IND vs BAN: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের জের! পিছিয়ে গেল বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সিরিজ়
Sheikh Hasina: গতকালই শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আদালত। এরপর তাঁকে মৃত্যু দণ্ডের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই মায়াবী রাতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তারপরে বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম অ্যাসাইমেন্ট ছিল বাংলাদেশ (IND vs BAN)। পরের মাসেই পড়শি দেশের বিরুদ্ধে কলকাতা এবং কটকে সাদা বলের সিরিজ়ে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। তবে PTI-র রিপোর্ট অনুযায়ী সেই সিরিজ় বিসিসিআইয়ের তরফে পিছিয়ে দেওয়া হয়েছে।
আইসিসি ফিউচার্স ট্যুরস প্রোগামের অন্তর্গত এই সিরিজ়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে এবং সমস্যংখক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা ছিল হরমনপ্রীতদের। তবে সেই সিরিজ় আপাতত স্থগিত করা হচ্ছে বলেই খবর। পরিবর্তে সেই সময়ে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য অন্য প্রতিপক্ষ আয়োজনের চেষ্টা চরিত্র করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
PTI-কে দেওয়া সাক্ষাৎকারে এক বিসিসিআই সূত্র জানান, 'আমরা ডিসেম্বরে এর পরিবর্তে অন্য সিরিজ় আয়োজনের চেষ্টা করছি, তবে এই বিষয়ে বিভিন্ন জিনিসপত্র এখনও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ের কথা যদি বলি, তাহলে সেই সিরিজ় খেলার জন্য আমরা অনুমতি পাইনি।'
যদিও হঠাৎ করে এই সিরিজ় পিছিয়ে দেওয়ার কারণ সঠিকভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে যে আভ্যন্তরীণ রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে, তা এই সিরিজ় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। গতকালই শেখ হাসিনাকে (Sheikh Hasina) দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আদালত। এরপর তাঁকে মৃত্যু দণ্ডের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যেকার সম্পর্কে প্রভাব ফেলেছে বলেই অনুমান করা হচ্ছে।
বাংলাদেশের প্রাক্তন প্রধান হাসিনা আপাতত ভারতেই রয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য বলেছে। এরপরেই দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ়ও পিছিয়ে গেল। এই সিরিজ় পিছিয়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডর এক কর্তাও মেনে নিয়েছেন। PTI-কে তিনি জানান, 'আমরা সিরিজ় বাতিল হওয়ার বিষয়ে বিসিসিআইয়ের তরফে একটি চিঠি পেয়েছি। আপাতত আমরা পরবর্তী দিনক্ষণ বা এর পিছনে কী কারণ রয়েছে, সেইসব জানার অপেক্ষায় রয়েছি।'
এই প্রথম নয়, এই বছরই কিন্তু ভারত বনাম বাংলাদেশের পুরুষদের সিরিজ়ও পিছিয়ে দেও.য়ার কথা জানানো হয়েছিল। বাংলাদেশের তৎকালীন আভ্যন্তরীণ অশান্ত পরিবেশের কথা মাথায় রেখেই সেপ্টেম্বরে রোহিত, বিরাটদের বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় পিছিয়ে দেওয়া হয়। এবার হরমনপ্রীতদের ক্ষেত্রেও একই বিষয় দেখা গেল।




















