(Source: ECI/ABP News/ABP Majha)
Indian Railway: প্ল্যাটফর্ম টিকিটেও ট্রেনে যাত্রা করতে পারবেন ? জেনে নিন নিয়ম
Platform Ticket: কেবল পরিচিতদের ট্রেনে দিতে গেলে কাজে লাগে না প্লাটফর্ম টিকিট, আপনি চাইলে প্লাটফর্ম টিকিটেও ট্রেনে যাত্রা করতে পারেন। সেই ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে।
Platform Ticket: কেবল পরিচিতদের ট্রেনে দিতে গেলে কাজে লাগে না প্লাটফর্ম টিকিট, আপনি চাইলে প্লাটফর্ম টিকিটেও ট্রেনে যাত্রা করতে পারেন। সেই ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। জেনে নিন, ভারতীয় রেলের সেই গুরুত্বপূর্ণ নিয়ম।
Indian Railway: রেলের নিয়ম না মানলেই জরিমানা
ভারতীয় রেলকে সাধারণত দেশের লাইফলাইন হিসাবে ধরা হয়। ইন্ডিয়ান রেলওয়ে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি। প্রতিদিন কোটি কোটি যাত্রী তাদের গন্তব্যে পৌঁছনোর জন্য ট্রেনে যাতায়াত করেন। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যাতে যাত্রার সময় কেউ সমস্যায় না পড়েন। ট্রেনে ভ্রমণের সময় বৈধ টিকিট থাকা খুবই জরুরি।
Platform Ticket: ট্রেনের TTE আটকাতে পারবে না আপনাকে
বিনা টিকিটে ভ্রমণে কোনও যাত্রী ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে রেলওয়ে । তাকে কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করতে পারে ভারতীয় রেল। কিন্তু আপনি কি জানেন ,এই প্ল্যাটফর্ম টিকিট দিয়েও ভ্রমণ করতে পারবেন। সেখানে TTE আপনাকে ট্রেন থেকে নামাতে পারবে না। কী রয়েছে সেই নিয়মে ?
Indian Railway: আপনি প্ল্যাটফর্ম টিকিটের মাধ্যমে ট্রেনে ভ্রমণ করতে পারেন
অনেক সময় মানুষ হঠাৎ করে কোথাও যাওয়ার পরিকল্পনা করে ফেলে। এমন পরিস্থিতিতে তারা টিকিট কেনারও সময় পান না। যদি আপনার ক্ষেত্রেও এটি হয়, তাহলে আপনি রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম টিকিট (Railway Station Platform Ticket) কিনে ট্রেনে উঠতে পারেন। টিটিই আপনাকে ট্রেনে উঠতে ও ভ্রমণে বাধা দিতে পারবে না। এর পরে আপনি টিটিই থেকে আপনার বোর্ডিং স্টেশন থেকে গন্তব্যের টিকিট কিনতে পারবেন। মনে রাখবেন সেই ক্ষেত্রে ভাড়া আপনি যে ক্লাসে ভ্রমণ করছেন তার উপর নির্ধারিত হবে।
Platform Ticket: টিকিট কাউন্টার থেকে কেনা টিকিট নিয়ে যান
আপনি যদি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার থেকে আপনার ভ্রমণের টিকিট কিনে থাকেন,তবে মনে রাখবেন যে যাত্রীর জন্য টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটটি তার কাছে রাখা বাধ্যতামূলক। এমনকী যদি আপনি কাউন্টার টিকিটের কেবল একটি ছবি তুলে রাখেন, সেই ক্ষেত্রে সেটি বৈধ টিকিট হিসাবে বিবেচিত হবে না। যদি আপনার কাউন্টার টিকিট হারিয়ে যায়, তাহলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। এর পরে আপনি কাউন্টার টিকিট ছাড়াই ভ্রমণের অনুমতি পাবেন। প্রথমতযাত্রীকে প্রমাণ করতে হবে , যার নামে টিকিট করা হয়েছে তিনি একই ব্যক্তি। এরপর জরিমানা শোধ করে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
আরও পড়ুন: Gold Hallmark: মিনিটেই পরীক্ষা করুন সোনার গয়নার হলমার্ক, কীভাবে বুঝবেন আসল-নকল ?