Upcoming Cars: ইভি, হাইব্রিডে নজর, ২০৩০ সালের মধ্যেই এই মডেলগুলি বাজারে আনবে মারুতি
Maruti Suzuki India: আগামীদিনে ভারতে একইসঙ্গে হাইব্রিড এবং ইভি এই দুই ধরনের গাড়ির মডেল আনার দিকে লক্ষ্য দেবে মারুতি সুজুকি (Maruti Suzuki)। এই সংস্থা ইভি নির্মাণের হারও বাড়িয়ে তুলতে চলেছে আগামীদিনে।
সোমনাথ চট্টোপাধ্যায়: আগামীদিনে ভারতে একইসঙ্গে হাইব্রিড এবং ইভি এই দুই ধরনের গাড়ির মডেল আনার দিকে লক্ষ্য দেবে মারুতি সুজুকি (Maruti Suzuki)। নানারকম দামের মধ্যে বিভিন্ন গাড়ির মডেল নিয়ে কাজ করে চলেছে ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা (Maruti Suzuki Upcoming Cars) সংস্থা। এর মধ্যে সাশ্রয়ী ইভি এবং হাইব্রিড গাড়িও রয়েছে। এখন মারুতি সুজুকির যে পোর্টফোলিও আছে, তাতে দেখা যাচ্ছে দুটি খুব শক্তিশালী হাইব্রিড গাড়ি আছে। তবে এই সংখ্যা আগামী কয়েক বছরের মধ্যে বেশ খানিকটা বাড়বে বলেই জানাচ্ছে মারুতি সুজুকি। আবার এই সংস্থা ইভি নির্মাণের হারও বাড়িয়ে তুলতে চলেছে আগামীদিনে। আর এই আসন্ন গাড়ির তালিকায় প্রথমে কে থাকছে ?
আগামীদিনে নিকট ভবিষ্যতে মারুতি সুজুকি (Maruti Suzuki Upcoming Cars) তাঁর নতুন মডেলের মধ্যে প্রথম একটা ইভি নিয়ে আসবে বাজারে যা কিনা তাঁর evX প্রোডাকশনের অন্তর্গত। আগামী বছরই ভারতের বাজারে এমনই একটি বৈদ্যুতিন এসইউভি গাড়ি ভারতের বাজারে নিয়ে আসবে মারুতি সুজুকি। বলা যায় সেটাই হবে ভারতের মাটিতে এই সংস্থার প্রথম ইভি। এমনকী কম্প্যাক্ট এসইউভির দুনিয়াতেও এই গাড়িটি পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে।
এছাড়াও মারুতির একটি নতুন হাইব্রিড এসইউভি (Maruti Suzuki Upcoming Cars) বাজারে আসবে যা কিনা গ্র্যান্ড ভিতারার থ্রি রো ভার্সন বলা চলে। এতেও শক্তিশালী হাইব্রিড পাওয়ারট্রেন রয়েছে। শুধুই এসইউভি সেগমেন্টে নয়, মারুতি সুজুকি চাইছে কম দামে আরও বেশি করে হাইব্রিড মডেল বাজারে আনতে। আর শক্তিশালী হাইব্রিড আনার মাধ্যমে মারুতি সুজুকির বিক্রিও রেকর্ড হারে বাড়বে বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালের মধ্যে মারুতি সুজুকির প্রোডাক্ট রেঞ্জের মধ্যে ২৫ শতাংশ থাকবে হাইব্রিড মডেল এবং ১৫ শতাংশ থাকবে বৈদ্যুতিন গাড়ির মডেল। ইভির কথা বলতে গেলে মারুতির evX মডেল ছাড়াও অনেক কম খরচে আরও মডেল বাজারে আনার পরিকল্পনা করেছে মারুতি সুজুকি। ewX ইলেকট্রিক হ্যাচব্যাক মডেলও এই পরিকল্পনার মধ্যেই রয়েছে। এই ইভিতে ২৩০ কিমি রেঞ্জ মিলবে, টাটা টিয়াগো ইভির সঙ্গে পাল্লা দেবে এই মডেল। এসইউভি এবং হ্যাচব্যাক বডি স্টাইলের মধ্যে বাজারে এমপিভি গোত্রের গাড়ি আনার দিকেও খেয়াল রাখবে মারুতি সুজুকি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: MG Gloster: এমজি মোটর নিয়ে এল গল্স্টারের নতুন এডিশন, জেনে নিন দাম ও বৈশিষ্ট্য