Upcoming Electric Cars: টাটা থেকে হুন্ডাই, এই বছরই বাজারে আসবে এই ৪ ইভি
EV Cars 2024: মহিন্দ্রা সম্প্রতি বাজারে একটি নতুন গাড়ি নিয়ে এসেছে Mahindra XUV 3XO। এবারে এই সংস্থা এই গাড়িটির একটি বৈদ্যুতিন ভার্সন বাজারে এনেছিল। এই গাড়িটি একটি কম্প্যাক্ট এসইউভি হতে চলেছে।
EV Cars: ভারতের বাজারে ক্রমবর্ধমান বৈদ্যুতিন গাড়ির চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ভারতের গাড়ি নির্মাতা সংস্থাগুলিও একের পর এক ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে আসছে, আসছে নিত্য নতুন মডেল। একেকটির একেক রকম ফিচার্স, দুরন্ত লুক। শুধু এখানেই শেষ নয়, এই বছরও বাজারে (Electric Cars) আরো কয়েকটি নতুন ইভি আসতে চলেছে। এর মধ্যে যেমন রয়েছে টাটার গাড়ি (Upcoming EV), তেমনি আছে হুন্ডাইয়ের গাড়িও। দেখে নেওয়া যাক কোন কোন নতুন বৈদ্যুতিন গাড়ি আসতে চলেছে দেশে।
Hyundai Creta EV
ভারতের বাজারে হুন্ডাইয়ের গাড়ির ভাল চাহিদা রয়েছে। হুন্ডাইয়ের বৈদ্যুতিন ভার্সনটি নিয়ে ইতিমধ্যেই ভারতে বেশ চর্চা শুরু হয়েছে। হুন্ডাই ক্রেটার একটি ইভি ভার্সন খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ২০২৫ সালের শুরুর দিকে এই গাড়ি ভারতে আসতে চলেছে বলে জানা গিয়েছে সংস্থার পক্ষ থেকে। বাজারে এলে টাটা কার্ভ ইভির সঙ্গে জোর টক্কর দেবে এই গাড়ি। মূলত মিড এসইউভি সেগমেন্টেই বাজারে লঞ্চ করবে এই গাড়ি।
Mahindra XUV 3XO EV
মহিন্দ্রা সম্প্রতি বাজারে একটি নতুন গাড়ি নিয়ে এসেছে Mahindra XUV 3XO। এবারে এই সংস্থা এই গাড়িটির একটি বৈদ্যুতিন ভার্সন বাজারে এনেছিল। এই গাড়িটি একটি কম্প্যাক্ট এসইউভি হতে চলেছে। আর বাজারে এলে সরাসরি এমজি কমেট ইভি এবং টাটা টিয়াগো ইভিকে টেক্কা দেবে মহিন্দ্রার এই ইভি। এই গাড়িতে পাওয়া যাবে ৩০০ কিমি রেঞ্জ। আগামী বছর আসতে চলেছে এই নতুন বৈদ্যুতিন গাড়ি।
Tata Curvv EV
টাটা মোটরসের বহুপ্রতীক্ষিত এই ইভি গাড়ি সম্প্রতি লঞ্চ করতে চলেছে বাজারে। আগামী ৭ অগস্ট ভারতে আসবে এই নতুন ইভি। টাটার নেক্সন ইভির থেকে বহুগুণে উন্নত হতে চলেছে এই গাড়িটি। একইসঙ্গে এই গাড়িটির দাম কত হবে তা কিন্তু সংস্থা জানায়নি এখনও।
Maruti Suzuki eVX
ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি ভারতের বাজারে একটি নতুন বৈদ্যুতিন গাড়ি লঞ্চ করতে চলেছে। এর নাম মারুতি সুজুকি ইভিএক্স। এর আগে অটো এক্সপোতে এই গাড়ির প্রদর্শনী করেছিল সংস্থা। এখন ধারণা করা হচ্ছে যে মারুতি আগামী বছরের শুরুর দিকেই এই গাড়ি বাজারে নিয়ে আসবে। টাটা এবং মহিন্দ্রার গাড়িকে জোর টক্কর দেবে এই মারুতির মডেল। তবে এরও দাম কত হতে চলেছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Mercedes Benz C300 AMG: পেট্রোল ইঞ্জিনে নজর মার্সিডিজের, নজর কেড়েছে নতুন এই সেডান- দাম কত?