PF Transfer : চাকরি ছেড়ে এখন পিএফ ট্রান্সফার আরও সহজ, EPFO এনেছে ফর্ম ১৩
EPFO : আপনার প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অ্যাকাউন্ট আগের থেকে আরও সহজে ট্রান্সফার করা যাবে।

EPFO : এবার থেকে চাকরি (Job) ছেড়ে নতুন কোম্পানিতে যোগ দিলে সমস্যা হবে না PF অ্যাকাউন্ট ট্রান্সফার। EPFO এনেছে ফর্ম ১৩ সফ্টওয়্যার প্লাটফর্ম, যা আপনার প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অ্যাকাউন্ট আগের থেকে আরও সহজে ট্রান্সফার করতে সাহায্য করবে।
Provident Fund : যদিও এই অনুমতি ছাড়া হবে না কাজ
মনে রাখবেন, আপনার পুরনো অফিস এই পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারে অনুমতি দিলেই ছাড়পত্র পাবেন আপনি। সেই ক্ষেত্রে সহজেই আপনার নতুন অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে।
বর্তমানে ইপিএফওর সদস্যদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য লক্ষ্য রেখেই এই নতুন উদ্য়োগ নেওয়া হয়েছে।
EPFO : এতদিন এই বিষয়ে কী নিয়ম ছিল
এখনও পর্যন্ত পিএফে জমার বিষয়টি দুটি ইপিএফ অফিসের ওপর নির্ভর করত। এক, যেখান থেকে পিএফের জমা টাকা স্থানান্তরিত হত (উত্স অফিস)। দ্বিতীয়টি ইপিএফ অফিস যেখানে ট্রান্সফার টাকা আসলে জমা দেওয়া হত অর্থাৎ (গন্তব্য অফিস)।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এখন এই প্রক্রিয়াটি আরও সহজ করার লক্ষ্যে, ইপিএফও একটি নতুন ফর্ম 13 সফ্টওয়্যার চালু করেছে। যেখানে ডেস্টিনেশন অফিসে আপনার সব ট্রান্সফার ক্লেমে আর অনুমোদনের প্রয়োজনীয়তা থাকছে না।
Provident Fund : কারা এতে উপকৃত হবেন
সরকারের এই নতুন উদ্যোগের ফলে EPFO-র ১.২৫ কোটি সদস্য উপকৃত হবেন। এই পদক্ষেপের ফলে প্রতি বছর প্রায় ৯০,০০০ কোটি টাকা ট্রান্সফার আরও সহজ ও দ্রুত হয়ে গেল। এই ফর্ম 13 করযোগ্য পিএফ সুদের উপর টিডিএসের সঠিক গণনার ক্ষেত্রেও বিশে, সুবিধা দেবে।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সংক্ষেপে ইপিএফওর গ্রাহকরা শীঘ্রই বড় সুবিধে পেতে চলেছেন। এবার থেকে তারা খুব সহজেই পিএফ অ্যাকাউন্টে তাদের জমানো টাকা তুলতে পারবেন, তাও আবার সরাসরি এটিএমের (EPFO 3.0) মাধ্যমেই। একইসঙ্গে আরও বেশ কিছু ডিজিটাল পরিবর্তন আনতে চলেছে ইপিএফও সংস্থা।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন দেশে চালু হবে ইপিএফও ৩.০। একটি বড় প্রযুক্তিগত বিপ্লব (PF Withdrawal) ঘটাবে এই উদ্যোগ। এই বছর ২০২৫ সালের মে-জুন মাস থেকেই চালু হবে এই পরিষেবা। পিএফ থেকে টাকা তোলা এখন হবে আরও সহজ।
পিটিআই সংবাদমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, 'ইপিএফও শীঘ্রই ৩.০ ভার্সন চালু করবে দেশে। এক বিরাট বড় আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত পরিষেবা হবে সরলীকৃত এবং বিঘ্নহীন। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ক্লেম সেটলমেন্ট, ডিজিটাল কারেকশন, এটিএম ভিত্তিক টাকা তোলার সুবিধে ইত্যাদি। এই বড় বদল আনা হচ্ছে মূলত ইপিএফওকে আরও বেশি সহজলভ্য ও দক্ষ, নিপুণ করে তোলার জন্য'।























