Airline Ticket Scam: উৎসবের মরশুমে তাড়াহুড়োয় বিমানের টিকিট কাটছেন? অজান্তেই পড়তে পারেন আর্থিক প্রতারণার ফাঁদে
Financial Fraud: হয়তো একটু বেশি ছাড় পাওয়ার আশায় বিমানের টিকিট কাটতে গেলেন, অথচ ঘুণাক্ষরেও টের পেলেন না যে আর্থিক প্রতারণার ফাঁদের পা দিচ্ছেন। সবটা বুঝতে পারলেন সর্বনাশ হয়ে যাওয়ার পর।
Airline Ticket Scam: উৎসবের মরশুমে অনেকেই একদম শেষ মুহূর্তে ছুটি পান। আর তার ফলে বাড়ি ফেরার তাড়ায় বা কোথাও যাওয়ার তাড়া থাকার কারণে বিমানের টিকিট (Air Ticket) কাটতে হয়। এই সময়েই আর্থিক প্রতারণার (Fraud) ফাঁদের পড়েন অনেকে। এই প্রতারণার পোশাকি নাম 'এয়ারলাইন টিকিট স্ক্যাম'। মূলত উৎসবের মরশুম বলে বিভিন্ন এয়ারলাইন সংস্থা তাদের টিকিটে বিশেষ ছাড়ের বন্দোবস্ত রাখে। আর এইসবেরই সুযোগ নেয় হ্যাকার এবং স্ক্যামাররা (Scam)। হয়তো একটু বেশি ছাড় পাওয়ার আশায় বিমানের টিকিট কাটতে গেলেন, অথচ ঘুণাক্ষরেও টের পেলেন না যে আর্থিক প্রতারণার ফাঁদের পা দিচ্ছেন। সবটা বুঝতে পারলেন সর্বনাশ হয়ে যাওয়ার পর।
এয়ারলাইন টিকিট স্ক্যাম আসলে কী
বিমানের টিকিট কেনার ক্ষেত্রে যে ক্রেডিট কার্ড একজন ইউজার ব্যবহার করেন তার যাবতীয় খুঁটিনাটি তথ্য হাতিয়ে সেগুলির মাধ্যমে আপত্তিকর কাজকর্ম করে ওই কার্ড হোল্ডারকে প্রতারণার ফাঁদের ফেলে স্ক্যামার কিংবা হ্যাকাররা। টিকিটের আড়ালে এমন লোভনীয় ছাড়ের অফার থাকে যে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর খরচ বাঁচানোর তাগিদে অফারের প্রলোভনে পা দেবেন। একদম পেশাদার ডিজাইনের ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টের মাধ্যমেই এই প্রতারণা চলে। টিকিটের দাম কমানোর ক্ষেত্রে গোটা দরকষাকষির ব্যাপারটা এতটাই পেশাদারিত্বের সঙ্গে করা হয় যে আপনি ভাবতে বাধ্য হবেন যে সত্যিই কোনও ট্র্যাভেল এজেন্সি বা এজেন্টের মাধ্যমেই গোটা কর্মকাণ্ড হচ্ছে। তবে বাস্তবে তা হয় না। কলকাঠি নাড়ে স্ক্যামাররা।
কীভাবে ফাঁদ পাতা হয়
ধরুন পুজোয় বাড়ি আসবেন আপনি। ছুটি পেয়েছেন পুজোর শুরুর ২৪ বা ৪৮ ঘণ্টা আগে। এবার তাড়াহুড়োয় বিমানের টিকিট খুঁজছেন আপনি। কোথায় একটু কম দামে টিকিট পাওয়া যায় সেটা খঁজে বের করাই আপনার মূল লক্ষ্য। এই অবস্থায় জনৈক ওয়েবসাইটে অফারের টিকিট দেখতে পেলে স্বভাবতই ঝাঁপিয়ে পড়বেন আপনি। স্ক্যামাররা আপনাকে তৎক্ষণাৎ টাকা পেমেন্টের কথা বলবে। নগদ, ব্যাঙ্ক ট্রান্সফার, ভার্চুয়াল কারেন্সি- সব অপশনই থাকে। পেমেন্টের পরে আপনি বিমানের বুকিং কনফার্মেশন পাবেন। ওয়েবসাইটের মাধ্যমে তা পাঠানো হবে। কিন্তু অরিজিনাল যে টাকা লেনদেন হলে তার কোনও কিচ্ছু থাকবে না।
শুনে মনে হতে পারে ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে বিমানের টিকিট কেনা কী আর এমন ঘটনা। কিন্তু বিষয়টি অনেক গুরুতর হতে পারে। যদি ক্রেডিট কার্ডের মালিক প্রতারণার অভিযোগ দায়ের করেন, তাহলে যাঁরা টিকিট কিনেছেন তাঁরা বিমানবন্দরে আটকে পড়তে পারেন। এমনকি যদি ক্রেডিট কার্ডের মালিক কোনও অভিযোগ নাও করে থাকেন, ক্রেডিট কার্ড কোম্পানির তরফে চার্জ কাটা হতে পারে। এর পাশাপাশি টিকিট কেনার ক্ষেত্রে ব্যবহৃত হওয়া টাকা সরাসরি এমন কারও হাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে যারা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হতে পারে।
বিমানের টিকিট কাটার সময় কীভাবে প্রতারিত হতে পারেন আপনি
ইন্টারপোলের মতে এই জাতীয় প্রতারণা ভয়ঙ্কর কারণ সহজে বোঝা যায় না যে আপনি প্রতারিত হয়েছেন। স্ক্যামাররা এমনভাবে চুরি করা তথ্য দিয়ে ওয়েবসাইট তৈরি করে যা দেখে যে কেউ ধোঁকা খেতে বাধ্য। এই ধরনের প্রতারণার রুখতে গেলে কী কী করা যায়, সেগুলি দেখে নেওয়া যাক।
- যত বেশি অফারের হাতছানি, প্রলোভনের আড়ালে প্রতারণার ফাঁদ ততই মজবুত। শেষ মুহূর্তে বিমানে টিকিট কাটার সময় নজরে রাখুন অন্যান্য এয়ারলাইন সংস্থার তুলনায় চোখে পড়ার মতো কম দামে টিকিট পাওয়া যাচ্ছে কিনা। এমনটা হলে বুঝবেন গড়বড় রয়েছে। কারণ সত্যিই যদি বেশি অফারে টিকিট শেষ মুহূর্তে দএয়া সম্ভব হতো তাহলে সব এয়ারলাইন সংস্থা তাই করত।
- সাধারণত স্ক্যামাররা একদম শেষ মুহূর্তের টিকিটের ক্ষেত্রেই প্রতারণা করে। অর্থাৎ ধরুন বুধবার বিমান। আর টিকিট কাটা হচ্ছে সোমবার। সময়ের ফায়দা নিতে চায় স্ক্যামাররা। টিকিট কেনা আর প্রতারণা বুঝে ট্রানজাকশন ক্যান্সেল করার মধ্যেই বাকি কাজ হয়ে যায়।
- বিমানের টিকিটের টাকা নগদে বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দিতে বলা হলে সতর্ক হয়ে যান। একবার টাকা বেরিয়ে গেলে তা ফেরত পাওয়া কষ্টসাধ্য।
- যে ওয়েবসাইট থেকে টিকিট কাটছেন সেখানকার সমস্ত তথ্য বৈধ, বিশ্বাসযোগ্য মনে হলেও ভালভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা দরকার। নাহলে আর্থিকভাবে প্রতারিত হতে পারেন আপনি।
এই ধরনের প্রতারণার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে
- সরাসরি এয়ারলাইনস সংস্থার ওয়েবসাইট থেকে টিকিট কাটা ভাল। নাহলে কোনও পরিচিত ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটা দরকার।
- অনলাইনে টাকাপয়সার লেনদেন করার আগে দেখে নিন সুরক্ষিত মাধ্যমে আর্থিক লেনদেন হচ্ছে কিনা। ওয়েব অ্যাড্রেসের সামনে https- এটা থাকা দরকার।
- বিমানের টিকিট কেনার আগে ট্র্যাভেল এজেন্সির ওয়েবসাইট ভালভাবে খুঁটিয়ে দেখে নিন। অন্যান্য গ্রাহকরা কী রিভিউ দিয়েছে সেটাও পড়া দরকার। সন্দেহজনক কিছু মনে হলে না এগোনোই শ্রেয়।
- টাকা দেওয়ার আগে তা ফেরত পাওয়ার পদ্ধতি এবং শর্তাবলী প্রসঙ্গে বিশদে জেনে নেওয়াও প্রয়োজন।
আরও পড়ুন- গুগল পে এবং ফোন পে- তে কীভাবে পিন নম্বর বদল করবেন? শিখে নিন সহজ কিছু কৌশল