(Source: ECI/ABP News/ABP Majha)
Upcoming EV: টাটা থেকে হুন্ডাই, খুব শীঘ্রই বাজারে আসবে এই ৫ ইভি- দাম জানেন ?
Top EV Suv India: এই বছরে খুব শীঘ্রই টাটা মোটরস তাঁর কার্ভ ইভি মডেলটি বাজারে নিয়ে আসতে চলেছে। এই সংস্থার ICE ভ্যারিয়ান্টগুলির আগে জায়গা পাবে এই কার্ভ ইভি মডেল। আরও কোন কোন গাড়ি আসবে ?
EV SUV Cars: ভারতের বাজারে আরও কিছু নতুন বৈদ্যুতিন গাড়ি আসতে চলেছে। টাটা মোটরস থেকে হুন্ডাই বেশ কিছু মডেল (Upcoming EV) আসবে এই বছরের মধ্যেই। দামের সঙ্গে সঙ্গে এইসব গাড়িগুলিতে থাকবে ব্যাপক রেঞ্জ, আর থাকবে অনেকখানি স্পেস। এমনকী এই গাড়িগুলিতে (EV SUV Cars) বড় ব্যাটারি প্যাকও থাকবে।
Tata Curvv EV
এই বছরে খুব শীঘ্রই টাটা মোটরস তাঁর কার্ভ ইভি মডেলটি বাজারে নিয়ে আসতে চলেছে। এই সংস্থার ICE ভ্যারিয়ান্টগুলির আগে জায়গা পাবে এই কার্ভ ইভি মডেল। টাটা মোটরসের সবথেকে শক্তিশালী ইভি গাড়ি হতে চলেছে এই মডেলটি। টাটা নেক্সন ইভির থেকেও বেশি রেঞ্জ দেবে টাটা কার্ভ ইভিতে।
এতে সম্ভবত ৫০০ কিমির রেঞ্জ পাওয়া যাবে। এছাড়াও ফিচার্সের মধ্যে টাটা কার্ভ ইভিতে থাকছে ১২.৫ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, সঙ্গে ইভি স্টাইলিং কিউ দেখা যাবে এই গাড়িতে। প্রিমিয়াম গাড়ির মতই ভি২এল ফিচার্সগুলিও দেওয়া থাকবে গাড়িতে।
Hyundai Creta EV
হুন্ডাইয়ের সবথেকে বেশি জনপ্রিয় গাড়ি হল এই ক্রেটা আর এবারে সংস্থা ক্রেটার বৈদ্যুতিন ভার্সন বাজারে আনতে চলেছে। ক্রেটার প্ল্যাটফর্মের উপর তৈরি হতে চলেছে এই গাড়িটি। এছাড়াও এই গাড়িতে নাকি ৪৫-৫০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক থাকতে চলেছে। লুকের দিক থেকে দেখতে গেলে ক্রেটার ইভি ভার্সন খুবই আকর্ষণীয় হতে চলেছে। স্ট্যান্ডার্ড মডেলের থেকে এর লুক অন্যরকম হবে। এতে থাকবে আশ্চর্য কিছু ফিচার্স।
Maruti eVX
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি এর আগে অটো এক্সপোতে একটি নতুন ইভির প্রদর্শনী করেছিল। আগামী বছরই এই সংস্থা তাদের প্রথম বৈদ্যুতিন গাড়ি বাজারে আনতে চলেছে। মারুতির এই ইভির রেঞ্জ হবে ৫৫০ কিমি। অর্থাৎ একবার চার্জে এই গাড়িতে ৫৫০ কিমি পথ যাওয়া যাবে। এতে থাকবে ৬০ কিলোওয়াট আওয়ারের একটি ব্যাটারি প্যাক। সংস্থার প্রথম বৈদ্যুতিন গাড়ি হতে চলেছে এটি। এই গাড়ির দৈর্ঘ্য হল ৪.৩ মিটার। স্পেস থাকবে যথাযথ। আকারে বেশ অনেকটাই বড় মারুতির এই ইভি।
Mahindra XUV.e8
ভারতে খুব শীঘ্রই মহিন্দ্রা তাদের নতুন এই মডেল লঞ্চ করতে চলেছে। এটি সংস্থার প্রথম বৈদ্যুতিন এসইউভি হতে চলেছে। INGLO প্ল্যাটফর্মের উপর তৈরি হয়েছে এই SUV-টি। মহিন্দ্রার XUV700-এর মতই হতে চলেছে এই গাড়িটিও। গাড়িতে একটা নতুন গ্রিলও আসবে। নতুন ডিজাইনের স্টিয়ারিং হুইল দেওয়া হবে এই গাড়িতে। প্যাসেঞ্জার ডিসপ্লে স্ক্রিনে সংস্থার লোগো আটকানো থাকবে।