Adhaar Card: রেশন তুলতে গেলে সঙ্গে থাকুক আধারযুক্ত মোবাইল নম্বর, কেন?
Digital Ration Card: ই-পস মেশিনে আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে হবে। স্ক্যান করতে সমস্যা থাকলেও ওটিপির মাধ্যমে তোলা যাবে রেশন
কলকাতা: রাজ্যে রেশন ব্যবস্থা চালু হয়েছে। রয়েছে বিভিন্ন রেশন কার্ড (Ration Card)। এক এক রেশন এক একরকম পরিমাণে রেশন সামগ্রী পেয়ে থাকেন উপভোক্তারা। রেশন নিয়ে যাতে কোনও দুর্নীতি না হয় তার জন্য এখন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করা হচ্ছে। যার রেশন, তিনিই যাতে রেশন নিতে পারেন তার জন্য়ই এই ব্যবস্থা করা হয়েছে।
আগে রেশন কার্ডে সই করেই নেওয়া যেত রেশন। এই রেশন বণ্টন নিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগও উঠেছে বিভিন্ন সময়। সেই দুর্নীতিচক্র ভাঙার জন্য়ই আনা হয়েছে ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card)। এবার আর সই নয়, ডিজিটাল মাধ্যমে আঙুলের ছাপ দিয়েই তোলা যাবে প্রয়োজনীয় রেশন সামগ্রী।
ePOS মেশিনে রেশন:
ডিজিটাল রেশন কার্ডে রেশন তুলতে গেলে একটি মেশিনে আঙুলের ছাপ দিতে হবে। সেটির নামই হল ePOS. যে ব্যক্তির রেশন কার্ড তিনিই যাতে রেশন তোলেন তার জন্যই এই ব্যবস্থা।
First give middle or ring finger for scanning in ePOS. If it fails, insist on OTP based ePOS transactions. OTP will be received in your Aadhaar linked mobile number.#KhadyaSathi#WestBengal#FoodforAll @egiye_bangla pic.twitter.com/4Po6nQd7EP
— Department of Food and Supplies, Government of WB (@wbdfs) August 24, 2022
কোন পদ্ধতিতে রেশন:
- মধ্যমা (Middle Finger) বা অনামিকা (Ring Finger) ePOS মেশিনে ঠেকিয়ে স্ক্যান করতে হবে।
- যদি স্ক্যান হয় ভাল, না হলেও সমস্যা নেই।
- OTP-এর মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে।
- ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ রয়েছে।
- ওই আধার কার্ডে যে নম্বর রয়েছে তাতে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলে বাকি ভেরিফিকেশন হয়ে যাবে।
- খাদ্য দফতরের তরফে জানানো হচ্ছে রেশন তোলার সময় ডিজিটাল রেশন কার্ডের সঙ্গেই এমন মোবাইল নিয়ে যেতে হবে, যেটির নম্বর আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে।
কোনও সমস্যা হলে বা তথ্য জানার প্রয়োজন হলে যোগাযোগ করার ব্যবস্থাও রয়েছে। সেগুলি কী কী?
- https://food.wb.gov.in
- টুইটারে @wbdfs
- 1967/18003455505
- 9903055505 (হোয়াটসঅ্যাপ)
এরই সঙ্গে রয়েছে ডিজি লকারের সুবিধা:
রেশন ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ই-রেশন কার্ডের সুবিধা ইতিমধ্যেই মিলছে ডিজি লকারে। কী কী সুবিধা মিলবে?
ডিজি-লকারের মাধ্যমে পাওয়া যাবে ই-রেশন কার্ড। ডিজি-লকারে রেশন কার্ড নম্বর দিলেই মিলবে ই-রেশন কার্ড। এই ই-রেশন কার্ড পশ্চিমবঙ্গের সব রেশন দোকানেই সমানভাবে গৃহীত হবে। রেশনকার্ড রয়েছে এমন কোনও ব্যক্তি অথবা রেশন কার্ডের বৈধতা যাচাই করতে চান এমন কোনও কর্তৃপক্ষ এই ব্যবস্থায় রেশন কার্ডের তথ্য পাবেন।
আরও পড়ুন: ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচের ব্যাটারি নিয়ে ভারতে আসছে রেডমি র নতুন ফোন