Car Recall: সিটবেল্টে সমস্যা! ভারতের বাজার থেকে একাধিক গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত মারুতি সুজুকি ও টয়োটার
Maruti Suzuki and Toyota: ভারতের বাজার থেকে ৯১২৫টি গাড়ি তুলে নিতে চলেছে মারুতি সুজুকি সংস্থা। প্রায় এক হাজার গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টয়োটাও।
Seat Belt: ভারতের বাজার থেকে ৯১২৫টি গাড়ি তুলে নিতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki) সংস্থা। কিন্তু কেন এত বড় সিদ্ধান্ত নিল এই অটোমোবাইল কর্তৃপক্ষ? শোনা যাচ্ছে, এই সমস্ত গাড়ির সামনের সিটের সিট বেল্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। আর সেই জন্যই আপাতত এই গাড়িগুলি ভারতের বাজার থেকে তুলে নেওয়া হবে। জানা গিয়েছে, এই তালিকায় রয়েছে Ciaz, Brezza, Ertiga, XL6 এবং Grand Vitara- এইসব মডেল। মারুতি সুজুকি সংস্থা জানিয়েছে, এই সমস্ত গাড়ি ২ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে। অটোমোবাইল সংস্থার তরফে জানানো হয়েছে যেসব গাড়িতে সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেগুলো ভালভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। যদি কোনও খুঁত থাকে তাহলে সেই অংশ বদলে দেওয়া হবে। এর জন্য কোনও আলাদা খরচ লাগবে না। যেসব গাড়িতে সমস্যা রয়েছে তার মালিকদের মারুতি সুজুকি সংস্থা অনুমোদিত ওয়ার্কশপের তরফে এই বিষয়ে নজর দেওয়ার ব্যাপারে বার্তা পাঠানো হবে। অনুমান করা হচ্ছে, গাড়ির সামনের সিটের সিট-বেল্টের ক্ষেত্রে কাঁধের উচ্চতা সঠিক ভাবে বজায় রাখার জন্য যে অংশ থাকে তার মধ্যে হয়তো সামান্য ত্রুটি রয়েছে। তবে নিশ্চিত ভাবে এখনও সমস্যা জানা যায়নি। তবে যেটুকু ত্রুটিই থাকুক না কেন, তা অবিলম্বে দূর করতে যায় কর্তৃপক্ষ। তাই নিয়ে ব্যবস্থাও নিয়েছে মারুতি সুজুকি সংস্থা।
একই সঙ্গে শোনা গিয়েছে, Toyota Urban Cruiser Hyryder- গাড়িও ভারতের বাজার থেকে তুলে নিচ্ছে টয়োটা (Toyota) কর্তৃপক্ষ। প্রায় ১০০০ ইউনিটি গাড়ি তুলে নেওয়া হবে বলে শোনা গিয়েছে। এক্ষেত্রে গাড়ির সামনের সিটের সিট বেল্টের ক্ষেত্রেই সমস্যা দেখা দিয়েছে বলে খবর। যদিও এখনও কোনও গ্রাহক অভিযোগ জানিয়েছেন বলে শোনা যায়নি। ৯৯৪টি গাড়ি তুলে নেওয়া হচ্ছে বলে শোনা গিয়েছে। টয়োটা কর্তৃপক্ষ এই গাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কোনও সমস্যা দেখা দিলে কোম্পানির তরফে তাদের অথরাইজড সার্ভিস আউটলেটে ওই ত্রুটিপূর্ণ গাড়ির পার্ট বদলে দেওয়া হবে।
Car Price Rise: ৩১ ডিসেম্বর পর্যন্ত রয়েছে শেষ সুযোগ। ১ জানুয়ারি থেকেই ফের দাম বাড়াতে চলেছে মারুতি। ভারতের শীর্ষস্থানীয় গাড়ি কোম্পানি জানিয়েছে, ২০২৩ সালের শুরু থেকেই তার কোম্পানির সব গাড়ির দাম বাড়াতে চলেছে।সাধারণত, নতুন বছর থেকে গাড়ির দাম বৃদ্ধি করে বেশিরভাগ কোম্পানি। কেন এই দাম বৃদ্ধি সেই প্রসঙ্গে কোম্পানি জানিয়েছে, মূদ্রাস্ফীতির হার ও সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে কোম্পানিটির ওপর দাম বাড়ানোর চাপ বেড়ে গিয়েছিল। সেই কারণেই গাড়ির দাম বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে কোম্পানি।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতে ভারতে লঞ্চ হবে এই ১০টি গাড়ি, দেখে নিন তালিকা