Chinmoy Krishna Das Arrest : 'হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে', চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে কী বার্তা নয়াদিল্লির?
ভারত উদ্বেগ প্রকাশ করে বলেছে, 'প্রভুর গ্রেফতারির পর থেকে বাংলাদেশে উগ্রবাদীরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। '
নয়াদিল্লি : বঙ্গ বিজেপি বারবার কেন্দ্রকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিল। আর্জি জানিয়েছিল ইসকনও। অবশেষে বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে ভারত দিল কড়া বার্তা । বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছে ভারত। এক বিবৃতিতে, ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে , 'শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র।"
ভারত উদ্বেগ প্রকাশ করে বলেছে, 'প্রভুর গ্রেফতারির পর থেকে বাংলাদেশে উগ্রবাদীরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে। লুটপাটের পাশাপাশি চুরি , ভাঙচুর এবং মন্দির অপবিত্র করার চেষ্টা হয়েছে। '
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে উগ্রবাদীরা মন্দিরে হামলা করছে। দেব দেবীর প্রতিমার ক্ষতি করছে। মন্ত্রক জানাচ্ছে, 'এটা খুবই দুর্ভাগ্যজনক, যে যারা এই সব ঘটনা ঘটাচ্ছে , তারা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই ধর্মগুরুর বিরুদ্ধে যিনি ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। আমরা এটা লক্ষ্য করে উদ্বিগ্ন, যে সংখ্যালঘুরা শান্তিপূর্ণভাবে প্রভু দাসের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে'
ইতিমধ্যেই হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষের গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসকন। কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে ইসকন। ধর্মীয় সংগঠনের দাবি, ভিত্তিহীন অভিযোগে এই গ্রেফতার, তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তারপরই বিবৃতি প্রকাশ করেছএ বিদেশমন্ত্রক।
অন্যদিকে ঢাকায় সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে বিধানসভার সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিক্ষোভ দেখায়। তিনি বলেন,'সংখ্যালঘুদের জন্য লড়াই করছিলেন চিন্ময়কৃষ্ণ দাস প্রভু। অবিলম্বে চিন্ময়কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধ করা হবে। কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনেও বিক্ষোভ জানাবে বিজেপি '
মঙ্গলবার বাংলাদেশের চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিডি নিউজ-সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলামের বেঞ্চ এই নির্দেশ দেয়। এরপরেই হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীরা আদালত চত্বরে প্রতিবাদী স্লোগান দিতে শুরু করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে