Loan Interest Rate: রেপো রেট কমেছে, হোম লোন ও গাড়ির লোনের সুদের হার কমল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে
PNB Home Loan Car Loan: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই নতুন ঋণের উপর সুদের হার কমানোর পরে গ্রাহকদের জন্য যে কোনও ঋণের ইএমআই অনেকটাই কমে যাবে।

Home Loan Car Loan Interest Rate: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা এবার স্বস্তি পাবেন। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবার তাদের হোম লোন ও গাড়ির লোনে সুদের হার কমিয়েছে। কিছুদিন আগেই মুদ্রানীতির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক (Home Loan) তৃতীয়বারের মত রেপ রেট কমিয়ে আনে আর এর জেরেই ব্যাঙ্কে ঋণের উপর সুদের হারেও (Loan Interest Rate) আসে পতন। এই ব্যাঙ্ক বর্তমানে রেপো রেট লিঙ্কড লেন্ডিং রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। এর আগে রিজার্ভ ব্যাঙ্কও তাদের রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছিল।
সাম্প্রতিক এই রেপো রেট হ্রাসের ফলে এখন রেপো রেট এসে ৬ শতাংশ থেকে কমে হয়েছে ৫.৫০ শতাংশ। এই রেপো রেট হল সেই সুদের হার যার ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্ক দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দিয়ে থাকে। কোভিড মহামারীর পরে এই নিয়ে পরপর তিনবার রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক সুদের হার কমানো হয়েছে। ২০২০ সালের মে মাস থেকে ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক এই রেপো রেট ৪ শতাংশেই স্থির রেখেছিল।
নতুন সুদের হার ৯ জুন থেকেই ধার্য হবে
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই নতুন ঋণের উপর সুদের হার কমানোর পরে গ্রাহকদের জন্য যে কোনও ঋণের ইএমআই অনেকটাই কমে যাবে। হোম লোন ও গাড়ির লোনের উপরে ইএমআই কমে যাবে অনেকটাই। এর মাধ্যমে বর্তমান ঋণগ্রহীতা এবং নতুন ঋণগ্রহীতা উভয়েই উপকৃত হবেন। এক্স হ্যান্ডলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন হোম লোন ও কার লোনের সুদের হার আগামীকাল অর্থাৎ ৯ জুন থেকেই ধার্য করা হবে।
হোম লোনের সুদের হার শুরু হচ্ছে ৭.৪৫ শতাংশ থেকে
গাড়ির লোনের সুদের হার শুরু হচ্ছে ৭.৮০ শতাংশ থেকে
ঋণের উপর সুদের হার কম হলে গ্রাহকদের উপরে ইএমআইয়ের বোঝা অনেকটাই কমে আর এর ফলে ঋণের সামগ্রিক মেয়াদে সুদ বাবদ অনেক টাকাই বেঁচে যায় গ্রাহকদের। যে সমস্ত ঋণগ্রহীতা রেপো রেট লিঙ্কড লেন্ডিং রেটে ঋণ নিয়েছেন তাদের আগামী বিলিং সাইকেলে ইএমআই অনেকটাই কমে যাবে। আর এদিকে নতুন ঋণগ্রহীতারাও এখন থেকে উল্লেখযোগ্যভাবে কম সুদে ঋণ নিতে পারবেন। এই সুদের হার হ্রাস পাওয়া আদপে বাড়ি ক্রেতা, গাড়ির ঋণ আবেদনকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধেজনক হয়।
২০২০ সালের মে মাস থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট স্থির রেখেছিল ৪ শতাংশে। তারপর খানিক বাড়ে রেপো রেট। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই রেপো রেট দাঁড়ায় ৬.৫ শতাংশে, আর এই সুদের হারই টানা ২ বছর বজায় ছিল।






















