EPFO Update: ইউএএন নম্বর ভুলে গেছেন ? এই সহজ উপায়ে অনলাইনে জানুন আপনার গোপন তথ্য
Employees Provident Fund Organisation: UAN নম্বর ভুলে গেলেও চিন্তার কিছু নেই। এই কয়েকটি সহজ ধাপেই অনলাইনেই নিজেই বের করে নিতে পারবেন আপনার ইউএএন নম্বর।
Employees Provident Fund Organisation: UAN নম্বর ভুলে গেলেও চিন্তার কিছু নেই। এই কয়েকটি সহজ ধাপেই অনলাইনেই নিজেই বের করে নিতে পারবেন আপনার ইউএএন নম্বর। সম্প্রতি EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের সুবিধার্থে একটি ট্যুইট করছে কর্তৃপক্ষ। সেখানেই পাওয়া যাচ্ছে, UAN নম্বর পাওয়ার গাইডলাইন।
UAN Update: কী সুবিধা ইপিএফও থেকে ?
আপনি চাকরি করলে বেতনের একটি অংশ কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা বা পিএফ অ্যাকাউন্টের জন্য জমা দিতে হয়। সেই ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত যেকোনও কাজের নিষ্পত্তি করতে সবারই একটি ইউএন নম্বর প্রয়োজন। এই নম্বরের মাধ্যমে সহজেই আপনার পিএফ অ্যাকাউন্টে লগইন করতে পারবেন আপনি। এমনকী অন্য কোনও অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে হলেও কাজে লাগবে ইউএএন নম্বর। ই-নমিনেশনের প্রক্রিয়া সম্পূর্ণ ছাড়াও অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে এর মাধ্যমে।
EPFO Update: কোথায় সমস্যা ?
দেখা যায়, অনেক সময় আমরা PF অ্যাকাউন্টের UAN নম্বর ভুলে যাই। সেই পরিস্থিতিতে সমস্যায় পড়তে হতে পারে অ্যাকাউন্ট হোল্ডারকে। এবার আর সেই বিষয়ে চিন্তার প্রয়োজন নেই। ঘরে বসে কিছু সহজ ধাপে নিজের UAN নম্বর খুঁজে নিতে পারবেন।
EPFO: এই পথে জেনে নিন আপনার UAN নম্বর
১ প্রথমে epfindia.gov.in-এ ক্লিক করুন।
২ এখানে Services অপশনটি নির্বাচন করুন।
৩ এরপর For Employees অপশনে ক্লিক করুন।
৪ এই পর্বে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
৫ এখানে SERVICES বিভাগে ক্লিক করুন।
৬ এরপর মেম্বার ইউএএন/অনলাইন সার্ভিসে ক্লিক করুন।
৭ এবার আপনাকে Know Your UAN Number-এ ক্লিক করতে হবে।
৮ এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর চাওয়া হবে, যা পূরণ করে দিন।
৯ এই পর্বে ক্যাপচা কোডটি পূরণ করুন। যার ফলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যা পূরণ করতে হবে।
১০ এবার পরবর্তী পৃষ্ঠায় আপনাকে সব তথ্য যেমন কর্মচারীর নাম, জন্ম তারিখ, আধার নম্বর, প্যান নম্বর সব পূরণ করতে হবে।এছাড়াও, আপনাকে কর্মচারী আইডিও নির্বাচন করতে হবে।
১১ শেষে 'শো মাই ইউএএন'-এ ক্লিক করতে হবে।
১২ এখানে আপনার সামনে UAN কোড ওপেন হবে।এইভাবে আপনি দু-মিনিটের মধ্যে আপনার UAN নম্বর খুঁজে পেতে পারেন।
আরও পড়ুন : EPFO e-Passbook: পিএফ অ্যাকাউন্টে কত সুদ এল ? জানেন কীভাবে ডাউনলোড করতে পারবেন ই-পাসবুক ?