Best Selling Bike: কোন কোম্পানির বাইক বেশি কিনছে মানুষ ? জানুন তালিকার সেরা পাঁচ ব্র্যান্ডের নাম
Two Wheeler Brand: ২০২৪ সালে দু-চাকার গাড়ি নির্মাণকারী সংস্থার মধ্যে কোন ব্র্যান্ডের বাইক বেশি কিনেছে মানুষ ? কোন ব্র্যান্ডের বিক্রি বেশি হয়েছে জানুয়ারিতে ?
Best Bikes: জানুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী গাড়ির বাজারে দু-চাকার গাড়ির বিক্রি বেশ ভাল হয়েছে। বেশ কিছু নতুন মডেল লঞ্চ হয়েছে বাজারে। হিরোর মাভেরিক এসেছে নতুন, হোন্ডারও বেশ কয়েকটি মডেল বাজারে নতুন লঞ্চ হয়েছে। তবে বাজারে প্রতিযোগিতা বাড়াতে আরও কিছু সংস্থা (Best Selling Bike) আছে। কোন ৫ ব্র্যান্ডের বাইক এই জানুয়ারি মাসে বেশি বিক্রি হয়েছে দেখে নিন।
সুজুকি
এই তালিকার শেষে অর্থাৎ সেরা পাঁচের ৫ নম্বরে স্থান রয়েছে সুজুকির (Suzuki India)। জাপানি দু-চাকার গাড়ি নির্মাতার মডেল ২০২৪ সালের জানুয়ারি মাসে বিক্রির পরিসংখ্যানে কিছুটা পিছিয়ে আছে বলা চলে। ৮০,৫১১ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে সুজুকির। ২০২৩ সালের জানুয়ারি মাসে এই সংস্থার গাড়ি বিক্রি হয়েছিল ৬৬,২০৯ ইউনিট। ইয়ার অন ইয়ার হিসেবে ২১.৬ শতাংশ বেড়েছে সংস্থার সেলস। সুজুকি গিক্সার, সুজুকি ভি-স্টর্ম মডেলগুলি বাজার কাঁপাচ্ছে সুজুকি ইন্ডিয়ার।
বাজাজ
২০২৪ সালের জানুয়ারি মাসে এই সংস্থার দু-চাকার গাড়ি বিক্রি হয়েছে ১,৯৩,৫৩০ ইউনিট। গত বছর এই সংস্থার ১,৪২,৩৬৮ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল অর্থাৎ সেলস বেড়েছে প্রায় ৩৫.৮ শতাংশ। ভারতে বেশ কিছু সময় ধরে বাজাজের (Bajaj) পালসার বাইকটি বেস্ট সেলার হিসেবে চলে আসছে। সম্প্রতি পালসারের NS200 ও NS160 নামে দুটি নতুন মডেল বাজারে এসেছে। বিশ্ববাজারেও বাজারের বাইকের মডেলগুলি জনপ্রিয়তা পেয়েছে।
টিভিএস
সেরা পাঁচের তালিকায় তৃতীয় স্থানে আছে টিভিএস (TVS) সংস্থা। ভারতের মধ্যে তৃতীয় সর্ববৃহৎ বাইক নির্মাতা সংস্থা হিসেবে অবস্থান টিভিএসের। মূলত হাউজার জাতীয় গাড়ির জন্যেই এর জনপ্রিয়তা সর্বাধিক। এই বছর জানুয়ারি মাসে ২,৬৮,২৩৩ ইউনিট বাইক বিক্রি হয়েছে এই সংস্থার যা কিনা গত বছরের তুলনায় বেড়েছে ২৩.৯ শতাংশ।
হোন্ডা
সুজুকির পাশাপাশি জাপানি দু-চাকার গাড়ি নির্মাতা সংস্থার তালিকায় আরও একটি নাম হোন্ডা (Honda)। হোন্ডার অ্যাক্টিভা মডেলটিই ভারতের বাজারে এখনও বেস্ট সেলার। হিরো মোটোকর্পের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় থাকে এই সংস্থা। এই বছর জানুয়ারি মাসে হোন্ডার মোট ৩,৮২,৫১ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে।
হিরো
সেরা পাঁচ বাইক নির্মাতা সংস্থার মধ্যে সবার প্রথমে নাম উল্লেখ করতে হয় হিরো মোটোকর্পের। নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই নতুন মডেলের ভিড় এনে দিয়েছে হিরো (Hero Motocorp)। আর এভাবেই ভারতের গাড়িপ্রেমীদের পছন্দের তালিকাতেও শীর্ষে থাকে হিরো। গত বছরের তুলনায় এই বছর জানুয়ারি মাসে ২০ শতাংশ বিক্রি বেড়ে হয় ৪,২০,৯৩৪ ইউনিট।
আরও পড়ুন: Upcoming SUV: শীঘ্রই ভারতের বাজারে এই এসইউভিগুলি আসছে,টাটা নেক্সন,মারুতি ব্রেজার সঙ্গে হবে তুলনা