EPFO Nominee Change: ইপিএফও-তে নমিনি পরিবর্তন করতে চান ? এই সহজ উপায়ে পাবেন সমাধান
EPFO Update: ছুটতে হবে না প্রভিডেন্ট ফান্ডের অফিসে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ওয়েবসাইট epfindia.gov.in- এ গিয়েই সহজেই বদলাতে পারবেন আপনার নমিনি।
EPFO Update: ছুটতে হবে না প্রভিডেন্ট ফান্ডের অফিসে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ওয়েবসাইট epfindia.gov.in- এ গিয়েই সহজেই বদলাতে পারবেন আপনার নমিনি। জেনে নিন কীভাবে করবেন সেই কাজ।
EPFO Nominee Change: অনলাইনে পাবেন এই সুবিধা
এখন অনলাইনেই EPF, EPS রেজিস্ট্রেশন জমা দিতে পারেন। কর্মচারীদের ভবিষ্য তহবিল সংস্থা অর্থাৎ EPFO সব EPFO সদস্যদের প্রভিডেন্ট ফান্ড (PF) নমিনেশন সুবিধা দিচ্ছে। যেখানে আপনি সহজেই অনলাইন মোডের মাধ্যমে EPF, EPS নমিনেশন জমা দিতে পারেন।
EPFO Update: কীভাবে বদলাতে পারবেন নমিনি ?
তথ্য অনুসারে, এখন কোনও EPFO গ্রাহককে তার PF নমিনি পরিবর্তন করতে EPFO-তে যেতে হবে না। PF অ্যাকাউন্ট হোল্ডাররা নতুন PF নমিনেশন ফাইল করে আগের মনোনীত ব্যক্তিকে নিজেরাই পরিবর্তন করতে পারেন।
EPFO Nominee Change: এখানে রইল উপায়
অনলাইন পিএফ নথিভুক্তি করতে, প্রথমে আপনাকে EPFO-এর অফিশিয়াল ওয়েবসাইট epfindia.gov.in-এ লগইন করতে হবে।
তারপর 'Service-এ গিয়ে 'For Employees'ট্যাবে ক্লিক করুন
পরিষেবাগুলিতে 'Member UAN/Online Service (OCS/OTCP)'দেখে নিন।
এবার আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
'
ম্যানেজ' ট্যাবের অধীনে 'ই-নোমিনেশন' বিকল্পটি নির্বাচন করুন
ফ্যামিলি আপডেট করতে, 'Yes' এ ক্লিক করুন
এবার 'Add Family Details'-এ ক্লিক করুন
পরিমাণের মোট অংশ ঘোষণা করতে 'Nomination Details'-এ ক্লিক করুন।
ঘোষণার পরে, 'সেভ ইপিএফ নমিনেশন'-এ ক্লিক করুন
এখানে OTP পেতে 'ই-সাইন'-এ ক্লিক করুন।
এবার আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে যা পূরণ করতে হবে।
এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে EPFO-তে আপনার ই-মনোনয়ন রেজসিট্রেশন সম্পূর্ণ হবে।
EPFO Nominee Change: এরফলে সময়ের সঙ্গে সঙ্গে হবে অর্থ সাশ্রয়ইপিএফও-র এই উদ্যোগের ফলে কেবল শ্রমজীবী মানুষই নন, সব ধরনের গ্রাহকই স্বস্তি পাবেন। এর জন্য তাদের আর অফিসে যেতে হবে না। এতে শুধু অর্থই নয় সময়ও বাঁচবে। তাই আপনি যদি আপনার অ্যাকাউন্টে নমিনি পরিবর্তন করতে চান, তাহলে অবিলম্বে এই পদ্ধতিগুলি অনুসরণ করুন।
আরও পড়ুন : EPFO Update: পিএফ অ্যাকাউন্টে জন্ম তারিখ ভুল ? ঘরে বসে এই উপায়ে করুন আপডেট