্রে যার জন্য কোনও বাড়তি টাকা দিতে হবে না। তবে পার্ল হোয়াইট মাল্টিকোট এবং ডায়মন্ড ব্ল্যাক রঙের জন্য ৯৫ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে আপনাকে। আর গ্লেসিয়ার ব্লু ভ্যারিয়ান্টের দাম পড়বে ১ লক্ষ ২৫ হাজার টাকা, আর কুইকসিলভার ও আলট্রা রেডের মত প্রিমিয়াম রঙের ভ্যারিয়ান্টের দাম পড়বে ১ লক্ষ ৮৫ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারেও এই রঙগুলির জনপ্রিয়তা লক্ষ করা গিয়েছে এবং ভারতীয়র গাড়িপ্রেমীদেরও এই ভ্যারিয়ান্টগুলি মোহিত করবে বলেই ধারণা টেসলার।






















