India Post: প্রতারকদের নিশানায় এবার গ্রামের মানুষ, খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট
Post Office: শহর , শহরতলির বাসিন্দাদের ছেড়ে এবার গ্রামবাসীদের নিশানা করছে প্রতারকরা। বেছে বেছে গ্রামের মানুষ, আদিবাসী ও সাক্ষরজ্ঞানহীন লোকদের অ্য়াকাউন্টে হানা দিচ্ছে জালিয়াতরা।
Post Office: শহর , শহরতলির বাসিন্দাদের ছেড়ে এবার গ্রামবাসীদের নিশানা করছে প্রতারকরা। বেছে বেছে গ্রামের মানুষ, আদিবাসী ও সাক্ষরজ্ঞানহীন লোকদের অ্য়াকাউন্টে হানা দিচ্ছে জালিয়াতরা।
India Post: কীভাবে ফাঁদে ফেলা হচ্ছে গ্রাহকদের ?
মূলত গ্রামবাসী, আদিবাসীদের নামে জাল অ্যাকাউন্ট খুলছে প্রতারকরা। অনেক ক্ষেত্রেই অ্যাকাউন্টহোল্ডারদের বিভিন্ন প্রকল্পের নামে আর্থিক সুবিধার লোভ দেখিয়ে করা হচ্ছে এই কাজ। তাই অপরিচিত কারও কাছে ব্যক্তিগত বিবরণ জানাবেন না। একবার এই ভুল করলেই সাইবার-অপরাধীদের হানার শিকার হবেন আপনি।
Post Office: ভুল করেও এই ভুলগুলি করবেন না
১ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কোনও তৃতীয় ব্যক্তির মোবাইল নম্বর ব্যবহার করা উচিত নয়।
২ গ্রাহকদের লেনদেনের সত্যতা না জেনে কোনও টাকা গ্রহণ বা পাঠাবেন না।
৩ প্রতারকদের থেকে বাঁচতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করবেন না। মোবাইল নম্বর, ব্যাঙ্কিং ডিটেলস অজানা ব্যক্তিদের সঙ্গে লেনদেন করার জন্য শেয়ার করবেন না।
৪ এই বিষয়ে পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)। পরামর্শ বার্তায় বলা হয়েছে, IPPB অ্যাকাউন্টের বিবরণ এমন কারও সঙ্গে শেয়ার করবেন না, যারা চাকরির অফার দিচ্ছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজে অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছেন।
৫ এখানেই শেষ নয়। গ্রাহকদের অর্থ পাঠানোর আগে কোম্পানি ও ব্যক্তির নাম অবশ্যই যাচাই করা উচিত।
IPPB Update: গ্রাহকদের জন্য রয়েছে এই সুরক্ষা
মনে রাখবেন, IPPB সব সময় গ্রাহক সনাক্তকরণ ডেটা পোস্ট অ্যাকাউন্ট খোলার পরে আপডেট করে। এই ধরনের প্রতারকদের অপব্যবহার থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য তাদের লেনদেনগুলিও নজরে রাখা হয়।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) ভারত সরকারের ১০০ শতাংশ ইক্যুইটি সহ ডাক বিভাগের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর ২০১৮ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি IPPB ব্যাঙ্কের উদ্বোধন করেন। সাধারণ মানুষের জন্য সবচেয়ে সহজলভ্য ও বিশ্বস্ত ব্যাঙ্ক গড়ে তোলার লক্ষ্যে এই IPPB ব্যাঙ্কটি প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন : Financial Rules Change: ১ডিসেম্বর থেকে এই বিষয়গুলিতে বদল, আপনার ওপর কী প্রভাব পড়বে