Aadhaar Card: আপনার আধার নম্বর কি গোপনে অন্য কেউ ব্যবহার করছে ? ঘরে বসেই এক ক্লিকে জানতে পারবেন এভাবে
How to Check Aadhaar Card Misuse: প্রথম আপনাকে যেতে হবে UIDAI-এর ওয়েবসাইটে। আধার সংক্রান্ত সমস্ত পরিষেবার একমাত্র বৈধ সমাধান দেবে এই পোর্টাল।

How To Check Aadhaar Card Misuse: এই ডিজিটাল যুগে আইডেন্টিটি চুরি অরায়ই দেখা যাচ্ছে। আপনার আধার কার্ড দিয়ে চুরি করে সিমকার্ড তুলে নিতে পারে অন্য কেউ। আবার আধার নম্বর, প্যান নম্বর জানলে সহজেই জালিয়াতরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লুট করে নেয়। ফলে আপনার নথি সুরক্ষিত আছে কিনা তা সময়ে সময়ে (Aadhaar Card) যাচাই করতে হয়। আপনার আধার নম্বর অন্য কেউ গোপনে ব্যবহার করছে না তো ? কীভাবে যাচাই করবেন ঘরে বসে ? এই আধার নম্বর সিমকার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সরকারি নথি সব কিছুর (Aadhaar Card Misuse) সঙ্গে যুক্ত করা রয়েছে, ফলে একবার এই আধার নম্বর জালিয়াতদের কাছে গেলে মহাবিপদে পড়তে পারেন আপনি।
তবে এই সমস্যার সমাধান এনে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে ইউআইডিএআই। বেশ কিছু টুল দিয়েছে এই সংস্থা যার মাধ্যমে আপনিও সহজেই দেখে নিতে পারবেন আপনার আধার নম্বর কোথায়, কখন, কে কোন কাজে ব্যবহার করেছে।
UIDAI-এর ওয়েবসাইট থেকেই এই টুল পেয়ে যাবেন
এই তথ্য অনুসারে, প্রথম আপনাকে যেতে হবে UIDAI-এর ওয়েবসাইটে। আধার সংক্রান্ত সমস্ত পরিষেবার একমাত্র বৈধ সমাধান দেবে এই পোর্টাল। এই আধার সংক্রান্ত বিষয়ে অন্য কোনও থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটে ভুলেও আপনার আধার নম্বর দেবেন না। এতে পরে সমস্যায় পড়তে পারেন আপনি।
আধার অথেন্টিকেশন হিস্ট্রি টুল
এই পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে প্রথমে আপনার আধার নম্বর ও ওটিপি দিয়ে। ওয়েবসাইটের হোমপেজে মাই আধার সেকশনে ক্লিক করতে হবে এরপরে। এখান থেকে বেছে নিতে হবে আধার অথেন্টিকেশন হিস্ট্রি টুলটি। এরপরে একটি নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে আপনার ১২ অঙ্কের আধার নম্বরটি বসিয়ে স্ক্রিনে দেওয়া সিকিউরিটি কোড বসালেই কাজ হাসিল হবে আপনার।
ওটিপি বসাতে হবে
সিকিউরিটি কোড আর আধার নম্বর বসানোর পরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে আপনাকে। আর এর মাধ্যমেই আপনার আধার-সংযুক্ত মোবাইল নম্বরে চলে যাবে ওটিপি। সেই ওটিপি এখানে বসাতে হবে। এরপরেই নতুন একটি উইন্ডোতে আপনি আপনার আধার কার্ডের অথেন্টিকেশন হিস্ট্রি দেখতে পাবেন। দেখতে পাবেন যে আপনার আধার নম্বর কোথায়, কখন, কে ব্যবহার করেছে। এর মধ্যে থাকবে বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক এবং ওটিপি অথেন্টিকেশন। এই তালিকায় যদি এমন মনে হয় যে কোনো একটি আপনার ব্যবহার করা নয়, তাহলেই সতর্ক হোন।
অন্য কেউ আপনার আধার নম্বর ব্যবহার করছে দেখলে কী করবেন
এই অথেন্টিকেশন হিস্ট্রি থেকে যদি দেখা যায় আপনার আধার নম্বর সন্দেহজনকভাবে ব্যবহার করা হচ্ছে বা কেউ বিনা অনুমতিতে ব্যবহার করেছে বলে বোঝা যায়, তাহলে সঙ্গে সঙ্গে UIDAI-কে যোগাযোগ করতে হবে। টোল ফ্রি নম্বর ১৯৪৭-এ কল করতে পারেন আপনি অথবা help@uidai.gov.in এই ইমেলে একটি মেল করে নিজের সমস্যার কথা জানাতে পারেন।






















