5 Day Banking: সপ্তাহে ৫ দিন কাজ করবেন ব্যাঙ্ককর্মীরা ? কী বার্তা দিলেন অর্থমন্ত্রী ?
Bank Employee: ব্যাঙ্ক কর্মীদের কাজের দিন ও ছুটি নিয়ে বার্তা দিয়েছেন নির্মলা সীতারামন। কী জানালেন তিনি ? ভোটের আগে বেতন বেড়েছে, এবার কি ৫ দিনের কর্মসপ্তাহ পাবেন ব্যাঙ্ক কর্মীরা ?
Bank Working Days: সপ্তাহে পাঁচদিন কাজ করবেন ব্যাঙ্ক কর্মীরা ? প্রত্যেক শনিবার ছুটিও পাবেন ? জল্পনা চললেও বাস্তবায়ন অনেক দূর। কয়েকদিন আগে ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বোঝাপড়া হওয়ার পর ভোটের আগে আগেই ব্যাঙ্ক কর্মীরা (5 Day Banking) ৫ দিনের কাজের উপহার পেতে পারেন বলে আশা করা হচ্ছিল। তবে সেই আশায় জল পড়তে চলেছে, অসংখ্য ব্যাঙ্ক কর্মীরা এবার হয়ত হতাশ হবেন। ব্যাঙ্ক কর্মীদের কাজের দিন ও ছুটি নিয়ে বার্তা দিয়েছেন নির্মলা সীতারামন। কী জানালেন তিনি ?
কী বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১৪ মার্চ আইআইটি গুয়াহাটিতে বিকাশ ভারত অ্যাম্বাসাডর ক্যাম্পাসে বক্তব্য রাখছিলেন আর সেই বক্তব্যের মধ্যেই তাঁকে জিজ্ঞাসা করা হয় ব্যাঙ্ক কর্মীদের এই কাজের দিন ও ছুটির ব্যাপারে। এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী স্পষ্টই বলেন, গুজবে কান দেওয়া উচিত নয়।
চুক্তি হয়েছে ইতিমধ্যেই
কিছুদিন আগেই ৪ মার্চ ভারতের ব্যাঙ্কগুলির (5 Day Banking) সংগঠন IBA ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ও বিভিন্ন ব্যাঙ্ক কর্মচারীদের মধ্যে চুক্তি হয়েছে যেখানে ব্যাঙ্ক কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে ইউনিয়ন সম্মত হয়েছে। এরপরে বিভিন্ন সরকারি ব্যাঙ্কের কর্মচারীদের বেতন ১৭ শতাংশ বাড়তে চলেছে। বেতন ছাড়াও মহার্ঘভাতাও বাড়তে চলেছে। এছাড়া আরও বেশ কিছু সুবিধে দেওয়া হবে বলে ব্যাঙ্ক কর্মীদের, এমনটাই জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা
দীর্ঘ সময় ধরে ব্যাঙ্ক কর্মচারীরা (5 Day Banking) দাবি জানিয়ে আসছিলেন যাতে ব্যাঙ্কগুলিতে সপ্তাহে ৫ দিন কাজ হয় এবং ২ দিন ছুটি থাকে। বর্তমানে ব্যাঙ্ক কর্মীদের প্রতি রবিবার ছুটি থাকলেও প্রতি শনিবার ছুটি থাকে না। মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকে।
দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি ব্যাঙ্ক কর্মীদের
এখন যেমন মাসের তিনটি শনিবার ব্যাঙ্ক খোলা থাকে এবং দুটি শনিবার ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা। সেই তিনটি শনিবারও ছুটির দাবি করেছিলেন ব্যাঙ্ক কর্মীরা। আশা করা হয়েছিল, লোকসভা ভোটের আগে অর্থ মন্ত্রণালয়ের থেকে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে, কিন্তু তাঁর বদলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্টই জানিয়েছেন যে এমন কিছু ঘটার সম্ভাবনা নেই।
নির্বাচনের দিন ঘোষণার পরেই দেশজুড়ে চালু হয়ে যাবে কোড অফ কনডাক্ট। এরপরে আর কেন্দ্র সরকার ব্যাঙ্ক কর্মচারীদের ছুটির বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। ফলে ৫ দিন কর্মসপ্তাহ হবে কিনা তা আলোচনা স্থগিত থাকবে ভোটপর্ব সমাধা হওয়া পর্যন্ত। ভোটের পরে নবগঠিত সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে এখনও FASTag লিঙ্কড ? বন্ধ করতে চাইছেন ? এভাবে করুন