Toyota Innova Hycross: টয়োটা ইনোভা হাইক্রসের টিজার প্রকাশ্যে, শীঘ্রই ভারতে লঞ্চ হবে গাড়ি
Toyota Innova Hycross Look: অনেকদিন ধরেই টয়োটার এই মডেলের বিষয়ে জল্পনা চলছিল বাজারে। অবশেষে ইন্দোনেশিয়ার বাজারে নতুন প্রজন্মের ইনোভার টিজার প্রকাশ করল কোম্পানি।
Toyota Innova Hycross Look: অনেকদিন ধরেই টয়োটার এই মডেলের বিষয়ে জল্পনা চলছিল বাজারে। অবশেষে ইন্দোনেশিয়ার বাজারে নতুন প্রজন্মের ইনোভার টিজার প্রকাশ করল কোম্পানি। ভারতে ইনোভা হাইক্রস নামে পরিচিত হবে এই গাড়ি। এমপিভির ডিজাইনে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে এই গাড়িতে। এর আকর্ষণীয় ডিজাইন এটিকে একটি ক্রসওভার হিসাবে তুলে ধরবে। অটো ব্লগারদের ধারণা, এই নতুন ইনোভা হাইক্রস দেখতে একটি SUV-র মতো হবে।তবে ভারতে এই গাড়িকে টক্কর দিতে পারে কিয়া ক্যারেন্স, ছাড়াও কিয়া কার্নিভাল, রয়েছে মারুতির বেশকিছু মডেল।
কেন দেখতে হবে গাড়ি ?
বাম্পারের নিচে একটি বড় হেক্সাগোনাল গ্রিল দেখা যাবে গাড়িতে। এখানে হেডল্যাম্পের ডিজাইনটি বেশ প্রিমিয়াম মনে হবে। বনেট ও বাম্পারের ডিজাইন দেখে নতুন ইনোভা একটি SUV-এর মতো চেহারা পাবে বলেই আশা করছেন ক্রেতারা। এর বাকি ডিজাইনটিও বর্তমান সংস্করণের থেকে অনেক বড় হবে। বর্তমান ইনোভা ক্রিস্টার তুলনায় নতুন ইনোভা হাইক্রস একটি নতুন টেল-ল্যাম্প ডিজাইন সহ একটি SUV-এর মতো বড় দেখাবে৷
কী ইঞ্জিন থাকবে গাড়িতে ?
এতে একটি বড় পরিবর্তন হল, নতুন ইনোভা হাইক্রস টিএনজিএ-সি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। এটি আর পুরনো ল্যাডার-ফ্রেম প্ল্যাটফর্ম দেখতে পাবে না। এটি একটি হাইব্রিড পাওয়ারট্রেন সহ একটি ফ্রন্ট হুইল ড্রাইভ কার হবে। মাইলেজ বাড়ানোর জন্য হাইব্রিড ইনোভা হাইক্রসে বৈদ্যুতিক মোটরের সঙ্গে একটি 2.0-লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হবে।
অভ্যন্তরে কী রয়েছে
গাড়ির ভিতরের অংশগুলি খুব বিলাসবহুল দেখতে হবে। সেই সঙ্গে প্রচুর প্রযুক্তিতে সজ্জিত ও আরামদায়ক বৈশিষ্ট্য পাবে গাড়ি। ইন্দোনেশিয়ার পর নতুন ইনোভা হাইক্রস ভারতে চালু হবে। শীঘ্রই ভারতে চালু হবে বলে আশা করা হচ্ছে।
নতুন ইনোভা হাইক্রস আরও প্রিমিয়াম ও বিলাসবহুল হবে৷ এটি বর্তমান ক্রিস্টার মতো ডিজেল ইঞ্জিনের সঙ্গে পাওয়া যাবে না। টয়োটা তার ভবিষ্যতের পণ্যকে একটি হাইব্রিড গাড়ি হিসাবে তুলে ধরবে। যার মধ্যে অনেক নতুন প্রযুক্তি দেখা যাবে। লঞ্চের পর সবচেয়ে বড় গাড়িগুলোর একটি হবে হাইক্রস। বর্তমান ইনোভা ক্রিস্টা থেকে সামান্য ওপরে কোম্পানি একে একটি প্রিমিয়াম পণ্য বলে বিক্রি করবে।