IBPS Clerk Prelims এর ফল প্রকাশিত, জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন রেজাল্ট
IBPS Clerk Prelims Result : জানুয়ারির তৃতীয় সপ্তাহে পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে মনে করেছিল অনেকেই। যদিও পরীক্ষার্থীদের অবাক করে বৃহস্পতিবার IBPS Clerk Prelims 2021 পরীক্ষার ফল ঘোষণা করে দেওয়া হয়।
IBPS Clerk Prelims Result 2021: প্রকাশিত হল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল-এর প্রিলিমসের ক্লার্ক পরীক্ষার ফল। ibps.in-এ গিয়ে পরীক্ষার ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। মনে রাখবেন, এটি কেবল ২০২১ সালের ডিসেম্বরে Online Preliminary Examination-এর ফল।
Institute of Banking Personnel(IBPS): প্রথমে মনে করা হয়েছিল জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই পরীক্ষার ফল প্রকাশিত হবে। যদিও পরীক্ষার্থীদের অবাক করে বৃহস্পতিবার IBPS Clerk Prelims 2021 পরীক্ষার ফল ঘোষণা করে দেওয়া হয়। এবার প্রিলিমস পরীক্ষার ফল অনুসারে মেন পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত পরীক্ষার ফল অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে।ফলাফল ডাউনলোড করতে প্রার্থীদের তাদের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ডের প্রয়োজন হবে। কীভাবে ডাউনলোড করতে হয় তা এখানে ধাপে ধাপে দেখে নিন ।
IBPS Clerk Prelims Result 2021 : কীভাবে ডাউনলোড করবেন ?
১ প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট -ibps.in-এ যান।
২ এবার হোমপেজে IBPS Clerk Prelims result-এ ক্লিক করুন।
৩ আপনার লগইন আইডি লিখুন।
৪ এবার দেখে নিন পরীক্ষার ফল।
৫ ডাউনলোড করুন ও ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউন্ট বের করে রাখুন।