Indian Archery Team: বিমান বাতিল, বাধ্য হয়ে বাংলাদেশে নোংরা ঘর, দুর্বিসহ পরিবেশে রাত কাটালেন ভারতীয় তিরন্দাজরা
Indian Archery: অতনুরা বাংলাদেশে এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা পারফরম্যান্সটা করেন। ছয়টি সোনাসহ ভারত মোট ১০টি পদক জেতে।

ঢাকা: এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা গিয়েছিল ভারতীয় তিরন্দাজ দল (Indian Archery Team)। কিন্তু দেশে ফিরতে গিয়ে তাঁরা যে সমস্যার সম্মুখীন হল, তা কার্যত অকল্পনীয়। জ্বলছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ভারতীয় তিরন্দাজ দলের দেশের ফেরার বিমান বাতিল হয়। তারপরে গোটা রাতের অভিজ্ঞতাটা চরম কষ্টের।
ভারতীয় দলের মোট ২৩জন তিরন্দাজ এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পদ্মাপারে গিয়েছিলেন। এর মধ্যে দুইজন নাবালকও ছিল। কিন্তু অশান্ত বাংলাদেশে বারংবার বিমানের সময় পিছিয়ে গিয়ে কার্যত ১০ ঘণ্টা বিমানবন্দরেই কাটাতে হল গোটা দলকে। বিমান সংস্থার তরফে এই পরিস্থিতিতে কোনওরকম কোনও সহযোগিতাও মেলেনি বলে খবর। অভিষেক বর্মা, জ্যোতি সুরেখা, ধীরজ বোম্বাদেবরাদের শনিবার ভারতের নয়াদিল্লির উদ্দেশে রওনা দেওয়ার জন্য রাত ৯.৩০টার বিমানে উঠার কথা ছিল। তবে বিমানে চাপার পরেই তাঁদের জানানো হয় যান্ত্রিক গোলযোগের জন্য বিমান ছাড়া সম্ভবই নয়।
গোটা ঘটনাটি এমন সময়ে হয় যখন বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের জন্য অপেক্ষা করছিল এবং গোটা দেশের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠে। সাতজন মহিলাসহ ভারতীয় তিরন্দাজ দল এমন আবহে রাত দু'টো পর্যন্ত বিমানবন্দরেই আটকে থাকে। তাঁদের বিমান রওনা দেওয়া বা অন্যান্য বিষয়ে কোনওরকম কোনও তথ্য দেওয়া হয়নি। শেষমেশ উক্ত বিমান যখন সম্পূর্ণভাবে বাতিল করা হয়, তখন জানানো হয় যে ওই রাতে আর কোনওরকম বিকল্প বিমানের ব্যবস্থা করা যাবে না।
এরপরে তাঁরা যখন বাইরে বের হন, তখন অভিষেক বর্মা জানান তাঁদের জানালাহীন এক বাসে করে এমন এক আস্থানায় নিয়ে যাওয়া হয় যেটি লজ কম, ধর্মশালা বেশি বলে মনে হচ্ছিল। ৩৬ বছর বয়সি তিরন্দাজ জানান তাঁদের সেই রাতের ঠিকানায় মহিলাদের জন্য ছয় বিছানার একটি ডরমেটরি রুম দেওয়া হয়েছিল যার বাথরুম ছিল অত্যন্ত নোংরা। এর পরিবর্তে অন্য কোনও স্থানে তাদের যাওয়ার কোনও সুযোগ ছিল না কারণ ওই মুহূর্তে কোনওরকম আন্তর্জাতিক লেনদেনই হচ্ছিল না।
এই বিমান দেরি হওয়ার জেরে বহু তিরন্দাজই নিজেদের কানেক্টিং বিমান মিস করেন, যার ফলে তাঁদের রাস্তায় লম্বা সফর করতে হয় এবং প্রচুর পরিমাণে অর্থও ব্যয় হয়। এই গোটা ঘটনায় বর্মা ওই বিমান সংস্থার দিকেই আঙুল তোলেন। এই ব্যবস্থাপনা ও দুর্বিসহ অভিজ্ঞতার আগে ভারতীয় দল কিন্তু বাংলাদেশে এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা পারফরম্যান্সটা করে। ছয়টি সোনাসহ ভারত মোট ১০টি পদক জেতে। অবশ্য এই অভিজ্ঞতাটা সকলের হয়নি। কলকাতার অতনু দাস বা মুম্বইয়ের প্রথমেশরা সময় মতোই নিজের গন্তব্যে পৌঁছন।























