Bank Holiday: গেলেও কাজ হবে না, আগামীকাল এই শহরগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
Bank Closed: মোট ৭টি দফায় আয়োজিত হবে ২০২৪ সালের ১৮তম লোকসভা নির্বাচন। এর আগে ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল হয়ে গিয়েছে দুই দফার নির্বাচন প্রক্রিয়া। এবার তৃতীয় দফার ভোট আয়োজিত হতে চলেছে আগামীকাল ৭ মে।
Bank Closed: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আবহে বেশ কিছু শহরে ভোটের দিনগুলিতে বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা। দেশের সমস্ত ব্যাঙ্কের শাখাগুলি (Bank Holiday) বন্ধ থাকছে ভোটের দিনগুলিতে। ইতিমধ্যে সারা দেশে দুই দফার ভোট হয়ে গিয়েছে। এবার হবে তৃতীয় দফার ভোট আর তাই দেশের বিভিন্ন শহরে আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
তৃতীয় দফার ভোট এই সপ্তাহেই
মোট ৭টি দফায় আয়োজিত হবে ২০২৪ সালের ১৮তম লোকসভা নির্বাচন। এর আগে ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল হয়ে গিয়েছে দুই দফার নির্বাচন প্রক্রিয়া। এবার তৃতীয় দফার ভোট আয়োজিত হতে চলেছে আগামীকাল ৭ মে। বিভিন্ন রাজ্যের মোট ৯৪টি লোকসভা আসনে হবে এই তৃতীয় দফার ভোট। মঙ্গলবার তাই ভোটের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। এই জন্য আগে থেকে কাজ সেরে রাখতে হবে আজই। নাহলে সমস্যা হতে পারে গ্রাহকদের।
কোন কোন শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া ব্যাঙ্কের ছুটির (Bank Holiday) তালিকা অনুসারে তৃতীয় দফার লোকসভা ভোটের কারণে আমেদাবাদ, ভোপাল, পানাজি এবং রায়পুর সার্কলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও মে মাসে আরও কিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর আগে ১ মে তারিখেও শ্রমিক দিবস এবং মহারাষ্ট্র দিবসের জন্য বন্ধ ছিল ব্যাঙ্ক।
মে মাসে কবে কোথায় বন্ধ ব্যাঙ্ক
৮ মে: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক (Bank Holiday) বন্ধ।
১০ মে: বাসভ জয়ন্তী/অক্ষয় তৃতীয়া, কর্ণাটকে ব্যাঙ্কে ছুটি থাকবে।
১৩ মে: লোকসভা সাধারণ নির্বাচনের আরেকটি পর্বে শ্রীনগরে ছুটি থাকবে।
১৬ মে: সিকিমে স্টেট দিবসে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২০ মে: লোকসভা সাধারণ নির্বাচনে মহারাষ্ট্রে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে।
২৩ মে: বুদ্ধ পূর্ণিমা, ত্রিপুরা, মিজোরাম, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু, লখনউ, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশ সহ একাধিক রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ রয়েছে৷
২৫ মে: নজরুল জয়ন্তী এবং লোকসভা সাধারণ নির্বাচন, ত্রিপুরা ও ওড়িশায় ব্যাঙ্ক (Bank Holiday) ছুটি থাকার কথা।
তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও চালু থাকবে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। ফলে UPI বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে সহজেই ব্যাঙ্কে টাকা পাঠানো বা অন্য কোনও লেনদেন করতে পারবেন ঘরে বসেই।
আরও পড়ুন: Paytm News: পদত্যাগ করলেন Paytm-এর চিফ অপারেটিং অফিসার ভবেশ গুপ্তা