Aadhaar Card: নাম-ঠিকানা বা অন্য তথ্য়, কতবার বদল করা যায় আধার কার্ডে?
Name Change in Aadhaar: নাম, ঠিকানা বা জন্মতারিখ,আধার কার্ডে এই তথ্য বদল করার ঊর্ধ্বসীমা রয়েছে। তা পেরিয়ে গেলে রয়েছে বিশেষ পদ্ধতি।
কলকাতা: ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স। যাই থাকুক না কেন, এখন পরিচয় পত্র হিসেবে সবচেয়ে বেশি কাজে লাগে যা, তা হল আধার। ব্যাঙ্কের কোনও কাজ, সরকারি কোনও প্রকল্পের সুবিধা, ট্যাক্স সংক্রান্ত কোনও বিষয় বা প্রভিডেন্ট ফান্ড-যাই হোক না কেন। প্রায় সবক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের। ফলে আধারে যাতে সব প্রয়োজনীয় তথ্য নির্ভুল ভাবে থাকে তা দেখা ভীষণ প্রয়োজন।
কতরকম তথ্য?
সবরকম সাবধানতা নিলেও নানা ভাবে আমাদের আধারের তথ্যে নানা ভুল-ত্রুটি থেকে যায়। সেগুলি দ্রুত ঠিক করে নেওয়া দরকার। এই কাজ করা যায় আধার সেন্টারগুলিতে গিয়ে। সেখানে গিয়ে আধারে কোনও ভুল থাকলে কিংবা আধারের সঙ্গে ফোন নম্বর সংযোগ করতে চাইলে তা করা যায়। আধারের তথ্য দুই রকমের হয়ে থাকে। একটি হল ডেমোগ্রাফিক ইনফরমেশন। এগুলির মধ্যে পড়ে নাম, জন্মতারিখ, ঠিকানা, ফোন নম্বর-ইত্যাদি। অন্যটি হল বায়োমেট্রিক ইনফরমেশন। এগুলির মধ্যে পড়ে মুখের ছবি, আঙুলের ছাপ, চোখের মণির ছবি। এগুলির মধ্যে ডেমোগ্রাফিক ইনফরমেশনের ক্ষেত্রে অনেকসময়েই নানা ত্রুটি হয়ে যায় আধারে।
কতবার বদল করা যাবে?
এখানেই একটি প্রশ্ন বারবার উঠে আসে। কারও আধার কার্ডে কোনও ভুল থাকলে সেটা কতবার বদলানো যায়। আধার কর্তৃপক্ষ জানাচ্ছে, কী বদল করা হচ্ছে তার উপর নির্ভর করে কতবার বদল করা যায় তার উত্তর। যেমন, নামের ক্ষেত্রে যদি Minor change বা ছোটখাট কোনও বদল হয়ে থাকে, তাহলে ২বার করা যাবে। লিঙ্গ বা জন্মের তারিখ--এই তথ্যে বদল করা যাবে একবার। আর যদি ঠিকানা বদলের বিষয় থাকে, তা অসংখ্য বার করা যাবে। এগুলি সবই আধার এনরোলমেন্ট সেন্টারে যেমন হবে। তেমনই অনলাইনে mAadhaar App-এর মাধ্যমেও করা যাবে। তবে অ্যাপের মাধ্যমে এই ধরনের তথ্য বদল করতে গেলে আধারের সঙ্গে রেজিস্টার্ড ফোন নম্বর সংযোগ থাকা বাধ্যতামূলক। আধারের সঙ্গে ফোন নম্বর যুক্ত করতে গেলে একমাত্র আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েই করা সম্ভব।
ঊর্ধ্বসীমা শেষ হলে:
ধরা যাক কারও আধারে নাম বা জন্ম তারিখ বা লিঙ্গ পরিচয়ে ত্রুটি রয়েছে। কিন্তু যতবার তথ্য বদলানোর অনুমতি রয়েছে তা শেষ হয়ে গিয়েছে। এবার উপায়? খুব বেশি চিন্তার প্রয়োজন নেই। এই সমস্যারও সমাধান রয়েছে। 'Exception Handling Process' -এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক সময়ের পরেও বদল করা যায়। তবে তার জন্য আধারের আঞ্চলিক অফিস বা রিজিওনাল অফিসে যেতে হতে পারে।
ওই ব্যক্তিকে প্রথমে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। সেখানে বলতে হবে যে তথ্য বদলের নির্দিষ্ট যে সীমা রয়েছে তা শেষ হয়ে গিয়েছে। যেহেতু তারপরেও এই বদল হচ্ছে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে এই তথ্য় বদল গ্রাহ্য করার জন্য আধারের আঞ্চলিক অফিসে চিঠি বা ইমেলের মাধ্যমে একটি আবেদন করতে হবে। কেন এই বদল প্রয়োজন তার স্পষ্ট করে জানাতে হবে, তার সঙ্গে URN slip, আধারের তথ্য এবং প্রামাণ্য নথিও দিতে হবে। এই ইমেল পাঠাতে হবে help@uidai.gov.in --এই ইমেল অ্যাড্রেসে। মনে রাখতে হবে, আঞ্চলিক অফিস থেকে না বললে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। এই আবেদন খতিয়ে দেখা হবে আধার কর্তৃপক্ষের তরফে। প্রয়োজনে আরও নথি চাওয়া হতে পারে। যদি আবেদন গ্রাহ্য হয়, তাহলে তা প্রসেস-করার জন্য ছাড়পত্র দেওয়া হবে। গোটা প্রক্রিয়ায় পর আপনার আধারের ত্রুটি ঠিক হয়ে যাবে।
আরও পড়ুন: বকেয়া ডিএ নিয়ে নতুন আপডেট, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নয়া খবর