Aadhaar Card Update: জরুরি ঘোষণা ! আধার কার্ড না থাকলে পাবেন না কোনও সরকারি সুবিধা
No Aadhaar Card-No Subsidy: এবার থেকে আধার কার্ড না থাকলে কোনও সরকারি সুবিধা পাবেন না আপনি। সম্প্রতি এই নিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার।
No Aadhaar Card-No Subsidy: এবার থেকে আধার কার্ড না থাকলে কোনও সরকারি সুবিধা পাবেন না আপনি। সম্প্রতি এই নিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। জেনে নিন, ঠিক কী বলেছে কেন্দ্র।
Aadhaar Card Update: সরকারি ভর্তুকি পাবেন না ?
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) গত সপ্তাহে এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে সব কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে একটি সার্কুলার পাঠানো হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে, এখন সরকারি পরিষেবা বা কোনও সুবিধার জন্য আধার কার্ড বাধ্যতামূলক। এর অর্থ দাঁড়াল, আধার কার্ড নম্বর বা আধার কার্ড নথিভুক্ত স্লিপ না থাকলে সরকারি সুবিধা বা কোনও ধরনের ভর্তুকি পাবেন না নাগরিক।
Aadhaar Card : কবে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি ?
গত ১১ অগাস্ট এই সার্কুলার জারি করা হয়েছে। সেই অনুযায়ী আধার নিয়ম আরও কঠোর করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের দেওয়া সার্টিফিকেট পাওয়াও কঠিন হবে। সরকারি স্কিমগুলির অধীনে কোনও সুবিধা, ভর্তুকি ও পরিষেবাগুলি বিতরণের জন্য সুবিধাভোগীদের যোগ্যতা নির্ধারণ বাধ্যতামূলক রয়েছে। সেই ক্ষেত্রে যদি কোনও ব্যক্তির আধার নম্বর না থাকে, তবেই এই সমস্ত কাজ সম্পূর্ণ হবে না।
UIDAI: যাদের আধার নম্বর নেই তাদের কী হবে ?
UIDAI জানিয়েছে, যে দেশের ৯৯ শতাংশের বেশি প্রাপ্তবয়স্কদের আধার নম্বর দেওয়া হয়েছে। আইনের ধারা ৭-এর বিধান বিবেচনা করে যদি কোনও ব্যক্তি আধার নম্বর না পেয়ে থাকেন, তবে তাঁর তালিকাভুক্তির জন্য অবিলম্বে আবেদন করা উচিত। যতক্ষণ না তাঁর কাছে আধার নম্বর পাওয়া আসছে ততদিন আধার এনরোলমেন্ট আইডেন্টিফিকেশন (EID) নম্বর/স্লিপ দিয়ে সরকারি স্কিমগুলির ভর্তুকি নিতে পারবেন তিনি। যার অর্থ, এবার থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরিষেবা সুবিধা বা ভর্তুকি পেতে আধার কার্ড নম্বর বা আধার কার্ড তালিকাভুক্তির পরিচয় প্রমাণ দেশবাসীর কাছে অবশ্যই থাকতে হবে।
Aadhaar Update: সম্প্রতি আধার কার্ডে জালিয়াতি ঠেকাতে নিত্য নতুন পদ্ধতির দ্বারস্থ হচ্ছে কর্তৃপক্ষ। এবার থেকে সহজেই যাচাই করা যাবে আধার কার্ড (Aadhaar Card)। কেবল এই অ্যাপের মাধ্যমেই করতে পারবেন এই কাজ। সেই ক্ষেত্রে অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হবে জেনে নিন।
Aadhaar FaceRD App: ইউআইডিএআই নিচ্ছে এই উদ্যোগ
স্কুল কলেজে ভর্তি, আইটিআর ফাইল, গয়না কেনা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, সব কিছুর জন্যই বর্তমানে আধার কার্ড প্রয়োজন। এই অবস্থায় এই গুরুত্বপূর্ণ নথিটির নকল কার্ডে বাজারে দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে, আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ( UIDAI) ডুপ্লিকেট আধার কার্ড নিষিদ্ধ করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এখন আধার ফেসআরডির মাধ্যমে সহজেই আধারের মুখের ছবি যাচাই করে নিতে পারবেন ব্যবহারকারী।
আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে পছন্দ হচ্ছে না পুরোনো ছবি, বদলান এই সহজ উপায়ে