IPPB Recruitment 2022: একাধিক পদে নিয়োগ করছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্য়াঙ্ক, মাসিক বেতন প্রায় ৫ লক্ষ
IPPB Recruitment 2022: স্কেল II, III, IV, V, VI & VII নিয়োগ চলছে । আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল ২০২২। জেনে নিন উল্লেখিত পদগুলোতে আবেদনের জন্য কী করবেন।
একাধিক শূন্য আসনে ম্যানেজার (Manager Posts) পদে নিয়োগ করছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payments Bank Limited) (IPPB) । যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। স্কেল II, III, IV, V, VI & VII নিয়োগ চলছে । আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল ২০২২ । জেনে নিন উল্লেখিত পদগুলোতে আবেদনের জন্য কী করবেন ।
১. চিফ টেকনোলজি অফিসার
পদের সংখ্য়া: ১টি
বয়সের ঊর্ধ্বসীমা: ৩৫ থেকে ৫৫ পর্যন্ত বয়সের প্রার্থীরা আবেদন করতে পারেন এই পদের জন্য
বেতনক্রম: আনুমানিক মাসিক CTC ৫,১০, ২৮৫
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক বা MCA বা সমতুল্য যোগ্যতার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারেন ।
কাজের অভিজ্ঞতা: ব্যাঙ্কিং/ ফিনান্সিয়াল সার্ভিস/IT সংক্রান্ত ফিল্ড/ প্রোজেক্ট পেমেন্ট টেকনোলজি, ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদিতে ১৫ বছরের অভিজ্ঞতা ।
২. চিফ ম্য়ানেজার (ডিজিটাল টেকনোলজি) (Scale-IV)
পদের সংখ্য়া: ১
বয়সের ঊর্ধ্বসীমা: ০১ মার্চ ২০২২-এর হিসেবে ২৯ বছর থেকে ৪৫ বছর
বেতনক্রম: আনুমানিক মাসিক CTC ৩,৫৬,৮৪৪
শিক্ষাগত যোগ্যতা: বিটেক, ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি। এ ছাড়াও এমবিএ, ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
৩. সিনিয়র ম্যানেজার (সিস্টেম/ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন) (Scale-III)
আসন সংখ্যা: ১
বয়সসীমা: ১ মার্চ ২০২২ সালের হিসেবে বয়স হতে হবে ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে ।
বেতনক্রম: আনুমানিক মাসিক ২,৯৮,৫৪৫ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: ইকোনোমিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি-তে ব্যাচেলর ডিগ্রি। বা ইলেক্ট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্সে বিটেক বা B.E ডিগ্রি।
আরও পড়ুন: Savings Account Types: ৬ ধরনের সেভিংস অ্যাকাউন্ট হয়, জানুন আপনার জন্য কোনটি সেরা ?
ইচ্ছুক প্রার্থীরা বিস্তারিত জেনে নিন নিচের লিঙ্ক থেকে IPPB Recruitment 2022