Upcoming Electric Bike: চলতি মাসেই দেশে আসছে এই ইলেকট্রিক বাইক, দেবে দারুণ পারফরম্য়ান্স
Electric Bike: চলতি মাসেই দেশে আসছে এই দুর্দান্ত ইলেকট্রিক স্পোর্টস বাইক। সবথেকে বড় বিষয়, ভারতের একটি টেক স্টার্টআপ কোম্পানি নিয়ে আসছে এই বাইক।
Electric Bike: চলতি মাসেই দেশে আসছে এই দুর্দান্ত ইলেকট্রিক স্পোর্টস বাইক। সবথেকে বড় বিষয়, ভারতের একটি টেক স্টার্টআপ কোম্পানি নিয়ে আসছে এই বাইক। আগামী ২১ নভেম্বর দেশে কোম্পানির প্রথম বৈদ্যুতিক স্পোর্টস বাইক লঞ্চ করতে চলেছে৷
এই নতুন ইলেকট্রিক স্পোর্টস বাইকটি প্রাথমিকভাবে আমদাবাদের চাঙ্গোদর প্ল্যান্টে তৈরি করা হবে। কোম্পানির প্ল্যান্টটি ২,০০,০০০ বর্গফুট বড়। এখানে প্রতি বছর ২,০০,০০০ ইউনিট তৈরি করা যায়। এই উৎপাদন কেন্দ্রের মাধ্যমে কোম্পানিটি আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ১০০০ জনকে কর্মসংস্থান করবে।
Upcoming Electric Bike: কী পরিকল্পনা কোম্পানির ?
ম্যাটার ব্র্যান্ড নামের এই কোম্পানি বর্তমানে দেশের জনসাধারণের কাছে পৌঁছনোর জন্য তার এক্সপিরিয়েন্স সেন্টার ও ডিলারশিপের নেটওয়ার্ক শক্তিশালী করার চেষ্টা করছে। কোম্পানিটি সারা দেশে তাদের এই কেন্দ্র খোলার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি চারটি পর্যায়ে সেলস নেটওয়ার্ক তৈরি করবে। টায়ার ১ বাজার থেকে শুরু করে পরবর্তীকালে ভারতজুড়ে বিস্তৃত হবে এই নেটওয়ার্ক।
Electric Bike: কোম্পানি কী বলেছে ?
কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও মোহল লালভাই-এর মতে, কোম্পানির প্রথম ইলেকট্রিক স্পোর্টস বাইক লঞ্চের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করতে পেরে গর্বিত তারা। তার মতে, আসন্ন ইলেকট্রিক স্পোর্টস বাইকটিকে খুবই পছন্দ করবেন ক্রেতারা। কোম্পানি এই মেড ইন ইন্ডিয়া বাইক নিয়ে খুবই উচ্ছ্বসিত। ম্যাটারের মতে, বর্তমানে দেশে ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে থাকা মোটরসাইকেলের সংখ্য়া কম। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই বাইকটি লঞ্চ করে নতুন প্রজন্মকে টার্গেট করবে কোম্পানি।
Upcoming Electric Bike: কোম্পানি কী প্রস্তুতি নিচ্ছে ?
ম্যাটার প্রায় চার বছরের প্রস্তুতির মধ্যে একটি ইন-হাউস হাইপার-স্কেলেবল টেক স্ট্যাক তৈরি করেছে, বাইকের মূল উপাদান যেমন ব্যাটারি সিস্টেম, ইলেকট্রনিক্স, ড্রাইভট্রেন, চার্জারের উপর ফোকাস করে। কোম্পানির দাবি , এটি চার্জার, ম্যাটার ড্রাইভ 1.0, পাওয়ারপ্যাক, কন্ট্রোল ও অন্যান্য প্রযুক্তির জন্য পাঁচটি পেটেন্ট পেয়েছে। কোম্পানিটি আরও কয়েকটি পেটেন্টের জন্য আবেদন করেছে।
রিভোল্ট আরভি 300-400
Revolt ইলেকট্রিক বাইক ইতিমধ্যেই ভারতে এর দুটি ভেরিয়েন্টে উপস্থিত রয়েছে। Revolt ইলেকট্রিক বাইকের এই দুটি মডেলই হল Revolt RV300 ও Revolt RV400। তাদের দাম সম্পর্কে কথা বলার সময়, Revolt RV400-এর দাম প্রায় ৯০,০০০ টাকা, যেখানে Revolt 300-এর দাম প্রায় ৯৫,০০০ টাকা৷
আরও পড়ুন: Best Cars Under 7 Lakh: ৭ লক্ষ টাকার কমে পাবেন এই বিলাসবহুল গাড়িগুলি, রইল তালিকা