এক্সপ্লোর
Train Ticket: পরীক্ষা দেওয়ার জন্য অন্য শহরে যেতে হচ্ছে ? এভাবে সস্তায় পাবেন ট্রেনের টিকিট
Indian Railway rules for Students: এই ট্রেনের যাত্রীদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে অনেক ধরনের সুবিধে দেওয়া হয়। আপনি যদি পরীক্ষা দিতে এক শহর থেকে অন্য শহরে যান, তাহলে পাবেন বিশেষ সুবিধে।
ট্রেনের টিকিট সস্তায় পাবেন এভাবে
1/10

প্রতিদিন কোটি কোটি মানুষ দেশের মধ্যে ট্রেনে সফর করেন। এক শহর থেকে অন্য শহরে যান। আর এর জন্য হাজার হাজার ট্রেন চলে সারা দেশজুড়ে।
2/10

আর এই ট্রেনের যাত্রীদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে অনেক ধরনের সুবিধে দেওয়া হয়। আপনি যদি পরীক্ষা দিতে এক শহর থেকে অন্য শহরে যান, তাহলে পাবেন বিশেষ সুবিধে।
3/10

আপনি এই সময় অনেক সস্তায় ট্রেনের টিকিটও কাটতে পারবেন। কীভাবে পাবেন এই সুবিধে চলুন দেখে নেওয়া যাক।
4/10

কোনও সরকারি চাকরির পরীক্ষা থাকলে প্রায়ই পরীক্ষার্থীরা এক শহর থেকে অন্য শহরে বা রাজ্যেও যান পরীক্ষা দিতে।
5/10

এই সময়য় অনেকক্ষেত্রেই বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো হয়। আবার রেলের পক্ষ থেকে এই পরীক্ষার্থীদের জন্য ছাড়ও থাকে টিকিটের দামে।
6/10

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী বিভিন্ন হারে এই ছাড় দেওয়া হয়ে থাকে একেক ট্রেনে একেক রকম। সাধারণত ছাত্র-ছাত্রীরা ট্রেনের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পেয়ে থাকেন।
7/10

এরজন্য IRCTC-র ওয়েবসাইটে গিয়ে টিকিট বুকিংয়ের সময় উল্লেখ করতে হবে স্টুডেন্ট কনসেশনের কথা।
8/10

এর সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাডমিট বা আইডি কার্ড নথি হিসেবে জমা করতে হবে। আর এরপরে পেমেন্ট করলেই আপনি এই ছাড় পেয়ে যাবেন।
9/10

ছাত্র-ছাত্রীরা কিন্তু কেবলমাত্র স্লিপার ক্লাস এবং থার্ড এসি কামরার টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই ছাড় পাবেন।
10/10

আরও বলে রাখা দরকার ইউপিএসসি, সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার্থীদের জন্য ট্রেনের টিকিটে বড় ছাড় পাওয়া যায়।
Published at : 23 Apr 2025 05:38 PM (IST)
View More
Advertisement
Advertisement






















