Banking News: ৭০ হাজার কোটি টাকা! কাদের টাকা? কোথায় রয়েছে?
Insurance Update: গত কয়েকবছরে ক্রমশ বেড়েছে এমন টাকার পরিমাণ। কী বলা হয়েছে রিপোর্টে?
নয়াদিল্লি: এ যেন যখের ধন। এক-দুই কোটি নয়। সত্তর হাজার কোটি টাকা। কিন্তু এত বিপুল পরিমাণ টাকার কোনও দাবিদার নেই। কোথায় রয়েছে এত টাকা? বিভিন্ন ব্যাঙ্ক, বিমা সংস্থা এবং মিউচুয়াল ফান্ডে জমা রয়েছে এই টাকা। কিন্তু এই অর্থরাশির উপর দাবি জানাননি কোনও গ্রাহক-উপভোক্তা বা তাঁর কোনও নমিনি।
কোথায় কত টাকা:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) একটি রিপোর্ট সূত্রে খবর, শুধু ব্যাঙ্কের হিসেবই যদি ধরা হয়, তাহলে ২০২২ আর্থিক বছর পর্যন্ত ব্যাঙ্কগুলিতে দাবি না করা জমা টাকার পরিমাণ ৪৮ হাজার ২০০ কোটি। এর মধ্যে ব্যাঙ্কের সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্স ডিপোজিট রয়েছে। এই টাকার উপরে গত দশ বছর ধরে কেউ দাবি জানাননি। গত দুই অর্থবর্ষ ধরে ক্রমশ বেড়েছে এমন অর্থরাশির পরিমাণ। ২০২১ সালের এর পরিমাণ ছিল ৩৯ হাজার ২০০ কোটি টাকা। ২০২০ সালে দাবি না করা টাকার পরিমাণ ছিল ২৪ হাজার কোটি, এমনটাই বলা হয়েছে ওই রিপোর্টে।
যদি বিভিন্ন বিমা সংস্থা, মিউচুয়াল ফান্ড (Mutual Fund) এবং বাকি বন্ড বা সিকিউরিটি হিসেব করলে ওই অঙ্ক আরও অনেকটাই বেশি। ভারতীয় জীবনবিমা নিগমে (Life Insurance Corporation of India) দাবি না করা জমে থাকা টাকার পরিমাণ ২১ হাজার কোটি।
এই টাকা কোথায় ব্যবহার হয়?
এই দাবি না করা টাকাগুলি ব্যাঙ্ক তাদের ব্যবসার জন্য দশ বছর ধরে ব্যবহার করতে পারে। তারপর সেটি পাঠিয়ে দেওয়া হয় ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড (Depositor Education and Awareness Fund), যা আরবিআই (RBI) দেখাশোনা করে।
যদি কেউ দাবি জানায়?
আরবিআই সূত্রে জানা গিয়েছে, উত্তরাধিকার সূত্রে কারও এমন কোনও টাকার উপরে অধিকার থাকলে, তিনি বা তাঁরা দাবি জানাতে পারবেন। ব্যাঙ্কের ওয়েবসাইটে এই টাকার তথ্য দেওয়া থাকে। সেটা দেখে নির্দিষ্ট তথ্য দিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করলে এই টাকা মিলতে পারে।
আরও পড়ুন: গুগল পে বদলে আসছে গুগল ওয়ালেট, কী থাকবে নতুন সুবিধা ?